LML Star ইলেকট্রিক স্কুটার এবছরই লঞ্চ হতে চলেছে। কিন্তু মজার বিষয়, লঞ্চের আগেই এলএমএল (LML)-এর প্রথম ইলেকট্রিক স্কুটারের প্রধান বৈশিষ্ট্য এবং পারফরম্যান্স সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য অফিসিয়ালি প্রকাশিত হয়েছে। জানিয়ে রাখি, ২০২৩ সালে গ্রেটার নয়ডায় অনুষ্ঠিত অটো এক্সপো-তে Star প্রদর্শিত হয়েছিল এবং এটি গত বছরই লঞ্চ হওয়ার কথা ছিল। অবশেষে এই বছর এটি ভারতের বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে। সংস্থার পরিকল্পিত এদেশে তিনটি ইলেকট্রিক স্কুটার লঞ্চের তালিকায় এটিই প্রথম মডেল। এই ইলেকট্রিক স্কুটারের ডিজাইন করেছেন Ducati, Ferrari, Yamaha এবং Kawasaki-র মতো বিশ্বখ্যাত টু-হুইলার কোম্পানির ডিজাইনাররা।
MG Windsor EV মহার্ঘ হল, ছ্যাঁকা লাগানো বর্ধিত মূল্যের সঙ্গে বাতিল ফ্রি চার্জিং অফারও
LML Star লঞ্চের আগেই উন্মোচিত স্পেসিফিকেশন
এলএমএল তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার লঞ্চের নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি। তবে মডেলটি এই বছরই বাজারে আসবে বলে নিশ্চিত করেছে সংস্থা। লঞ্চের পর মডলেটি Ola S1 Pro, Ather 450X, TVS iQube এবং Bajaj Chetak-এর মতো ইলেকট্রিক স্কুটারগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামবে।
এলএমএল ঘোষণা করেছে যে Star ই-স্কুটারটি সেন্ট্রাল মোটর ভেহিকেল রুলস (CMVR) সার্টিফিকেট অর্জন করেছে। এই সার্টিফিকেটটি নিশ্চিত করে যে মডেলটি সরকারের নির্ধারিত মানদণ্ড এবং নিরাপত্তা বিধি মেনে তৈরি করা হয়েছে। এটি বাজারে লঞ্চের আগে অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। এলএমএল-এর এমডি এবং সিইও যোগেশ ভাটিয়া বলেন, “LML Star-এর জন্য CMVR সার্টিফিকেট পাওয়া আমাদের প্রযুক্তি ও নিরাপত্তার ক্ষেত্রে উচ্চ মান বজায় রাখার প্রমাণ। উন্নত বৈশিষ্ট্য, প্রিমিয়াম ডিজাইন এবং দুর্দান্ত পারফরম্যান্সের সাথে, Star ভারতে ইলেকট্রিক মোবিলিটিতে নতুন সংজ্ঞা আনবে।”
Ducati এ বছর ভারতে ১৪টি নতুন মোটরসাইকেল লঞ্চ করবে! ২০২৫-এ সংস্থার ‘রেজোলিউশন’ কী
লঞ্চের আগে Star-এর কিছু প্রধান স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে। সংস্থার দাবি অনুযায়ী, একবার পূর্ণ চার্জে Star ২০৩ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম, যা ভারতের ইলেকট্রিক স্কুটারের মধ্যে সবচেয়ে বেশি। যদিও ব্যাটারির আকার সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। তবে ইলেকট্রিক মোটরটি ৭.৮ বিএইচপি সর্বাধিক শক্তি উৎপাদন করতে পারবে এবং ৯০ কিমি/ঘণ্টা সর্বাধিক গতিবেগ প্রদান করবে।
LML Star ডিজাইনের দিক থেকে ফিউচারিস্টিক এবং আধুনিক। ডিজাইন পেটেন্ট থেকে জানা গিয়েছে, স্কুটারটিতে ডুয়েল-টোন কালার স্কিম (কালো ও সাদা) থাকবে। LED DRL এবং প্রোজেক্টর হেডলাইটের সঙ্গে লাল অ্যাকসেন্ট দেওয়া হয়েছে। যা স্কুটারটিকে অনন্য লুক দেয়। এটি একটি মিড-ম্যাক্সি স্কুটারের মতো ডিজাইন করা হয়েছে। যার চাকার আকার ১৪ ইঞ্চি। স্কুটারটিতে ডিজিটাল ডিসপ্লে এবং ওয়্যারলেস চার্জার থাকবে। নিরাপত্তার জন্য থাকবে টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম, হিল হোল্ড অ্যাসিস্ট, রিভার্স মোড এবং এবিএস-এর মতো অত্যাধুনিক ফিচার।
Land Rover Defender নতুন অবতারে ভারতে লঞ্চ হল, ‘হেভিওয়েট’ এই গাড়ির দাম কত?
প্রসঙ্গত, ভারতের ইলেকট্রিক স্কুটারের বাজারে LML Star এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে এবং এটি ব্যবহারকারীদের জন্য প্রযুক্তি, গতি ও নিরাপত্তার এক নতুন অভিজ্ঞতা দেবে বলে আশা করা যায়।