Maruti Suzuki Baleno ও Ertiga-তে এবার 6টি এয়ারব্যাগ, দামে কতটা পরিবর্তন?

Maruti Suzuki Baleno, Ertiga Get 6 Airbags As Standard

ভারতের জনপ্রিয় অটো প্রস্তুতকারী সংস্থা মারুতি সুজুকি তাদের দুই জনপ্রিয় মডেল Maruti Suzuki Baleno ও Ertiga-তে ছয়টি এয়ারব্যাগকে স্ট্যান্ডার্ড ফিচার হিসাবে অন্তর্ভুক্ত করেছে। আগে এই দুই গাড়িতে স্ট্যান্ডার্ড হিসাবে মাত্র দুটি এয়ারব্যাগ অফার করা হত। যদিও Baleno-এর কিছু টপ ভ্যারিয়েন্টে ছয়টি ও Ertiga-তে চারটি এয়ারব্যাগ পাওয়া যেত। এখন থেকে এই দুই মডেলের প্রতিটি ভ্যারিয়েন্টেই ছয়টি এয়ারব্যাগ থাকবে বলে জানিয়েছে কোম্পানি।

Maruti Suzuki Baleno ও Ertiga-র দামে সামান্য বৃদ্ধি

নতুন এই সেফটি ফিচার সংযোজনের ফলে, Maruti Suzuki Baleno ও Ertiga-র দামে সামান্য বৃদ্ধির কথা জানিয়েছে। কোম্পানির ঘোষণায় বলা হয়েছে, Baleno-এর দাম গড়ে ০.৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, এবং Ertiga-এর দাম বেড়েছে প্রায় ১.৪ শতাংশ পর্যন্ত। এই নতুন দাম ২০২৫ সালের ১৬ জুলাই থেকে কার্যকর হয়েছে। আগে Baleno-এর এক্স-শোরুম দাম শুরু হয়েছিল ₹৬.৭০ লক্ষ থেকে, আর Ertiga-এর দাম ছিল ₹৮.৯৬ লক্ষ থেকে।

   

Maruti-র আরও কিছু মডেল ইতিমধ্যেই ৬ এয়ারব্যাগ পেয়েছে

Maruti Suzuki Baleno ও Ertiga ছাড়াও সংস্থা ইতিমধ্যেই তাদের আরও কিছু মডেল যেমন Alto K10, Eeco, Brezza, Celerio, ও Wagon R-এ ছয়টি এয়ারব্যাগ যুক্ত করেছে। এটি সংস্থার সুরক্ষা ব্যবস্থায় একটি বড় পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে, কারণ সরকার পক্ষ থেকেও এখন ছয় এয়ারব্যাগ বাধ্যতামূলক করার বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে।

বাজার থেকে নিনজা-র এই বাইক তুলে নিচ্ছে কাওয়াসাকি, নেপথ্যে কারণ কী?

বর্তমানে মারুতির যে মডেলগুলি এখনো ছয় এয়ারব্যাগ স্ট্যান্ডার্ড হিসেবে পায়নি, সেগুলি হল S-Presso, Ignis, Fronx, XL6, এবং Ciaz। এর মধ্যে Fronx এবং XL6 পরবর্তী ধাপে ছয় এয়ারব্যাগ পেতে পারে বলে সংস্থার পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে। কারণ, Fronx মূলত Baleno-এর উপর ভিত্তি করে তৈরি এবং XL6 তৈরি হয়েছে Ertiga-এর প্ল্যাটফর্মে।

সংস্থার এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন, সংস্থার ৯৭ শতাংশ প্যাসেঞ্জার গাড়ি আগামী দিনে ছয় এয়ারব্যাগসহ আসবে। অর্থাৎ কিছু কম খরচের মডেল হয়তো এই আপডেট পাবে না। বিশেষ করে S-Presso ও Ignis-এ ছয়টি এয়ারব্যাগ যুক্ত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। অন্যদিকে Ciaz মডেলটির ভবিষ্যত নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারণ, সংস্থার উৎপাদন পরিসংখ্যান বলছে গত কয়েক মাসে এই মডেলটির নতুন কোনো ইউনিট তৈরি হয়নি, যদিও Nexa ডিলারশিপে এখনও বিক্রয়ের জন্য গাড়িটি উপলব্ধ রয়েছে।

Maruti Suzuki-র এই সিদ্ধান্ত তাদের গাড়িগুলিকে আরও সুরক্ষিত করে তুলবে। ক্রেতারা যেমন অধিক নিরাপত্তা পাবেন, তেমনই সরকারের আসন্ন নিয়ম অনুযায়ী ছয় এয়ারব্যাগ বাধ্যতামূলক হলে সংস্থার মডেলগুলি প্রস্তুত থাকবে। যদিও কিছু কম দামের মডেল হয়তো এই সুবিধা পাবে না, তবুও Baleno ও Ertiga-এর মতো জনপ্রিয় গাড়িতে এই আপডেট গ্রাহকদের জন্য নিঃসন্দেহে একটি বড় সুবিধা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন