Mahindra Scorpio N Black Edition খুব শিগগিরিই ভারতের বাজারে লঞ্চ করবে। বর্তমানে সেই প্রস্তুতিই চালাচ্ছে মাহিন্দ্রা ও মাহিন্দ্রা (Mahindra & Mahindra)। কী দেখে এমনটা বোঝা গেল শুনবেন? কারণ সোশ্যাল মিডিয়াতে সংস্থার পক্ষ থেকে একটি টিজার ভিডিও প্রকাশ করা হয়েছে। যেখানে এসইউভি (SUV) গাড়িটিকে সম্পূর্ণ কালো চাদরে আবৃত অবস্থায় দেখা গিয়েছে। এমনকি গাড়িটি ইতিমধ্যেই বেশ কিছু ডিলারের কাছে পৌঁছে গিয়েছে। যা থেকে বলা যায় যে কোন দিন এটি ভারতের বাজারে লঞ্চ করবে।
Mahindra Scorpio N Black Edition-এর বিশেষত্ব
বিশেষত্বে বলতে মাহিন্দ্রা স্করপিও ব্র্যান্ডের এই গাড়িটি আপাদমস্তক কালো রঙে ভারতের বাজারে হাজির হতে চলেছে। নামের সঙ্গে মিল রেখে এর হুইল থেকে শুরু করে রুফ রেইল সর্বত্রই নিকষ কালো রঙের উপস্থিতি লক্ষ্য করা যাবে। আবার সমস্ত ক্রোম এলিমেন্টেই ব্ল্যাক কালার করা থাকবে। কালোর রঙের উপস্থিতি এখানেই শেষ নয়। গাড়িটিতে থাকছে ব্ল্যাক লেদারেট আপহোলস্টেরি এবং ড্যাশবোর্ড।
মডার বিষয়, এই কালো রঙের স্করপিও-র কারিগরি ক্ষেত্রে কোন পরিবর্তন ঘটানো হচ্ছে না। স্ট্যান্ডার্ড মডেলের মতোই এতে থাকছে ২.২ লিটার টার্বো ডিজেল এবং ২.০ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিনের বিকল্প। উঙয় ইঞ্জিনের সঙ্গে পাওয়া যাবে ৬-স্পিড ম্যানুয়াল এবং ৬-স্পিড টর্ক কনভার্টার অটোমেটিক ট্রান্সমিশন। পেট্রোল ইঞ্জিন থেকে উৎপন্ন হবে ২০০ বিএইচপি শক্তি এবং ৩৮০ এনএম পিক টর্ক। অন্যদিকে ডিজেল ইঞ্জিনের আউটপুট ১৭৩ বিএইচপি শক্তি এবং ৪০০ এনএম পিক টর্ক। আবার লোয়ার ভ্যারিয়েন্টের ডিজেল ইঞ্জিন থেকে ১৩২ বিএইচপি শক্তি এবং ৩০০ এনএম টর্ক পাওয়া যাবে। তবে এতে থাকছে কেবলমাত্র ম্যানুয়াল গিয়ারবক্স।
জানিয়ে রাখি, Mahindra Scorpio N ছয়টি ভ্যারিয়েন্টে অফার করা হয়। যথা – Z2, Z4, Z6, Z8 S, Z8 এবং Z8 L। এগুলির দাম ১৩.৯৯ লাখ থেকে শুরু করে ২৪.৬৯ লাখ টাকা পর্যন্ত গিয়েছে। প্রতিটি এক্স-শোরুম মূল্য অনুযায়ী।
অন্যদিকে, মাহিন্দ্রা বর্তমানে তাদের পিকআপ ট্রাক Scorpio N-এর টেস্টিং চালাচ্ছে জোরকদমে। সম্প্রতি মানলিতে মহড়া চালানোর সময় গাড়িটি দুটি কনফিগারেশনে ধরা দিয়েছে – সিঙ্গেল ক্যাব এবং ডবল ক্যাব। এগুলির ফ্রন্ট এন্ড ডিজাউন Scorpio N-এর মতোই। এমনকি ইন্টেরিয়রের দিক থেকেও এগুলি সম বৈশিষ্ট্য সম্পন্ন। পার্থক্য বলতে শুধু পেছনের বেডের অংশে। শীঘ্রই এটি ভারতের বাজারে লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে।