লঞ্চের এক মাসেই ২৫,০০০ বুকিং পেল Maruti Suzuki Victoris, ফেস্টিভ সিজনে চাহিদার শীর্ষে

Maruti Suzuki Victoris লঞ্চের পর থেকেই বাজারে ঝড় তুলেছে। ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর ভারতের বাজারে আত্মপ্রকাশের পর এক মাসের মধ্যেই এই নতুন SUV মডেলটি ২৫,০০০টিরও…

Maruti Suzuki Victoris

Maruti Suzuki Victoris লঞ্চের পর থেকেই বাজারে ঝড় তুলেছে। ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর ভারতের বাজারে আত্মপ্রকাশের পর এক মাসের মধ্যেই এই নতুন SUV মডেলটি ২৫,০০০টিরও বেশি বুকিং অর্জন করেছে। ফলে কোম্পানির ফেস্টিভ সিজন বিক্রিতে এই মডেলটি বড় ভূমিকা রাখছে। বর্তমানে Victoris-এর ওয়েটিং পিরিয়ড ১০ সপ্তাহেরও বেশি, যা এর বিপুল জনপ্রিয়তারই প্রমাণ।

Advertisements

Maruti Suzuki Victoris-এর দুর্দান্ত সূচনা

Victoris এসেছে একদম সময় মতো—ফেস্টিভ সিজনের শুরুতেই। নতুন GST সংস্কারের কারণে দামও আগের তুলনায় আরও প্রতিযোগিতামূলক হয়েছে, যা SUV-প্রেমীদের নজর কাড়তে সাহায্য করেছে। Victoris হল Maruti Suzuki Arena নেটওয়ার্কের সবচেয়ে প্রিমিয়াম SUV, যেখানে আগে পর্যন্ত Grand Vitara-ই ছিল কোম্পানির টপ মডেল, তবে তা বিক্রি হয় Nexa চ্যানেলের মাধ্যমে।

   

এবার Arena নেটওয়ার্কে Victoris যোগ হওয়ায় এর বিক্রির সম্ভাবনা আরও বেড়েছে, কারণ Arena-র শোরুম ও সার্ভিস সেন্টারের সংখ্যা দেশের সর্বত্র অনেক বেশি। Victoris মূলত Grand Vitara-র প্ল্যাটফর্মের উপর তৈরি, তবে এতে কিছু বিশেষ আপডেট ও আলাদা ফিচার সংযোজন করা হয়েছে, যা একে আলাদা জায়গায় প্রতিষ্ঠিত করেছে।

মারুতি সুজুকিi জানিয়েছে, শুধুমাত্র নবরাত্রির আট দিনে কোম্পানি ১.৫ লক্ষের বেশি বুকিং পেয়েছে এবং ১.৬৫ লক্ষ গাড়ি ডেলিভারি দিয়েছে। Victoris এই বিক্রির বড় অংশ জুড়ে রেখেছে। কোম্পানি আরও জানিয়েছে, দশেরার মধ্যে দুই লক্ষ গাড়ি ডেলিভারি দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। বর্তমানে কোম্পানির হাতে মোট ২.৫ লক্ষের বেশি বুকিং রয়েছে, যার মধ্যে Victoris অন্যতম প্রধান মডেল।

Victoris-এর ইঞ্জিন ও পারফরম্যান্স

নতুন Maruti Suzuki Victoris-এর শক্তিশালী দিক হল এর বিভিন্ন পাওয়ারট্রেন বিকল্প। এটি পাওয়া যাবে তিনটি ভার্সনে—

  • ১.৫ লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন,
  • ১.৫ লিটার স্ট্রং হাইব্রিড পেট্রোল ইঞ্জিন, এবং
  • CNG ভ্যারিয়েন্ট।

CNG ভ্যারিয়েন্টেও পর্যাপ্ত বুট স্পেস থাকায় এটি অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় আরও ব্যবহারিক। ট্রান্সমিশন অপশনগুলির মধ্যে রয়েছে ৫-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স, ৬-স্পিড টর্ক কনভার্টার অটোমেটিক, এবং হাইব্রিড ভ্যারিয়েন্টে e-CVT গিয়ারবক্স। কিছু নির্বাচিত ভ্যারিয়েন্টে All-Wheel Drive (AWD) ফিচারও উপলব্ধ, যা Victoris-কে একটি পূর্ণাঙ্গ SUV হিসেবে প্রমাণ করে।

প্রতিদ্বন্দ্বী

Maruti Victoris বর্তমানে Kia Seltos, Hyundai Creta, এবং Volkswagen Taigun-এর মতো জনপ্রিয় SUV মডেলগুলির সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নেমেছে। তবে Victoris-এর হাইব্রিড ও CNG অপশন, সাশ্রয়ী মূল্য এবং Maruti-র বিস্তৃত সার্ভিস নেটওয়ার্ক একে বড় সুবিধা এনে দিয়েছে।

এক মাসের মধ্যে ২৫,০০০ বুকিং — এই সংখ্যাই প্রমাণ করে Maruti Suzuki Victoris কতটা সফলভাবে গ্রাহকদের মন জয় করেছে। উন্নত ইঞ্জিন অপশন, আধুনিক ডিজাইন ও শক্তিশালী ব্র্যান্ড ট্রাস্ট—সব মিলিয়ে Victoris এখন ভারতের SUV সেগমেন্টের নতুন তারকা। ফেস্টিভ সিজনের শেষে এই সংখ্যা আরও কতটা বাড়বে, তা দেখার অপেক্ষায় গোটা অটো ইন্ডাস্ট্রি।