MG Comet EV এর সঙ্গে যুক্ত হল জিও, থাকছে দুর্দান্ত ফিচার

MG Comet EV

বর্তমানে ভারতীয় বাজারের বিভিন্ন গাড়ি নির্মাণকারী সংস্থা তাদের বৈদ্যুতিক গাড়ি নিয়ে এসেছে। যতদিন যাচ্ছে ভারতীয় বাজারে ততই বৃদ্ধি পাচ্ছে ব্যাটারি চালিত গাড়ির সংখ্যা। মূলত কেন্দ্রীয় সরকার এবং সমস্ত রাজ্য সরকারের উদ্যোগে পরিবেশ দূষণ মাথায় রেখে ব্যাটারি চালিত গাড়িকে প্রাধান্য দেওয়া হয়েছে। আর সেই মত ভারতীয় বাজারে টাটা থেকে শুরু করে মারতি সকলেই ব্যাটারি চালিত গাড়ি নির্মাণের উপর জোর দিয়েছে।

Advertisements

অন্যদিকে বর্তমানে ভারতীয় বাজারে সবথেকে কম দামি ব্যাটারি চালিত গাড়ি হল MG Comet EV। সম্প্রতি তারা ভারতীয় বাজারে লঞ্চ করেছে এই গাড়িটি যার দাম অন্যান্য ব্যাটারি চালিত গাড়ি থেকে অনেকটাই কম। পারিবার এই গাড়ির সাথে জুটি বাঁধলো ভারতের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা মুকেশ আম্বানির রিলায়েন্স জিও।

সম্প্রতি গাড়ি নির্মাণ সংস্থার পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে এবার থেকে গাড়ি ব্যবহারকারীরা পাবেন jio ভয়েস অ্যাসিস্ট্যান্ট সার্ভিস। অর্থাৎ গাড়ির শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র অফ অন থেকে শুরু করে জানালার কাজ নামানো সবই সম্ভব ভয়েস কমান্ডের মাধ্যমে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে গাড়িতে দেওয়া হবে একটি জিও ইসিম কার্ড।

Advertisements

যার ফলে গাড়ির ভেতরে নেটওয়ার্ক কানেক্টিভিটি বজায় থাকবে। অন্যদিকে ভয়েস কমান্ড এর মাধ্যমে গান শোনা থেকে শুরু করে সমস্ত রকমের ইনফটেনমেন্ট সিস্টেম কাজ করবে। পাশাপাশি গাড়ি ঠিক কোন জায়গায় রয়েছে তা বাড়ি বসে জানতে পারবেন গাড়ির মালিকেরা। অর্থাৎ সুরক্ষার দিক থেকেও একটা বড় বদল আসতে চলেছে বলে জানা যাচ্ছে।