Mahindra আনছে একজোড়া ইলেকট্রিক গাড়ি, XEV 9e ও BE 6e রাত পোহালেই লঞ্চ করবে

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। রাত পোহালেই ভারতের বাজারে একজোড়া ইলেকট্রিক গাড়ি হাজির করতে চলেছে মাহিন্দ্রা ও মাহিন্দ্রা (Mahindra & Mahindra)। মডেল দুটি হচ্ছে Mahindra…

Mahindra BE 6e & XEV 9e

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। রাত পোহালেই ভারতের বাজারে একজোড়া ইলেকট্রিক গাড়ি হাজির করতে চলেছে মাহিন্দ্রা ও মাহিন্দ্রা (Mahindra & Mahindra)। মডেল দুটি হচ্ছে Mahindra XEV 9e ও BE 6e। এগুলি সংস্থার INGLO প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে প্রস্তুত প্রথম মডেল। এটিকে আবার বর্ন ইলেকট্রিক প্ল্যাটফর্ম নামেও আখ্যায়িত করা হয়।

রয়েছে অনন্য বৈশিষ্ট্য, হুন্ডাইয়ের এই ইলেকট্রিক গাড়ি বাকিদের মাত দেবে

INGLO-র প্রসঙ্গে বললে, এটি হচ্ছে মাহিন্দ্রার ইলেকট্রিক গাড়ি নির্মাণের প্ল্যাটফর্ম। যেখানে কেবলমাত্র ব্যাটারি মডেলই তৈরি হবে। এটি অন্যতম হালকা ওজনের স্কেটবোর্ড প্ল্যাটফর্ম। নিজেদের প্ল্যাটফর্মের পাশাপাশি XEV 9e ও BE 6e-এর সম্পর্কে জানিয়েছে Mahindra।

Mahindra BE 6e ও XEV 9e মঙ্গলবার লঞ্চ হচ্ছে

XUV.e8 কনসেপ্ট মডেল হিসাবে প্রদর্শিত XEV 9e-এর ডিজাইনের প্রতিটি নক্শা বজায় রাখা হয়েছে। যার মধ্যে রয়েছে ফ্লেয়ার্ড হুইল আর্চ, কারুকার্যে ভরা বনেট, ক্লোজ-অফ গ্রিল এবং ফুল-উইদ লাইটবার। এমনকি পিক্সেলের ন্যায় লাইট সহ ট্রায়াঙ্গুলার আকৃতির হেডল্যাম্প দৃশ্যমান হয়েছে এতে। এছাড়া কুপ মডেলের মতো রুফ লাইন দেওয়া হয়েছে। ৫-স্পোক অ্যালয় হুইলে ছুটবে এই এসইউভি গাড়িটি। সংস্থার প্রকাশিত পূর্বের একটি টিজারে দেখান হয়েছিল 9e-তে উপস্থিত ফুল উইদ রিয়ার লাইটবার। এতে কো-ড্রাইভার ডিসপ্লে সহ তিন-স্ক্রিন লেআউটের অফার করা হতে পারে।

Ola সোয়াপেবল ব্যাটারি টেকনোলজি নিয়ে আসছে? ভবিষ্যৎ পরিকল্পনায় কী জানালেন ভাবিশ

Advertisements

অন্যদিকে, BE.05 কনসেপ্টেের প্রোডাকশন ভার্সনটি হচ্ছে BE 6e। এতে হাইলাইট হিসাবে রয়েছে সামনে J-আকৃতির এলইডি ডেটাইম রানিং লাইট। অ্যাঙ্গুলার এবং স্কয়ার-আপ ডিজাইনে কোন বদল ঘটান হয়নি। এটি কুপ মডেলের ন্যায় ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে। এতে উপস্থিত একটি প্যানোরামিক সানরুফ। আবার কেবিনে রয়েছে ইনফোটেনমেন্ট সিস্টেম এবং ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার।

প্রসঙ্গত, Mahindra-র বর্ন ইলেকট্রিক রেঞ্জের আওতায় এই প্রথম দুই ইলেকট্রিক গাড়ি XEV 9e ও BE 6e আনা হচ্ছে। উভয় গাড়িই সংস্থার INGLO EV প্ল্যাটফর্মর উপর ভিত্তি করে আসবে। গাড়ি দুটিতেই টু হুইল ড্রাইভ এবং অল হুইল ড্রাইভ অপশন উপলব্ধ থাকবে বলে আশা করা হচ্ছে।