Tata-কে বেকায়দায় ফেলতে ডিসেম্বরে নতুন ইলেকট্রিক গাড়ি আনছে Mahindra

ইলেকট্রিক গাড়ির সম্ভার বাড়াতে উঠেপড়ে লেগেছে মাহিন্দ্রা ও মাহিন্দ্রা (Mahindra & Mahindra)। বর্তমানে তারা একটি নতুন মডেলের টেস্টিং চালাচ্ছে। এটি হচ্ছে মাহিন্দ্রা এক্সইউভি.ই৮ (Mahindra XUV.e8)।…

Mahindra-XUV.e8

ইলেকট্রিক গাড়ির সম্ভার বাড়াতে উঠেপড়ে লেগেছে মাহিন্দ্রা ও মাহিন্দ্রা (Mahindra & Mahindra)। বর্তমানে তারা একটি নতুন মডেলের টেস্টিং চালাচ্ছে। এটি হচ্ছে মাহিন্দ্রা এক্সইউভি.ই৮ (Mahindra XUV.e8)। এই নিয়ে দেশের রাস্তায় দ্বিতীয়বার দর্শন দিল গাড়িটি। এটি আদপে ভারতে বিক্রিত XUV 700-এর ইলেকট্রিক অবতার। এটি এ বছর ডিসেম্বরে বাজারে আসতে পারে।

জানিয়ে রাখি, Mahindra XUV.e8 সংস্থার নতুন INGLO প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে আসতে চলা প্রথম গাড়ি। ২০২৫-এ একাধিক গাড়ি বাজারে আনতে চলেছে কোম্পানি। যার মধ্যে এটিও একটি। 

   

উল্লেখ্য, ২০২২-এর অগস্টে একাধিক অল-ইলেকট্রিক গাড়ির উপর থেকে পর্দা সরিয়েছিল মাহিন্দ্রা। এই মডেলটির সামনেও আয়তাকার হেড ল্যাম্পের দেখা মিলেছে। এর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ৪৭৪০ মিমি, ১৯০০ মিমি ও ১৭৬০ মিমি। আবার এর হুইলবেস ২৭৬২ মিমি।

ইন্টেরিয়রের ছবি প্রকাশ্যে না এলেও আগের স্পাই শটে তিনটি বৃহৎ স্ক্রিনের দেখা পাওয়া গিয়েছিল। এছাড়া থাকছে টু-স্পোক মাল্টি-ফাংশন স্টিয়ারিং হুইল। আশা করা হচ্ছে, XUV 700-এর অন্যান্য বৈশিষ্ট্যগুলি XUV.e8-এ নেওয়া হবে। রিয়ার অ্যাক্সেলের সঙ্গে সংযুক্ত থাকবে একটি ইলেকট্রিক মোটর। 

ইলেকট্রিক সানরুফ সহ লঞ্চ হল Hyundai Exter, দাম ও ফিচার জানতে চান?

Mahindra XUV.e8 কেবলমাত্র রিয়ার হুইল ড্রাইভ সহ আসবে গাড়িটি। এর ইলেকট্রিক থেকে পাওয়া যাবে ১৭০ কিলোওয়াট শক্তি এবং ৩৮০ এনএম টর্ক। উচ্চ ভ্যারিয়েন্ট থেকে পাওয়া যাবে ৩৪৫ বিএইচপি শক্তি। বাজারে এর প্রতিপক্ষ হিসেবে রয়েছে Tata Harrier EV। বাজারে গাড়িটির দাম ৩৫-৪০ লক্ষ টাকা ধার্য করা হতে পারে।