ভারতে ইলেকট্রিক SUV আনছে মার্সিডিজ, সম্ভাব্য দাম চমকে দেবে!

Mercedes G-Wagon electric SUV to launch in India

প্রিমিয়াম গাড়ির সুদক্ষ নির্মাতা হিসাবেই জগৎ বিখ্যাত মার্সিডিজ বেঞ্জ (Mercedes-Benz)। জার্মান সংস্থার গাড়িগুলি সাধারণ মানুষের হাতের নাগালের বাইরেই থাকে। কারণ মডেলগুলির দামই শুরু হয় লক্ষ লক্ষ টাকা থেকে। এবারে ভারতে প্রিমিয়াম গাড়িপ্রেমীদের জন্য খুশির খবর শেনাল মার্সিডিজ বেঞ্জ। এদেশে সংস্থা আনতে চলেছে তাদের সর্বাধিক মূল্যবান ইলেকট্রিক গাড়ি। নতুন বছরেই এটি দেশের বাজারে হাজির করা হবে। তার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে কোম্পানি। এটি হচ্ছে Mercedes-Benz G-Wagon electric SUV।

Advertisements

Venue, Brezza, Punch সহ একাধিক গাড়িতে বছর শেষে বিশাল অফার! কেনার এটাই সুযোগ

Mercedes-Benz G-Wagon সংস্থার ফ্ল্যাগশিপ এসইউভি G-Class-এর উপর ভিত্তি করে আসবে। সব ঠিকঠাক চললে ৯ জানুয়ারি, ২০২৫-এ বাজারে লঞ্চ করবে গাড়িটি। এটি লাস ভেগাসে অনুষ্ঠিত কনজিউমার ইলেকট্রনিক্স শো বা সিইএস-এর মঞ্চে EQG কনসেপ্ট নামে প্রদর্শিত হয়েছিল। মডেলটি G 580 ভ্যারিয়েন্টের উপর ভিত্তি নির্মিত গাড়িটি ল্যাডার-ফ্রেমের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল।

মজার বিষয়, গত বছর জুলাই থেকেই G-Wagon-এর বুকিং গ্রহণ শুরু করেছে মার্সিডিজ বেঞ্জ। বিদেশে সম্পূর্ণ তৈরি হওয়া এই ইলেকট্রিক গাড়ি এদেশে আমদানি করে বিক্রি করা হবে। তাই দাম আরও বাড়বে। অনুমান করা হচ্ছে, এদেশে গাড়িটির কেনার খরচ ৩ কোটি স্পর্শ করতে পারে। আবার প্রতি বছরই একটি নির্দিষ্ট সংখ্যায় মডেলটি বাজারে আনা হতে পারে বলে জল্পনা শোনা যাচ্ছে।

Advertisements

ডিসেম্বরে নতুন SUV আনছে কিয়া, আত্মপ্রকাশের আগেই প্রকাশ্যে টিজার

Mercedes-Benz G-Wagon: রেঞ্জ ও ব্যাটারি

শক্তির উৎস হিসাবে Mercedes-Benz G-Wagon-এ থাকবে একটি ১১৬ কিলোওয়াট আওয়ার ব্যাটারি। কোম্পানি এর আগেই জানিয়েছিল যে গাড়িটি ২০০ কিলোওয়াট পর্যন্ত চার্জ করা যাবে। অর্থাৎ ১০ থেকে ৮০ শতাংশ চার্জ মাত্র আধা ঘণ্টায় হয়ে যাবে। আবার ১১ কিলোওয়াট চার্জারের সঙ্গেও এটি সামঞ্জস্যপূর্ণ হবে বলে জানানো হয়েছে। কোম্পানি জানিয়েছে, ফুল চার্জে গাড়িটি ৪৭০ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে।