বাজার ধতে নতুন সিএনজি গাড়ি আনছে Maruti Suzuki, কোন মডেল এটি?

নতুন প্রজন্মের মারুতি সুজুকি সুইফট (Maruti Suzuki Swift) এবছর মে মাসে ভারতের বাজারে লঞ্চ হয়েছিল। এবারে সংস্থা গাড়িটির সিএনজি ভার্সন আনছে। সামনের সপ্তাহেই বাজারে লঞ্চ…

Maruti-Suzuki-Swift-CNG

নতুন প্রজন্মের মারুতি সুজুকি সুইফট (Maruti Suzuki Swift) এবছর মে মাসে ভারতের বাজারে লঞ্চ হয়েছিল। এবারে সংস্থা গাড়িটির সিএনজি ভার্সন আনছে। সামনের সপ্তাহেই বাজারে লঞ্চ হবে এই গাড়ি। ডিলারদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আগামী সপ্তাহের শুরুর দিকেই বাজারে পা রাখবে Maruti Suzuki Swift CNG। মারুতি জানিয়েছে, সস্তায় সিএনজি গাড়ির স্বাদ দেবে আসন্ন সুজুকি সিএনজি। 

নতুন প্রজন্মের Maruti Suzuki Swift CNG কেমন হবে?

   

নয়া সুইফট-এ রয়েছে একটি নতুন ১.২ লিটার থ্রি-সিলিন্ডার Z12E ন্যাচেরালি অ্যাস্পিরেটেড পেট্রোল ইঞ্জিন। সিএনজি ভ্যারিয়েন্টেটি নতুন Z12E মোটর সহ আসছে বলে সূত্রের দাবি। 

অনুমান করা হচ্ছে, আসন্ন মারুতি সুজুকি সুইফট সিএনজি (Maruti Suzuki Swift CNG) তার স্ট্যান্ডার্ড মডেলের তুলনায় ৮০,০০০ থেকে ৯০,০০০ টাকা বেশি রাখা হবে। কোম্পানি গাড়িটির উচ্চ ভ্যারিয়েন্টে সিএনজি মোটর দিতে পারে। বাজারে এর প্রতিপক্ষ হিসেবে রয়েছে Hyundai Grand i10 Nios, Hyundai Exter এবং Tata Punch। 

এই জনপ্রিয় গাড়ির দামে পরিবর্তন আনল Kia, এখন কিনতে কত খরচ পড়বে?

প্রসঙ্গত, ভারতের সিএনজি গাড়ির বাজারে ৩৪ শতাংশ মার্কেট শেয়ার রয়েছে মারুতির (Maruti Suzuki) দখলে। এই পরিমাণ বাড়াতেই উঠেপড়ে লেগেছে সংস্থা। ২০২৪-২৫-এর মধ্যে ৬ লক্ষ সিএনজি গাড়ি বিক্রির লক্ষ্যমাত্রা স্থির করেছে সংস্থা।