জগদ্ধাত্রী পুজোর দশমীতে ভারতের সাবকম্প্যাক্ট সেডান গাড়ির বাজার তোলপাড় করতে চলেছে মারুতি সুজুকি (Maruti Suzuki)। এমনটা বলার কারণ হয়তো অনেকেই জানেন। যাই হোক, আগামী ১১ ডিসেম্বর বাজারে নতুন ভার্সনে লঞ্চ হতে চলেছে মারুতি সুজুকি ডিজায়ার (Maruti Suzuki Dzire)। এর ক’দিন আগে নতুন ঘোষণা নিয়ে হাজির কোম্পানি। কী শুনবেন?
মারুতি সুজুকি তাদের নতুন প্রজন্মের গাড়ি লঞ্চের প্রাক্কালে বলিউডের জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা’কে (Sidharth Malhotra) Dzire-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার কথা জানাল। ইতিমধ্যেই সংস্থার পক্ষ থেকে প্রকাশিত একটি টেলিভিশন কমার্শিয়ালে অভিনেতাকে দেখা গিয়েছে।
জানিয়ে রাখি, ভারতের সেডান গাড়ির বাজারে Maruti Suzuki Dzire একটি অন্যতম জনপ্রিয় গাড়ি। বেচাকেনার দিক থেকেও এটি প্রতিপক্ষদের তুলনায় এগিয়ে থাকে। বিগত ১৬ বছর ধরে এখনও পর্যন্ত মোট ২৭ লক্ষ মানুষের পথ চলার সঙ্গী হয়েছে এই গাড়ি। এদিকে “স্টুডেন্ট অফ দ্য ইয়ার”, “হাসি তো ফাসি”, “শেরশাহ”-র মতো একাধিক হিট ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সিদ্ধার্থ। এবারে প্রথম তিনি কোন অটোকার সংস্থার সঙ্গে কাজ করতে চলেছেন।
নব্বই দশকের স্মৃতি ফেরাল Kawasaki, EICMA-তে উন্মোচিত এই বাইক
Maruti Suzuki Dzire-এর এক্সটিরিয়রে এটি ব্যাপক আপডেট পেয়েছে। এবারে আরও আধুনিক গ্রিল, আপডেটেড লাইটিং এবং নতুন অ্যালয় হুইল পাচ্ছে। পেছনে রয়েছে ভিন্ন ডিজাইনের স্টাইলিং এবং শার্ক ফিন অ্যান্টেনা। এছাড়া থাকছে বৃহৎ ফ্রি স্ট্যান্ডিং ৯-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, সানরুফ, ৩৬০ ডিগ্রী ক্যামেরা, একটি সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, অ্যাপেল কারপ্লে ও অ্যান্ড্রয়েড অটো এবং টপ ভার্সনে লেদারেট সিট। অনুমান করা হচ্ছে, গাড়িটি থ্রি সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন সহ হাজির হবে। এর দাম ৭-১০.৫০ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হতে পারে।