সেপ্টেম্বরেই আসছে Maruti Suzuki-র নতুন মিড-সাইজ SUV, নাম কী হবে?

ভারতের জনপ্রিয় গাড়ি নির্মাতা Maruti Suzuki আগামী ৩রা সেপ্টেম্বর তাদের নতুন মিড-সাইজ এসইউভি (SUV) লঞ্চ করতে চলেছে। প্রথমে ধারণা করা হয়েছিল এটি হবে Grand Vitara-র…

Maruti Suzuki upcoming mid-size SUV

ভারতের জনপ্রিয় গাড়ি নির্মাতা Maruti Suzuki আগামী ৩রা সেপ্টেম্বর তাদের নতুন মিড-সাইজ এসইউভি (SUV) লঞ্চ করতে চলেছে। প্রথমে ধারণা করা হয়েছিল এটি হবে Grand Vitara-র ফেসলিফট ভার্সন। পরবর্তীতে জানা যায় এটি সম্পূর্ণ নতুন একটি মডেল, যার নাম হতে পারে “Escudo”। কোম্পানি ইতিমধ্যেই এই নামের জন্য ট্রেডমার্ক ফাইল করেছে। উল্লেখ্য, এই নতুন এসইউভি বিক্রি হবে মারুতিরর এরিনা (Arena) শোরুম নেটওয়ার্কের মাধ্যমে, যেখানে Grand Vitara বিক্রি হয় নেক্সা (Nexa) শোরুমে। কোডনেম Y17-এর এই এসইউভি হবে এরিনা রেঞ্জের ফ্ল্যাগশিপ মডেল।

Maruti Suzuk-র গাড়ির নতুনত্ব ডিজাইন

গত কয়েক মাসে এই নতুন এসইউভি-এর একাধিক টেস্ট মুল গাড়ি রাস্তায় ধরা পড়েছে। দেখা গিয়েছে, এর সিলুয়েট ও প্রোফাইল অনেকটাই Grand Vitara-র মতো হলেও সামনের ও পেছনের ডিজাইনে বড় পরিবর্তন আনা হয়েছে। নতুন হেডল্যাম্প ও টেলল্যাম্প সেটআপ, যা অনেকটা Maruti Suzuki e-Vitara-র ডিজাইন থেকে অনুপ্রাণিত। পাশাপাশি নতুন অ্যালয় হুইল ডিজাইনও যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

   

ইন্টেরিয়র ও ফিচারস

স্পাই ইমেজে দেখা গিয়েছে নতুন এসইউভি-এর কেবিনে থাকছে সম্পূর্ণ নতুন ড্যাশবোর্ড লেআউট। সবচেয়ে আকর্ষণীয় হবে বড় আকারের ফ্ল্যাট টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম ও ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। ভেতরে এয়ার ভেন্টের চারপাশে ক্রোম ফিনিশিংও নজর কেড়েছে। যদিও কিছু রিপোর্টে ৭-সিটারের কথা বলা হয়েছিল, তবে নিশ্চিতভাবে জানা গেছে এটি হবে একটি ৫-সিটার এসইউভি।

নতুন ডিজাইনে বাজারে এল 2025 Renault Kiger, দাম ৬.২৯ লাখ থেকে শুরু

ফিচারের দিক থেকে এটি আসবে বেশ কিছু প্রিমিয়াম টেকনোলজি নিয়ে। এর মধ্যে থাকছে ওয়্যারলেস অ্যাপেল কারপ্লে ও অ্যান্ড্রয়েড অটো, ওয়্যারলেস চার্জার, অ্যাম্বিয়েন্ট লাইট, অটো ক্লাইমেট কন্ট্রোল, ইলেকট্রিক সানরুফ, ৩৬০-ডিগ্রি ক্যামেরা ইত্যাদি। নিরাপত্তার জন্য দেওয়া হবে ৬টি এয়ারব্যাগ, ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম (ESP), এবিএস সহ ইবিডি, ক্রুজ কন্ট্রোল প্রভৃতি।

Advertisements

ইঞ্জিন ও পাওয়ারট্রেন

এই এসইউভি-টি তৈরি হবে Global C প্ল্যাটফর্মে, যা Brezza এবং Grand Vitara-তেও ব্যবহৃত হয়েছে। তাই এখানেও পাওয়া যাবে ১.৫ লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন, যা উৎপন্ন করবে ১০৩ বিএইচপি পাওয়ার ও ১৩৭ এনএম টর্ক। এর সঙ্গে থাকবে ৫-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স অথবা ৬-স্পিড টর্ক কনভার্টার অটোমেটিক ট্রান্সমিশন। এছাড়া CNG ভ্যারিয়েন্টও আসবে, যা ৮৭ বিএইচপি পাওয়ার দেবে। তবে এই মডেলে আপাতত স্ট্রং হাইব্রিড ইঞ্জিনের সম্ভাবনা নেই।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by GaadiFy (@in.gaadify)

সব মিলিয়ে, আসন্ন Maruti Suzuki Escudo (কোডনেম Y17) হতে চলেছে এরিনা শোরুমের সবচেয়ে প্রিমিয়াম এসইউভি। নতুন ডিজাইন, আধুনিক ফিচার ও পরীক্ষিত ইঞ্জিন নিয়ে এটি বাজারে নামলে Hyundai Creta ও Kia Seltos-এর মতো জনপ্রিয় এসইউভি-র সঙ্গে সরাসরি টক্কর দেবে।