KTM ভারতে আনছে 390 Adventure রেঞ্জ, বছরের শুরুতেই ক্রেতাদের সুখবর দেবে কি সংস্থা?

সম্প্রতি ভারতের বাজারে মোট ১১টি মোটরসাইকেল লঞ্চ করে সকলকে তাক লাগিয়ে দিয়েছে কেটিএম (KTM)। ইতালির মিলানে সদ্য শেষ হওয়া EICMA 2024-এ একগুচ্ছ বাইক হাজির করেছিল…

KTM 390 Adventure range launch

সম্প্রতি ভারতের বাজারে মোট ১১টি মোটরসাইকেল লঞ্চ করে সকলকে তাক লাগিয়ে দিয়েছে কেটিএম (KTM)। ইতালির মিলানে সদ্য শেষ হওয়া EICMA 2024-এ একগুচ্ছ বাইক হাজির করেছিল সংস্থা। সেগুলির মধ্যে ছিল KTM 390 Adventure রেঞ্জ। এই সিরিজের বাইকগুলি হচ্ছে KTM 390 Adventure R, 390 Enduro R এবং 390 SMC R। জানা গিয়েছে এগুলির মধ্যে 390 Adventure R এবং 390 Enduro R-কে এদেশের বাজারে শীঘ্রই হাজির করা হবে।

জানুয়ারি থেকে গাড়ির নতুন মূল্য, মার্সিডিজের ঘোষণায় শোরগোল

   

KTM 390 Adventure আসছে

রিপোর্টের দাবি, ২০২৫-এর প্রারম্ভেই ভারতে লঞ্চ করছে 390 Adventure R এবং 390 Enduro R। যদিও সংস্থার পক্ষ থেকে এবিষয়ে এখনও কোন নিশ্চিত বার্তা এসে পৌঁছায়নি। KTM তাদের এই বাইক দুটি আসন্ন ইন্ডিয়া বাইক উইক ২০২৫-এর মঞ্চে হাজির করতে পারে। যারা হার্ডকোর অফ-রোড বাইক পছন্দ করেন তাদের জন্য 390 Enduro R মডেলটি আনা হচ্ছে।

৩৯০ এনডুরা আর-এ শক্তির উৎস হিসাবে থাকছে একটি ৩৯৯ সিসি, লিকুইড কুল্ড মোটর। যা থেকে ৪৫.৩ বিএইচপি শক্তি এবং ৩৯ এনএম টর্ক উৎপন্ন হবে। ইঞ্জিনের সঙ্গে সঙ্গ দিতে রয়েছে ৬-গতির গিয়ারবক্স। এই ইঞ্জিন ব্যবহারকারীকে দারুণ অভিজ্ঞতা দেবে বলে আশা করা হচ্ছে।

Mahindra-র দুই ইলেকট্রিক গাড়ি এমাসেই আসছে, তার আগে টিজারে নতুন চমক

390 Adventure R এবং 390 Enduro R-তে একই চ্যাসিস ও হার্ডওয়্যার ব্যবহার করেছে KTM। স্টিল ট্রেলিস ফ্রেমের সঙ্গে এতে রয়েছে ফুল অ্যাডজাস্টেবল WP সাসপেনশন। সামনে ২১ ও পেছনে ১৮ ইঞ্চি হুইল সহ এতে উপস্থিত ২৩০ মিমি সাসপেনশন ট্রাভেল। অন্যদিকে, 390 Adventure R-এর ইতিমধ্যেই আনঅফিসিয়াল বুকিং শুরু হয়েছে। অনুমান করা হচ্ছে, এটি জানুয়ারি ২০২৫-এ ভারতের বাজারে লঞ্চ করবে। বর্তমানে এই টপ ভ্যারিয়েন্টটির দাম ৩.৪ লক্ষ টাকা (এক্স-শোরুম)। আসন্ন মডেলটি ৩.৭ মূল্যে হাজির হতে পারে। আবার 390 Enduro R-র দাম ৩.৫০ লক্ষ টাকা ধার্য করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে।