দীপাবলীর আগে Mahindra Scorpio পেল নতুন এডিশন, আগ্রাসী ডিজাইন নজর কাড়তে বাধ্য

শারদীয়ার পর কোজাগরী লক্ষ্মী পুজোও মিটে গিয়েছে। সামনেই আসছে ‘আলোর রোশনাইয়ের উৎসব’ দীপাবলি। সেই উপলক্ষ্যে গাড়িতে ডিসকাউন্ট দেওয়ার পাশাপাশি নতুন মডেলও আনছে বিভিন্ন অটোমোবাইল কোম্পানিগুলি।…

Mahindra Scorpio Boss Edition unveiled

শারদীয়ার পর কোজাগরী লক্ষ্মী পুজোও মিটে গিয়েছে। সামনেই আসছে ‘আলোর রোশনাইয়ের উৎসব’ দীপাবলি। সেই উপলক্ষ্যে গাড়িতে ডিসকাউন্ট দেওয়ার পাশাপাশি নতুন মডেলও আনছে বিভিন্ন অটোমোবাইল কোম্পানিগুলি। এবারে ভারতীয় গাড়ির বাজারে রাশভারী সংস্থা মাহিন্দ্রা ও মাহিন্দ্রা (Mahindra & Mahindra) লঞ্চ করল স্পেশাল এডিশনের Scorpio। মডেলটির নাম – Mahindra Scorpio Boss Edition। ডিজাইনে পরিবর্তনের পাশাপাশি ফিচারের তালিকায় রয়েছে একাধিক সংযোজন। 

Mahindra Scorpio-এর Boss Edition ডিলারশিপ থেকে অ্যাক্সেসরিজ সহ কেনা যাবে। তবে গাড়িটি কেবলমাত্র উৎসবের এই মরশুমেই উপলব্ধ থাকবে বলে অনুমান করা হচ্ছে। 

   

Mahindra Scorpio Boss Edition : এক্সটিরিয়ার

গাড়িটির বনেট স্কুপ, ফ্রন্ট গ্রিল, ফগ ল্যাম্প, রিয়ার রিফ্লেক্টর, ডোর হ্যান্ডেল, সাইড ইন্ডিকেটর, রিয়ার কোয়ার্টার গ্লাস এবং হেড ল্যাম্পে রয়েছে ডার্ক ক্রোম গার্নিশ। আবার ফ্রন্ট বাম্পার, রেইন ভাইজর এবং ওআরভিএম-এর কার্বন ফাইবার কভারে অ্যাড-অন ফিট করা হয়েছে। এছাড়া রয়েছে ব্ল্যাক পাউডার কোটিং রিয়ার গার্ড।

Mahindra Scorpio Boss Edition : কেবিন 

গাড়িটির কেবিনে রয়েছে রিয়ার পার্কিং ক্যামেরা, যা অল্প জায়গায় গাড়ি পার্ক করার ক্ষেত্রে সহায়তা করবে। আবার ব্ল্যাক কালারের আপহোলস্টেরি দর্শনে নতুন মাত্রা যোগ করেছে। এর সঙ্গে রয়েছে মাহিন্দ্রা কমফোর্ট কিটের আওতায় পিলো এবং কুশন।

এই প্রিমিয়াম ইলেকট্রিক গাড়িতে চলছে 2.5 লাখ ছাড়, কিনবেন নাকি?

Mahindra Scorpio Boss Edition : ইঞ্জিন 

শক্তির উৎস হিসাবে Mahindra Scorpio-এর Boss Edition-এ দেওয়া হয়েছে একটি ২.২ লিটার mHawk ডিজেল ইঞ্জিন। এটি থেকে সর্বোচ্চ ৩,৭৫০ আরপিএম গতিতে ১৩০ বিএইচপি শক্তি এবং ১,৬০০-২,৮০০ আরপিএম গতিতে ৩০০ এনএম টর্ক উৎপন্ন হবে। গাড়িটি ৬-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স সহ বেছে নেওয়া যাবে। এতে ৪×৪ ড্রাইভ ট্রেন এবং অটোমেটিক ট্রান্সমিশন উপলব্ধ নেই। 

Mahindra Scorpio Classic : কালার অপশন, ভ্যারিয়েন্ট ও দাম 

মাহিন্দ্রা স্করপিও পাঁচটি কালার অপশানে কেনা যায়। যথা গ্যালাক্সি গ্রে, ডায়মন্ড হোয়াইট, স্টিল্থ ব্ল্যাক, এভারেস্ট হোয়াইট এবং রেড রেগ। এটি দুই ভ্যারিয়েন্টে অফার করা হয় – S ও S11। এর দাম ১৩.৬২ লক্ষ টাকা থেকে শুরু করে ১৭.৪২ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত গিয়েছে।