নতুন টিজারে সামনে এলো Mahindra XEV 9S-র ডিজাইন ও ফিচার

Mahindra XEV 9S Design and Features Revealed

মহিন্দ্রা তার তৃতীয় পূর্ণ–ইলেকট্রিক SUV Mahindra XEV 9S–কে ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়িয়ে তুলছে। কোম্পানি টুকরো টুকরো টিজারের মাধ্যমে SUV–টির ডিজাইন, ফিচার ও প্রিমিয়াম ইন্টেরিয়রের বিস্তারিত প্রকাশ করছে। প্রথম দিকের টিজারে শুধু সিলুয়েট দেখা গেলেও সাম্প্রতিক ভিডিওটিতে সামনে এসেছে গাড়িটির বেশ কিছু গুরুত্বপূর্ণ ডিজাইন উপাদান।

Advertisements

Mahindra XEV 9S: এক্সটেরিয়র ডিজাইনে XUV700–এর ছোঁয়া

নতুন টিজারের শুরুতেই XEV 9S–এর টপ ভিউ দেখা যায়, যা অনেকাংশে Mahindra XUV700–এর মতো মনে হয়। উপরে রয়েছে বড় সানরুফ ও শার্ক–ফিন অ্যান্টেনা, যা SUV–এর আধুনিক ডিজাইন ভাষাকে আরও জোরালো করে। রিয়ার সেকশনের সামান্য ঝলক দেখা গেলেও মহিন্দ্রা ইচ্ছাকৃতভাবে বিস্তারিত গোপন রেখেছে। তবে সামনের অংশের ডিজাইন এবার স্পষ্ট করা হয়েছে।

   

ফ্রন্ট ডিজাইনে ফুল–উইথ LED DRL–এর আগ্রাসী লুক

SUV–টির সামনের দিকেই সবচেয়ে বড় আকর্ষণ। ফুল–উইথ LED DRL–টি বুমেরাং আকৃতির স্টাইল তৈরি করে এবং তা ঘিরে রয়েছে ট্রায়াঙ্গুলার হাউজিং–এ বসানো vertically stacked হেডলাইট। এই LED স্বাক্ষর ডিজাইন BE সিরিজের মতোই ভবিষ্যৎমুখী লুক প্রদান করছে। ফ্রন্ট ফ্যাসিয়ার এই শার্প ও আগ্রাসী ডিজাইন XEV লাইনআপকে আরও প্রিমিয়াম করে তুলবে।

ইন্টেরিয়রে প্রিমিয়াম টাচ ও নতুন কনফিগারেশন

আগের টিজারে SUV–টির ডার্ক ইন্টেরিয়রের ঝলক পাওয়া গিয়েছিল, যেখানে সাইড–স্টিচড সিট ডিজাইন এবং শোল্ডার এরিয়াতে সিলভার প্লেট যুক্ত প্রিমিয়াম সিট দেখা যায়। এই সিট সেটআপ গাড়িটিকে আরও বিলাসবহুল ফিল দেয়। টিজারে নিশ্চিত হওয়া গেছে যে XEV 9S–এ থাকবে Harman Kardon–এর প্রিমিয়াম সাউন্ড সিস্টেম, যা Dolby Atmos সাপোর্ট করতে পারে। এই অভিজ্ঞতা ইতিমধ্যেই BE6 এবং XEV 9e–এ দেখা গেছে।

ইন্টেরিয়রের বিভিন্ন অংশে সফট–টাচ ম্যাটেরিয়াল ব্যবহারের ইঙ্গিত টিজারে স্পষ্ট। বোতামগুলির নতুন বিন্যাস, মেমরি ফাংশন–সহ পাওয়ার সিট এবং ইলেকট্রনিক পার্কিং ব্রেক—সব মিলিয়ে কেবিনের প্রিমিয়াম অনুভূতি বাড়িয়ে দেয়। যদিও সিটিং কনফিগারেশনের স্পষ্ট তথ্য এখনও জানানো হয়নি, তবে ধারণা করা হচ্ছে SUV–টি 2-3-2 সিটিং লেআউটেই আসবে, যা বড় পরিবার বা লং ট্র্যাভেলের জন্য আদর্শ হতে পারে।

Advertisements

ব্যাটারি ও রেঞ্জ

মহিন্দ্রা XEV 9S–এর স্পেসিফিকেশন অনেকাংশে XEV 9e–এর মতো হতে পারে। ধারণা করা হচ্ছে এটি 79 kWh ব্যাটারি প্যাক নিয়ে আসবে, যা এক চার্জে প্রায় 656 km রেঞ্জ দিতে পারে। তুলনায় XEV 9e–এ 59 kWh ব্যাটারি রয়েছে, যা 542 km রেঞ্জ প্রদান করে। বড় ব্যাটারি প্যাকের ফলে XEV 9S দীর্ঘ রেঞ্জের EV হিসেবে বাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকবে।

নতুন টিজার ভিডিওয় প্রকাশিত ডিটেলস স্পষ্ট করে দিয়েছে যে Mahindra XEV 9S ডিজাইন, ফিচার ও রেঞ্জ—সব দিক থেকেই একটি প্রিমিয়াম অল–ইলেকট্রিক SUV হতে চলেছে। ধাপে ধাপে প্রকাশ হওয়া তথ্য SUV–টিকে নিয়ে গ্রাহকদের আগ্রহ বাড়িয়ে তুলছে। সম্পূর্ণ স্পেসিফিকেশন ও লঞ্চ ডিটেলস সামনে এলেই আরও পরিষ্কার হবে মহিন্দ্রার এই নতুন EV বাজারে কতটা প্রভাব ফেলতে পারে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mahindra Electric Origin SUVs (@mahindraelectricsuvs)