ভারতের সবচেয়ে জনপ্রিয় গাড়ি নির্মাতা সংস্থা Maruti Suzuki-র কাছে আজ এক বিশেষ দিন। সংস্থাটি ঘোষণা করেছে যে তাদের Maruti Suzuki Jimny 5-Door SUV-এর রপ্তানি সংখ্যা ১ লক্ষ ইউনিট অতিক্রম করেছে। এই মাইলস্টোনে পৌঁছাতে সময় লেগেছে মাত্র দুই বছরের কিছু বেশি। উল্লেখ্য, এই গাড়ি ২০২৩ সালের শুরুতে বিশ্ববাজারে আত্মপ্রকাশ করেছিল এবং একই বছরের মে মাসে ভারতের বাজারে বিক্রি শুরু হয়। এর কিছুদিন পর থেকেই রপ্তানিও চালু হয়, এবং আজ এটি বিশ্বের ১০০-রও বেশি দেশে বিক্রি হচ্ছে।
বিশ্ববাজারে ভারতীয় Maruti Suzuki Jimny-র দাপট
Maruti Suzuki-র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও হিশাশি তাকেউচি এই সাফল্য উদযাপন করতে গিয়ে বলেন, “Jimny গত অর্ধশতাব্দী ধরে বিশ্বজুড়ে তার ঐতিহ্য ধরে রেখেছে। Jimny 5-Door মডেলের ১ লক্ষ ইউনিট রপ্তানি এক বিশাল সাফল্য, যা আমাদের জন্য গর্বের বিষয়। বিশ্বজুড়ে গ্রাহকরা এই SUV-টির অফ-রোড সক্ষমতা, নির্ভরযোগ্য পারফরম্যান্স এবং গুণগত মানের ওপর আস্থা রেখেছেন।”
Jimny 5-Door-এর সাম্প্রতিকতম বাজার লঞ্চ হয়েছিল ২০২৫ সালের জানুয়ারিতে জাপানে, যেখানে এটি Jimny Nomade নামে বাজারে আসে। লঞ্চের পরপরই SUV-টি ব্যাপক সাড়া পায় এবং কয়েক দিনের মধ্যেই ৫০,০০০-রও বেশি বুকিং জমা পড়ে। তবে সব বাজারে যাত্রা সহজ ছিল না। ২০২৫ সালের জুলাই মাসে অস্ট্রেলিয়ায় (যেখানে এটি Jimny XL নামে বিক্রি হয়) SUV-টির বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল প্রায় এক মাসের জন্য। পরবর্তীতে আগস্টের শেষের দিকে আবারও সরবরাহ শুরু হয়।
ইঞ্জিন, পারফরম্যান্স ও রপ্তানিতে সাফল্য
Jimny 5-Door-এ ব্যবহৃত হয়েছে একটি ১.৫-লিটার পেট্রোল ইঞ্জিন, যা ম্যানুয়াল বা টর্ক কনভার্টার অটোমেটিক গিয়ারবক্স—দুটির যেকোনো একটির সঙ্গে পাওয়া যায়। SUV-টিতে AllGrip Pro 4WD সিস্টেম রয়েছে, যা এর অফ-রোড পারফরম্যান্সকে আরও শক্তিশালী করে। শক্তিশালী বডি, উচ্চ গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং ক্লাসিক বক্সি ডিজাইন এই গাড়িটিকে অফ-রোড প্রেমীদের কাছে বিশেষ আকর্ষণীয় করে তুলেছে।
Also Read: দ্বিতীয় প্রজন্মের Hyundai Venue-এর ৫টি বদল, যা আপনাকে আকৃষ্ট করবে
Maruti Suzuki জানিয়েছে, রপ্তানির দিক থেকে Fronx-এর পরেই Jimny 5-Door তাদের দ্বিতীয় সর্বাধিক রপ্তানিকৃত মডেল। ভারত বর্তমানে এই মডেলের গ্লোবাল প্রোডাকশন হাব, যেখান থেকে এটি দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ইউরোপ এবং এশিয়ার একাধিক দেশে পাঠানো হচ্ছে।
মাত্র দুই বছরের মধ্যেই Maruti Suzuki Jimny 5-Door-এর এমন সাফল্য প্রমাণ করে দিচ্ছে যে ভারতের তৈরি SUV এখন বিশ্ববাজারেও নিজের জায়গা তৈরি করে ফেলেছে। শক্তিশালী ইঞ্জিন, বহুমুখী পারফরম্যান্স এবং বিশ্বমানের নির্মাণগুণে ভর করে জিমনি এখন শুধু ভারতের নয়, বরং সারা বিশ্বের এক গর্বের নাম।


