দু’মাসে বুকিংয়ে ধস ২৯%, Mahindra Thar-এর শোচনীয় অবস্থা!

ভারতের লাইফস্টাইল এসইউভি সেগমেন্টে মাহিন্দ্রা থার-এর (Mahindra Thar) একচেটিয়ে আধিপত্য। বেচাকেনায় বরাবর প্রতিপক্ষদের থেকে কয়েক কদম আগে থেকেছে মডেলটি। কিন্তু গত দু’মাসে এর বিক্রিতে ঘটল…

Mahindra-Thar-Roxx

ভারতের লাইফস্টাইল এসইউভি সেগমেন্টে মাহিন্দ্রা থার-এর (Mahindra Thar) একচেটিয়ে আধিপত্য। বেচাকেনায় বরাবর প্রতিপক্ষদের থেকে কয়েক কদম আগে থেকেছে মডেলটি। কিন্তু গত দু’মাসে এর বিক্রিতে ঘটল ছন্দপতন। বুকিং কমেছে ২৯%। কেন এমনটা ঘটল শুনবেন?

আসলে দীর্ঘদিন ধরেই মাহিন্দ্রা (Mahindra) তাদের পাঁচ দরজা ভার্সনের থার তৈরির কাজ চালাচ্ছে। আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন বাজারে আনা হচ্ছে গাড়িটি। Mahindra Thar Roxx নামে বাজারে পা রাখবে এটি। যে কারণে বহু ক্রেতা অপেক্ষা করে রয়েছেন। ফলস্বরূপ কমেছে বুকিং। মে’তে যেখানে ৫৯,০০০ ইউনিট বুকিং ছিল, সেখানে জুলাইয়ে বুকিং কমে হয়েছে ৪২,০০০ ইউনিট। এদিকে তিন দরজা ভার্সন থারের উৎপাদন বাড়িয়েছে মাহিন্দ্রা। কিন্তু দেখা যাচ্ছে, প্রতি মাসে প্রায় ৫,০০০ ইউনিট হারে কমছে বুকিং। সকলের নজর Thar Roxx-এর দিকে। চলুন আসন্ন মডেলটির বৈশিষ্ট্য দেখে নেওয়া যাক।

   

মাহিন্দ্রা থার রক্স : খুঁটিনাটি

তিন দরজা ভার্সনের সমান ডিজাইনেই বাজারে আসছে ৫-ডোর থার। যদিও সামান্য হেরফের থাকবে। এতে থাকছে এলইডি ডে টাইম রানিং লাইট, এলইডি প্রজেক্টর হেডল্যাম্প, চওড়া স্ল্যাট সহ নতুন করে তৈরি ফ্রন্ট গ্রিল। এলইডি টেললাইট এবং অ্যালয় হুইল ডিজাইনে তফাৎ নজরে পড়বে। 

কেবিনের অভ্যন্তরে, মাহিন্দ্রা থার রক্সক্স, তিন-দরজা থারের চেয়েও অধিক প্রিমিয়াম ফিচার সহ আসে। উপরন্তু, মধ্যবর্তী স্থানে দরজা থাকায়, এর দৈর্ঘ্য ৩-ডোর মডেলের চেয়ে দীর্ঘ এবং সেইসঙ্গে এতে রয়েছে লম্বা হুইলবেসচ। যার ফলে যাত্রীদের জন্য আরও স্থান মিলবে। যাত্রা হবে অধিক আরামদায়ক। নতুন থার রক্সক্স একটি প্যানোরামিক সানরুফের সাথে আসবে। 

আগস্টে টাটা এই গাড়িতে দিচ্ছে ২৫,০০০ টাকা ছাড়, শোরুমে ক্রেতাদের লম্বা লাইন

থার রক্স তিন-দরজা মডেলের ইঞ্জিন দ্বারা চালিত হবে। এর ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন থেকে উৎপন্ন হবে ১১৭ বিএইচপি শক্তি এবং ৩০০ এনএম টর্ক। আবার ২.২ লিটার ডিজেল মোটর ১৩০ বিএইচপি শক্তি এবং ৩০০ এনএম টর্ক পাওয়া যায়। আবার  পেট্রল ইউনিট থেকে ১৫০ বিএইচপি শক্তি এবং ৩০০ এনএম টর্ক উৎপাদিত হয়।