XEV 9S লঞ্চের আগে Mahindra XEV 9e ও BE 6-এ মিলছে 1.55 লাখ ছাড়, অফার সীমিত সময়ের

Mahindra XEV 9e, BE 6

ভারতের ইলেকট্রিক SUV সেগমেন্টে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে বিশেষ অফার ঘোষণা করল Mahindra। XEV 9S লঞ্চের আগে প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে Mahindra XEV 9e ও BE 6 মডেলে দেওয়া হচ্ছে সর্বোচ্চ 1.55 লাখ টাকা পর্যন্ত ছাড় ও নানা সুবিধা। সীমিত সংখ্যক ক্রেতার জন্য এই অফার প্রযোজ্য হবে নির্দিষ্ট সময় পর্যন্ত।

Advertisements

সীমিত বুকিংয়ের জন্য বিশেষ বার্ষিকী অফার

Mahindra জানিয়েছে, XEV 9e ও BE 6 ইলেকট্রিক SUV-এর প্রথম 5000টি বুকিংয়ে মিলবে বিশেষ সুবিধা। এই অফার কার্যকর থাকবে December 20 পর্যন্ত। 26 November-এ দুটি গাড়ির দাম ঘোষণা করা হয়েছিল, আর সেই দামেই এখন যুক্ত হচ্ছে অতিরিক্ত সুবিধা। এতে উৎসবের মরসুমে ইভি ক্রেতাদের আগ্রহ আরও বাড়বে বলে আশা ব্র্যান্ডের।

   

অফারে রয়েছে বিভিন্ন ক্যাটাগরির সুবিধা, যেগুলো মিলিয়ে মোট 1.55 লাখ টাকা ছাড় পাওয়া যাবে। প্রথমত, কোম্পানি দিচ্ছে 30,000 টাকার অ্যাকসেসরিজ। এর সঙ্গে যোগ হচ্ছে সর্বোচ্চ 25,000 টাকার কর্পোরেট বোনাস। পুরনো গাড়ি বদলে নতুন নিলে পাওয়া যাবে 30,000 টাকা এক্সচেঞ্জ বেনিফিট। পাবলিক চার্জিংয়ের জন্য অতিরিক্ত 20,000 টাকা সাপোর্ট দিচ্ছে মাহিন্দ্রা। সবচেয়ে বড় সুবিধা হল 7.2 কিলোওয়াট এসি ফাস্ট চার্জার, যার বাজারমূল্য প্রায় 50,000 টাকা — এটি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে। সব মিলিয়ে এই বিশেষ প্যাকেজে ক্রেতারা পাবেন মোট 1.55 লাখ টাকার উপহারসুলভ সুবিধা।

Also Read: ভারতের পর এবার এদেশে লঞ্চ হল Ultraviolette F77 Mach 2 ও F77 SuperStreet

Advertisements

Mahindra BE 6: দাম ও রেঞ্জ

Mahindra BE 6-এর দাম শুরু হচ্ছে 18.9 লাখ টাকা (এক্স-শোরুম)। বেস Pack One ভ্যারিয়েন্টে রয়েছে 59 কিলোওয়াট আওয়ার ব্যাটারি, যা ARAI রেঞ্জ দেয় সর্বোচ্চ 556 কিমি। অন্যদিকে টপ-এন্ড Pack Three ভ্যারিয়েন্টের দাম 26.9 লাখ টাকা এবং এতে রয়েছে 79 কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক, যার রেঞ্জ সর্বোচ্চ 682 কিমি। Hyundai Creta Electric-এর প্রতিদ্বন্দ্বী এই মডেলটিতে মোট 6টি ভ্যারিয়েন্ট পাওয়া যাবে, যা এর বড় মডেলের তুলনায় একটি বেশি। ফলে বিভিন্ন চাহিদার ক্রেতাদের জন্য রয়েছে একাধিক অপশন।

Mahindra XEV 9e: দাম, ব্যাটারি ও রেঞ্জ

Mahindra XEV 9e-এর দাম শুরু হচ্ছে 21.9 লাখ টাকা থেকে এবং টপ ভ্যারিয়েন্টের দাম 30.5 লাখ টাকা (এক্স-শোরুম)। এই মডেলেও রয়েছে দুটি ব্যাটারি প্যাক—59 কিলোওয়াট আওয়ার ও 79 কিলোওয়াট আওয়ার। 59 কিলোওয়াট আওয়ার ব্যাটারি এক চার্জে দিতে পারে সর্বোচ্চ 542 কিমি রেঞ্জ, আর লং-রেঞ্জ 79 কিলোওয়াট আওয়ার ব্যাটারি দিতে পারে সর্বোচ্চ 656 কিলোমিটার রেঞ্জ। অফারের সময় ফ্রি 7.2 কিলোওয়াট এসি ফাস্ট চার্জার মিললেও, ইচ্ছা করলে 11.2 কিলোওয়াট এসি ফাস্ট চার্জার নেওয়া যাবে অতিরিক্ত 75,000 টাকায়।

XEV 9S লঞ্চের আগে Mahindra-র এই বিশেষ ছাড় গ্রাহকদের জন্য বড় সুযোগ। প্রিমিয়াম রেঞ্জ, শক্তিশালী ব্যাটারি অপশন এবং সীমিত সময়ের আকর্ষণীয় অফার—সব মিলিয়ে Mahindra XEV 9e ও BE 6 এখন ইলেকট্রিক SUV বাজারে আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে।