Monday, December 8, 2025
HomeBusinessAutomobile NewsMahindra XUV 7XO আসছে 2026-এর 5 জানুয়ারি, প্রথম টিজার প্রকাশ

Mahindra XUV 7XO আসছে 2026-এর 5 জানুয়ারি, প্রথম টিজার প্রকাশ

- Advertisement -

মাহিন্দ্রা তাদের জনপ্রিয় থ্রি-রো SUV XUV700-এর ফেসলিফ্ট সংস্করণ আনতে চলেছে নতুন নামে – Mahindra XUV 7XO। XUV300-কে XUV 3XO নাম দেওয়ার মতোই এবার XUV700 হবে XUV 7XO। কোম্পানি প্রথম অফিশিয়াল টিজারে জানিয়েছে, গাড়িটির বিশ্ব প্রিমিয়ার হবে 5 জানুয়ারি 2026। সম্প্রতি XEV 9S ইলেকট্রিক SUV লঞ্চের মাত্র এক মাসের মধ্যেই এই নতুন মডেল দেখতে পাবেন ক্রেতারা। XUV700 বর্তমানে মাহিন্দ্রার সবচেয়ে বেশি বিক্রিত মডেলগুলির মধ্যে একটি – লঞ্চের মাত্র 4 বছরে 3 লক্ষের বেশি গাড়ি বিক্রি হয়েছে। তাই লঞ্চের কয়েক সপ্তাহের মধ্যেই বিক্রি শুরু হওয়ার সম্ভাবনা প্রবল।

Mahindra XUV 7XO: প্রথম টিজারে যা দেখা গেল

মাহিন্দ্রা প্রকাশিত 14 সেকেন্ডের টিজারটি খুবই সংক্ষিপ্ত। তাতে নতুন LED টুইন প্রজেক্টর হেডল্যাম্প, নতুন ডিজাইনের DRL, ব্রাশড মেটালিক ইনসার্ট সহ নতুন গ্রিল এবং পিছনে নতুন LED টেল-লাইট দেখানো হয়েছে। টেল-লাইটে হানিকম্ব প্যাটার্ন ব্যবহার করা হয়েছে, যা সম্প্রতি লঞ্চ হওয়া XEV 9S-এর মতোই। টিজারের শেষে স্পষ্টভাবে “XUV 7XO” নামটি প্রকাশ করা হয়েছে। তবে এই টিজারে নতুন অ্যালয় হুইল দেখানো হয়নি। বাইরের পরিবর্তন মূলত সামনে ও পিছনের অংশে সীমিত থাকবে বলে জানা গেছে। কয়েকটি নতুন রঙের অপশন যোগ হতে পারে।

   

ইন্টিরিয়র ও ফিচার্সে বড় চমক

স্পাই ছবি থেকে জানা গেছে, XUV 7XO-তে XEV 9S-এর মতোই ট্রিপল-স্ক্রিন সেটআপ (ড্রাইভার ডিসপ্লে + ইনফোটেইনমেন্ট + সহ-যাত্রীর জন্য আলাদা স্ক্রিন) থাকবে। এছাড়া ভেন্টিলেটেড রিয়ার সিট, পাওয়ার্ড ‘বস মোড’ (দ্বিতীয় সারির সিট সামনে-পিছনে ও রিক্লাইন করার সুবিধা) সহ আরও অনেক প্রিমিয়াম ফিচার XEV 9S থেকে নেওয়া হতে পারে। অর্থাৎ ফিচারের দিক থেকে গাড়িটি আরও আধুনিক ও বিলাসবহুল হবে।

ইঞ্জিন ও গিয়ারবক্স অপরিবর্তিত

পাওয়ারট্রেনে কোনো বদল আসছে না। বর্তমান XUV700-এর মতোই 2.0-লিটার টার্বো-পেট্রোল এবং 2.2-লিটার ডিজেল ইঞ্জিন থাকবে। ম্যানুয়াল ও অটোমেটিক – দুই ধরনের গিয়ারবক্সই পাওয়া যাবে। অর্থাৎ পারফরম্যান্স একই থাকবে, শুধু লুক ও ফিচারে আপডেট আসছে।

সম্ভাব্য মূল্য

মাহিন্দ্রা সাধারণত আক্রমণাত্মক মূল্য নীতি অনুসরণ করে। Mahindra XUV 7XO-এর দাম 14 লক্ষ টাকা থেকে 24.50 লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত হতে পারে বলে অনুমান করা হচ্ছে। বর্তমান XUV700-এর দামের সঙ্গে খুব বেশি তফাত হবে না। প্রসঙ্গত, XUV700-এর বিশাল জনপ্রিয়তার কথা মাথায় রেখে মাহিন্দ্রা এই ফেসলিফ্টকে আরও আকর্ষণীয় করে তুলতে চাইছে। 5 জানুয়ারি 2026-এর অপেক্ষায় রইল গোটা অটোমোবাইল দুনিয়া।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular