Creta-কে টেক্কা দিতে প্রতিদ্বন্দ্বী আনছে Maruti Suzuki, টিজার ঘিরে তুমুল চর্চা

ভারতের গাড়ির বাজারে প্রতিযোগিতা আরও তীব্র করতে চলেছে মারুতি সুজুকি (Maruti Suzuki)। জনপ্রিয় Hyundai Creta-কে টেক্কা দিতে সংস্থা আনতে চলেছে তাদের একেবারে নতুন SUV, যার…

Maruti Suzuki teases LED tail lamps of its upcoming Creta rival SUV

ভারতের গাড়ির বাজারে প্রতিযোগিতা আরও তীব্র করতে চলেছে মারুতি সুজুকি (Maruti Suzuki)। জনপ্রিয় Hyundai Creta-কে টেক্কা দিতে সংস্থা আনতে চলেছে তাদের একেবারে নতুন SUV, যার আনুষ্ঠানিক লঞ্চ হবে আগামী ৩ সেপ্টেম্বর, ২০২৫। লঞ্চের আগে সংস্থা টিজারের মাধ্যমে প্রকাশ করেছে গাড়িটির ফুল এলইডি টেইল ল্যাম্প, যা ইতিমধ্যেই গাড়িপ্রেমীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে, গাড়িটি বাজারে সাড়া ফেলতে পারে।

টিজারে দেখা যাচ্ছে, ত্রিমাত্রিক (থ্রিডি) লুকের টেইল ল্যাম্প, যেখানে স্লিক ব্রেক লাইটের সঙ্গে দু’পাশে যুক্ত হয়েছে টার্ন ইন্ডিকেটর। সামগ্রিক ডিজাইন দেখে অনেকটা মারুতি সুজুকি সুইফট-এর টেইল ল্যাম্পের মতো লাগলেও এটি আরও আকর্ষণীয় এবং আধুনিক রূপে হাজির হয়েছে।

   

কেন নতুন SUV আনছে Maruti Suzuki

ভারতের মাস-মার্কেট SUV সেগমেন্টে নিজেদের অবস্থান আরও শক্ত করতে মারুতি (Maruti Suzuki) আনছে এই নতুন মডেল। ধারণা করা হচ্ছে, এটি গ্র্যান্ড ভিটারার প্ল্যাটফর্মে তৈরি হলেও পজিশনিংয়ের দিক থেকে এটি থাকবে ব্রেজ্জা এবং গ্র্যান্ড ভিটারার মাঝামাঝি জায়গায়। সবচেয়ে বড় দিক হল, গাড়িটি মারুতি-র Arena ডিলারশিপের মাধ্যমে বিক্রি হবে, ফলে এটি আরও বড় সংখ্যক ক্রেতার কাছে সহজলভ্য হবে। ব্র্যান্ডের লক্ষ্য স্পষ্ট — ক্রেটার বিক্রিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া।

সেপ্টেম্বরে আসছে ধামাকা! ছয়-ছয়টি নতুন SUV লঞ্চ হচ্ছে ভারতে

Advertisements

ইঞ্জিন অপশন কী হতে পারে

মারুতি সুজুকির বিদ্যমান পাওয়ারট্রেনই থাকছে এই নতুন SUV-তে। এর মধ্যে থাকতে পারে একটি ১.৫-লিটার পেট্রোল ইঞ্জিন, যা থেকে সর্বোচ্চ ১০১ বিএইচপি শক্তি এবং ১৩৯ এনএম টর্ক পাওয়া যাবে। পাশাপাশি থাকছে পেট্রোল-সিএনজি বাই-ফুয়েল ভ্যারিয়েন্ট এবং গ্র্যান্ড ভিটারার মতোই পেট্রোল-হাইব্রিড অপশন। একাধিক ফুয়েল অপশন থাকায় বিভিন্ন ধরনের গ্রাহকের চাহিদা মেটাতে পারবে এই মডেল।

ব্যাটারি উৎপাদনে নতুন দিক

সম্প্রতি মারুতি সুজুকি ঘোষণা করেছে যে তারা ভারতে নিজেদের প্ল্যান্টেই লিথিয়াম-আয়ন ব্যাটারি তৈরি শুরু করেছে। সম্ভবত এই নতুন SUV-র হাইব্রিড ভ্যারিয়েন্টেও ব্যবহার করা হবে দেশীয় প্রযুক্তিতে তৈরি ব্যাটারি। এর ফলে গাড়িটির দাম প্রতিদ্বন্দ্বীদের তুলনায় কিছুটা কম রাখা সম্ভব হবে, যা নিঃসন্দেহে ক্রেতাদের জন্য বাড়তি সুবিধা।

প্রসঙ্গত, নতুন এই SUV মারুতি সুজুকির (Maruti Suzuki) জন্য বড় একটি বাজি। ডিজাইনে আধুনিক ছাপ, একাধিক পাওয়ারট্রেন অপশন এবং প্রতিযোগিতামূলক দামের কৌশল, সব মিলিয়ে আসন্ন মডেলটি ভারতীয় গাড়ির বাজারে নতুন মাত্রা যোগ করতে চলেছে। ক্রেটার বিরুদ্ধে কতটা লড়াই দিতে পারে, তার উত্তর মিলবে আগামী ৩ সেপ্টেম্বরেই।