MG Motor India আগামীকাল তাদের নতুন প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ি MG M9 লঞ্চ করতে চলেছে। কালই এই Electric MPV-এর দাম ঘোষণা করা হবে। আন্তর্জাতিক বাজারে এই গাড়িটি Mifa 9 নামে পরিচিত। ভারতে এই গাড়ি MG Select নামের প্রিমিয়াম ডিলারশিপ নেটওয়ার্কের মাধ্যমে বিক্রি করা হবে। সম্পূর্ণ বিলাসবহুল এই MPV গাড়িটি ভারতের বাজারে MG-র সবচেয়ে দামি মডেল হতে চলেছে বলে মনে করা হচ্ছে। এটি ভারতে সেমি নক্ড ডাউন (SKD) ইউনিট হিসাবে আনা হবে এবং একটি মাত্র ফুল-লোডেড ভ্যারিয়েন্টেই অফার করা হবে। গাড়িটির সম্ভাব্য এক্স-শোরুম মূল্য প্রায় ৬৫ লক্ষ টাকা ধার্য করা হতে পারে।
MG M9 নকশায় আধুনিক ও প্রিমিয়াম ছোঁয়া
MG M9 একটি আকর্ষণীয় এবং প্রিমিয়াম ডিজাইনের MPV। গাড়িটির সামনে রয়েছে পাতলা ডেটাইম রানিং ল্যাম্প (DRL) এবং নিচের দিকে বসানো হেডল্যাম্প। পিছনে রয়েছে সম্পূর্ণ-প্রস্থ জুড়ে থাকা টেলল্যাম্প। এর মোট দৈর্ঘ্য ৫,২০০ মিমি, প্রস্থ ২,০০০ মিমি এবং উচ্চতা ১,৮০০ মিমি। হুইলবেস ৩,২০০ মিমি, যা Kia Carnival এবং Toyota Vellfire-এর চেয়েও বড়।
এই ইলেকট্রিক MPV-তে রয়েছে প্যানোরামিক সানরুফ, অ্যাম্বিয়েন্ট লাইটিং, ওয়্যারলেস চার্জার, ডিজিটাল ইনসাইড রিয়ার ভিউ মিরর (IRVM) এবং PM 2.5 এয়ার ফিল্টার। গাড়িটিতে তিনটি ড্রাইভ মোড এবং Vehicle-to-Load (V2L) ও Vehicle-to-Vehicle (V2V) চার্জিং সুবিধাও আছে। সামনের দিকে একটি ৫৫ লিটার ফ্রাঙ্ক (ফ্রন্ট ট্রাঙ্ক) রয়েছে। তবে সবচেয়ে আকর্ষণীয় ফিচার হচ্ছে দ্বিতীয় সারির প্রেসিডেন্সিয়াল সিট, যেগুলিতে হিটিং, ভেন্টিলেশন, ম্যাসাজ এবং ফোল্ড-আউট অটোম্যান দেওয়া হয়েছে। এই আসনগুলির কনট্রোল দেওয়া হয়েছে আর্মরেস্ট-মাউন্টেড টাচস্ক্রিনের মাধ্যমে।
TVS ও Norton’s যুগলবন্দিতে আসছে নতুন Norton V4, আত্মপ্রকাশের দিনক্ষণ ঘোষিত হল
পারফরম্যান্স ও রেঞ্জে নজরকাড়া উন্নতি
MG-র এই ইলেকট্রিক MPV-তে রয়েছে ৯০ কিলোওয়াট আওয়ার (kWh) ক্যাপাসিটির নিকেল ম্যাঙ্গানিজ কোবাল্ট (NMC) ব্যাটারি প্যাক। এই ব্যাটারি একটি ফ্রন্ট-অ্যাক্সেল মাউন্টেড ইলেকট্রিক মোটর-কে শক্তি জোগায়, যা সর্বোচ্চ ২৪৫ বিএইচপি শক্তি এবং ৩৫০ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। কোম্পানির দাবি অনুযায়ী, এই গাড়ির সর্বোচ্চ রেঞ্জ প্রায় ৫০০ কিলোমিটার, যা অভ্যন্তরীণ পরীক্ষার ভিত্তিতে জানানো হয়েছে। তাছাড়া, এতে ১৬০kW DC ফাস্ট চার্জিং সাপোর্টও রয়েছে, যার ফলে খুব দ্রুত চার্জ করানো সম্ভব হবে।
MG M9 ভারতের ইলেকট্রিক গাড়ির বাজারে নতুন একটি বিলাসবহুল ও প্রযুক্তিনির্ভর দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে। প্রিমিয়াম ডিজাইন, ফিচার এবং দীর্ঘ রেঞ্জের সমন্বয়ে এই গাড়ি উচ্চবিত্ত ক্রেতাদের জন্য একটি আকর্ষণীয় পছন্দ হতে চলেছে। কালকের আনুষ্ঠানিক লঞ্চের পর এই গাড়ির বাজার প্রতিক্রিয়া কেমন হয়, সেদিকেই তাকিয়ে রয়েছে অটো ইন্ডাস্ট্রি।