Maruti Suzuki WagonR-এর স্পেশাল এডিশন লঞ্চ হল, 10,000 টাকা বেশিতে পাবেন এই দারুণ ফিচার

সম্প্রতি ভারতের বাজারে সিএনজি ভার্সনে লঞ্চ হয়েছে Maruti Suzuki Swift। এর কিছুদিনের মধ্য়েই WagonR Waltz Edition লঞ্চ করে সকলের দৃষ্টি আকর্ষণ করল মারুতি সুজুকি। এই…

Maruti-Suzuki-WagonR-Waltz-

সম্প্রতি ভারতের বাজারে সিএনজি ভার্সনে লঞ্চ হয়েছে Maruti Suzuki Swift। এর কিছুদিনের মধ্য়েই WagonR Waltz Edition লঞ্চ করে সকলের দৃষ্টি আকর্ষণ করল মারুতি সুজুকি। এই গাড়ির দাম ৫.৬৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। Maruti Suzuki WagonR Waltz Edition-এর বিশেষত্ব বলতে এর বহিরঙ্গ ও অন্দরমহলে বেশ কিছু আপডেট রয়েছে। সীমিত সংখ্য়ায় আসা এই গাড়ি WagonR-এর বেস LXi ভ্য়ারিয়েন্টের উপর ভিত্তি করে এসেছে। LXi-এর তুলনায় স্পেশাল এডিশনের দাম ১০,০০০ টাকা বেশি। 

Maruti Suzuki WagonR Waltz Edition ফিচার

   

নতুন WagonR Waltz Edition-এ বহিরঙ্গের আপডেট হিসেবে দেওয়া হয়েছে একটি ফ্রন্ট ক্রোম গ্রিল, ফগ ল্য়াম্প, হুইল আর্চ ক্ল্য়াডিং, বাম্পার প্রোটেক্টর, সাইড স্কার্ট, বডি সাইড মোল্ডিং ইত্য়াদি। কেবিনে রয়েছে নয়া ইন্টেরিয়র স্টাইলিং কিট, নয়া ডিজাইনের ফ্লোর ম্য়াট ও সিট কভার, নতুন টাচ স্ক্রিন মিউজ্ক সিস্টেম, স্পিকার, একটি সিকিউরিটি সিস্টেম ও রিভার্স পার্কিং ক্যামেরা।

Maruti Suzuki WagonR Waltz Edition স্পেশিফিকেশন

WagonR-এর Waltz Edition-এর কারিগরি ক্ষেত্রে কোনরকম পরিবর্তম ঘটানো হয়নি। হ্যাচব্যাক মডেলটি ১.০-লিটার এবং ১.২-লিটার K-সিরিজ পেট্রোল ইঞ্জিন সহ বেছে নেওয়া যাবে। ১.০-লিটার পেট্রোল মোটর সিএনজি ভ্য়ারিয়েন্টও এই গাড়ি বেছে নেওয়া যায়। ট্রান্সমিশন বিকল্পগুলির মধ্যে একটি ৫-স্পিড ম্যানুয়াল এবং এএমটি অন্তর্ভুক্ত। সিএনজি সংস্করণটি কেবল ম্যানুয়াল গিয়ারবক্স সহ কেনা যায়। সুরক্ষাজনিত ফিচার হিসেবে রয়েছে ডুয়েল এয়ারব্যাগ, ইবিডি সহ এবিএস, ইএসসি এবং হিল হোল্ড (এএমটিতে)।

Xpulse 200-এর জায়গা দখল করবে Hero Xpulse 210? জল্পনা বাড়িয়ে রাখল হিরো

Maruti Suzuki WagonR সেলস

Maruti Suzuki WagonR বহুদিন ধরেই সংস্থার টপ সেলিং গাড়ির তকমা ধরে রেখেছিল। এখনও পর্যন্ত এটি ৩২.৫ লক্ষ বিক্রি হয়েছে। সেই ১৯৯৯ সালে প্রথম বাজারে এসেছিল এই গাড়ি। ২০১২-এর মধ্য়েই এর প্রথম ১০ লক্ষ ইউনিট বিক্রি হয়ে যায়। পরের ১০ লক্ষ বিক্রি হতে আরও পাঁচ বছর (২০১৭) সময় লাগে। ২০২৩-এ বিক্রি ৩০ লক্ষ পার করে যায়।