এক ঘণ্টায় তোলপাড় করা বুকিং, Mahindra Thar Roxx নয়া নজির গড়ল

ভারতে লাইফস্টাইল এসইউভি (SUV) গাড়ির প্রতি ইদানিং বহু ক্রেতার দুর্বলতা নজরে পড়ছে। চাহিদা পূরণ করতে এবছর পাঁচ দরজা ভার্সনে লঞ্চ হয়েছিল Mahindra Thar Roxx। আজ…

Mahindra-Thar-Roxx

ভারতে লাইফস্টাইল এসইউভি (SUV) গাড়ির প্রতি ইদানিং বহু ক্রেতার দুর্বলতা নজরে পড়ছে। চাহিদা পূরণ করতে এবছর পাঁচ দরজা ভার্সনে লঞ্চ হয়েছিল Mahindra Thar Roxx। আজ সকাল ১১টা থেকে শুরু হয় অফিসিয়াল বুকিং। তাজ্জব করার মত বিষয়, বুকিং শুরু হওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যে ১,৭৬,২১৮টি অর্ডার জমা পড়ার খবর জানিয়েছে মাহিন্দ্রা (Mahindra)। ভারতীয় অটোমোবাইলের বাজারে Thar Roxx SUV কার্যত নয়া নজির গড়েছে।

উল্লেখ্য, ২০২০-তে Mahindra Thar-এর তিন দরজা ভার্সনটি লঞ্চের সময়তেও এমন চিত্রই সামনে এসেছিল। যাই হোক, গাড়িটির ডেলিভারি চলতি মাসের ১২ তারিখ থেকে শুরু হচ্ছে। তার আগে এই প্রসঙ্গে ক্রেতাদের জানিয়ে দেওয়া হবে বলে আশ্বস্ত করেছে মাহিন্দ্রা। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট অথবা অথোরাইজ ডিলারশিপ থেকে Rox 2WD 4×4 গাড়িটি বুক করা যাচ্ছে। 

   

ল্যাডার ফ্রেম চ্যাসিসের উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই গাড়ি। এতে রয়েছে দীর্ঘতর হুইলবেস এবং তিন সারি বিশিষ্ট সিট। পেট্রোল এবং ডিজেল উভয় ইঞ্জিনের বিকল্পে বেছে নেওয়া যাবে Thar Roxx। এই অল্প সময়ে এত বেশি সংখ্যক বুকিং প্রত্যক্ষ করে গ্রাহকদের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন মূলক একটি বিবৃতি প্রকাশ করেছে মাহিন্দ্রা। 

প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ির বাজার কাঁপাতে লঞ্চ হল Kia EV9, দাম শুনলে চমকে যাবেন

প্রসঙ্গত, Mahindra Thar Roxx-এর দাম ১২.৯৯ লক্ষ টাকা থেকে শুরু করে ২২.৪৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত গিয়েছে। তিন দরজা ভার্সনের চাইতেও এটি পরিবার পরিজনদের সঙ্গে নিয়ে ঘোরার জন্য এটি আদর্শ। কারণ এতে বেশি সংখ্যক যাত্রী ধরে। মোট ছয়টি ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যায় – MX1, MX3, MX5, AX3L, AX5L ও AX7L। গাড়িটি ৬-স্পিড ম্যানুয়াল ও অটোমেটিক ট্রান্সমিশন অপশনে বেছে নেওয়া যাবে। ভবিষ্যতে এই গাড়ি রিয়ার হুইল ড্রাইভ ও 4×4 অপশনে আসতে পারে।