এবার হাইব্রিড প্রযুক্তি পাচ্ছে মারুতির এই জনপ্রিয় গাড়ি, মাইলেজ বেড়ে 35 কিমি

Auto Expo 2023-এ আত্মপ্রকাশ করার পর ২৪ এপ্রিল, ২০২৩-এ লঞ্চ করেছিল মারুতি সুজুকি ফ্রঙ্কস (Maruti Suzuki Fronx)। মাত্র ১০ মাসের মধ্যে এই কমপ্যাক্ট এসইউভি দ্রুততম…

Maruti-Suzuki-Fronx

Auto Expo 2023-এ আত্মপ্রকাশ করার পর ২৪ এপ্রিল, ২০২৩-এ লঞ্চ করেছিল মারুতি সুজুকি ফ্রঙ্কস (Maruti Suzuki Fronx)। মাত্র ১০ মাসের মধ্যে এই কমপ্যাক্ট এসইউভি দ্রুততম মডেল হিসেবে দেশীয় বাজারে ১ লক্ষ বিক্রি পার করেছে। বর্তমানে ভারত এবং বিদেশের বাজার মিলিয়ে এর ২ লক্ষ বিক্রি পার করেছে। এবারে Hyundai Exter ও Tata Punch-এর প্রতিপক্ষ মডেলটির ফেসলিফট ভার্সন আনতে চলেছে মারুতি সুজুকি (Maruti Suzuki)। এবারে হাইব্রিড প্রযুক্তি সহ আনা হবে গাড়িটি।

আসন্ন মারুতি সুজুকি ফ্রঙ্কস ফেসলিফট আগামী বছর ভারতের বাজারে লঞ্চ হতে পারে। এটি এদেশে ইন্দো-জাপানি সংস্থার নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম স্ট্রং হাইব্রিড মডেল হিসেবে আসবে। Z12E ইঞ্জিন ব্যবহার করা হবে এতে। যা নতুন Swift-এই রয়েছে। আবার এটি সংস্থার প্রথম কম্প্যাক্ট এসইউভি, যা HEV প্রযুক্তি সহ আসছে। 

   

আশা করা হচ্ছে, উপরিউক্ত প্রযুক্তি দেওয়ার কারণে নতুন প্রজন্মের মারুতি সুজুকি ফ্রঙ্কস এক লিটার পেট্রোলে ৩৫ কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে। বহিরঙ্গের ডিজাইনে সামান্য হেরফের ঘটানো হতে পারে। আবার কেবিনেও থাকবে কিছু পরিবর্তন। 

পেট্রোল নয়, এই নতুন জ্বালানি বাইকে ভরান, 1 লিটারে এত টাকা সাশ্রয় হবে

মারুতি সুজুকি-র নিজের তৈরি HEV সিস্টেমটি যাতে সহজভাবে কাজ করে, সেরেকমভাবে তৈরি করা হচ্ছে। পাট্রোলের সঙ্গেই এতে থাকবে ব্যাটারি। যা আসন্ন মারুতি সুজুকি ফ্রঙ্কস-কে (Maruti Fronx Facelift) বেশি মাইলেজ প্রদান করতে সহায়তা করবে। আবার দূষণ ছড়াবেও কম।