দুর্দান্ত ফিচার আর নয়া লুকে বাজারে হাজির Maruti Suzuki Invicto

maruti suzuki invicto

বর্তমানে ভারতীয় বাজারে যে সমস্ত গাড়ি নির্মাণকারী সংস্থা রয়েছে তার মধ্যে অন্যতম হলে মারুতি সুজুকি। দীর্ঘ কয়েক দশক ধরে ভারতীয় বাজারে একচেটিয়া রাজত্ব করছে এই গাড়ি নির্মাণকারী সংস্থা। এক কথায় বলা যায় ভারতীয় অটোমোবাইল ইন্ডাস্ট্রিকে পুরোপুরিভাবে বদলে দিয়েছে এই সংস্থা। একটা সময় ভারতের বাজার দাপিয়ে বেড়াতো হিন্দুস্তান মোটরস নির্মিত এম্বাসেডর যা সকলের কাছে পরিচিত ছিল প্রিয় অ্যাম্বি হিসেবে। সেই গাড়িকে পুরোপুরি ভাবে টক্কর দিয়েছিল মারুতি সুজুকি।

সাম্প্রতিক সময়ে এই সংস্থা প্রায় নিত্যনতুন গাড়ি লঞ্চ করে ভারতীয়দের মনে জায়গা করে নিয়েছে। আরিবা সম্প্রীতি তারা লঞ্চ করতে চলেছে Maruti Suzuki Invicto। সংস্থার সূত্রের খবর আগামী ৫ই জুলাই ভারতীয় বাজারে লঞ্চ হবে এই গাড়ি। তবে লঞ্চের আগেই প্রকাশ্যে এসেছে এই গাড়ির কিছু ঝলক।

   

অনেকেই বলেছেন এই গাড়িটি পুরোপুরি নির্মিত হয়েছে ইনোভা ক্রিস্টা হাইক্রস মডেলের উপর ভিত্তি করে। গাড়ির ভেতরে থাকছে ১০.১ ইঞ্চির ফুল এইচডি টাচস্ক্রিম ইনপটেনমেন্ট সিস্টেম। একই সাথে থাকতে চলেছে এন্ড্রয়েড এবং অ্যাপেল কারপ্লে কানেক্টিভিটি। তাছাড়া থাকছে প্যানারমিক সানরুফ, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাসটার, অ্যামবিয়েন্ট লাইটিং, ভেন্টিলেটেড সিট এবং ছয়টি এয়ার ব্যাগ।

একই সাথে থাকছে এবিএস ব্রেকিং সিস্টেম। অন্যদিকে গাড়ির ইঞ্জিনটি হতে চলেছে ২.০ লিটার ফোর সিলিন্ডার ১৮৩ বিএইচপি। অর্থাৎ পাওয়ারের দিক থেকেও ভারতীয় বাজারে অন্যান্য গাড়িকে টক্কর দেবে, মারুতির এই নতুন গাড়ি। সংসার পক্ষ থেকে জানাই দিয়েছে এই নতুন গাড়ির দাম হতে চলেছে ২০ লক্ষ টাকা থেকে শুরু করে ৩০ লক্ষ টাকার ভেতরে তার মধ্যে থাকবে বিভিন্ন ভেরিয়েন্ট।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন