KTM RC 200 নতুন রঙে আবির্ভূত হল, দেখলেই কিনতে ইচ্ছা করবে! দাম জানেন?

ভারতের বাজারে KTM RC 200 নতুন রঙে লঞ্চ হল। মেটালিক গ্রে কালারে বাইকটির শোভা দেখলে মুগ্ধ হতে হয়। কেটিএম (KTM) সম্প্রতি এই স্পোর্টস বাইকের দাম…

KTM RC 200 Launched in New Colour

ভারতের বাজারে KTM RC 200 নতুন রঙে লঞ্চ হল। মেটালিক গ্রে কালারে বাইকটির শোভা দেখলে মুগ্ধ হতে হয়। কেটিএম (KTM) সম্প্রতি এই স্পোর্টস বাইকের দাম প্রায় ১১,০০০ টাকা বাড়িয়েছে এবং সেটিকে নতুন OBD-2B নির্গমন মানদণ্ডের সঙ্গে আপডেট করেছে। এই দাম বৃদ্ধির পর নতুন রঙে আপডেট ক্রেতাদের আকৃষ্ট করবে বলে আশা করছে কেটিএম।

KTM RC 200-তে নতুন রঙের আপডেট

নতুন মেটালিক গ্রে রঙটি দুটি ধূসর শেডের সংমিশ্রণে এসেছে, যার সঙ্গে ফেয়ারিং এবং টেইল সেকশনে উজ্জ্বল কমলা রঙের টাচ যুক্ত হয়েছে। বাইকের ফেয়ারিং জুড়ে বড় করে ‘KTM’ লেখা এবং ‘RC’ ও ‘Ready to Race’ ব্যাজ এটিকে আগের তুলনায় আরও বেশি স্পোর্টি ও নজরকাড়া করে তুলেছে। এই ভ্যারিয়েন্টে অ্যালয় হুইলগুলি কালো রঙে এসেছে, যেখানে ব্লু রঙের ভ্যারিয়েন্টে রয়েছে কমলা হুইল এবং ব্ল্যাক ভ্যারিয়েন্টে একেবারে সিম্পল অল-ব্ল্যাক লুক। তিনটি রঙেই এখন ক্রেতাদের জন্য অপশন খোলা থাকছে।

   

উচ্চ শক্তির ম্যাক্সি স্কুটার লঞ্চ করল হোন্ডা, দাম শুনলে অবাক হবেন!

ইঞ্জিন ও ফিচারে কোনও পরিবর্তন হয়নি

নতুন রঙ ছাড়া বাইকটির মেকানিক্যাল সাইডে কোনও পরিবর্তন আনা হয়নি। KTM RC 200 আগের মতোই স্টিল ট্রেলিস ফ্রেম-এর ওপর নির্মিত এবং এতে রয়েছে WP Apex সাসপেনশন। বাইকটির সামনে ৩২০ মিমি এবং পেছনে ২৩০ মিমি ডিস্ক ব্রেক, সঙ্গে ডুয়েল-চ্যানেল এবিএস থাকছে নিরাপত্তার জন্য।

এতে রয়েছে ১৯৯.৫ সিসি লিকুইড-কুল্ড, সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন, যা সর্বোচ্চ ২৪.৬ বিএইচপি শক্তি এবং ১৯.২ এনএম টর্ক উৎপন্ন করে। ইঞ্জিনের সঙ্গে রয়েছে ছয়-স্পিড গিয়ারবক্স, এবং বাইকটির কার্ব ওয়েট মাত্র ১৬০ কেজি। এটি একটি ১৩.৭ লিটার ফুয়েল ট্যাংক নিয়ে আসে, যা লং রাইডের জন্য যথেষ্ট।

Advertisements

Ola Roadster X নিয়ে বড় ঘোষণা সংস্থার, আগামীকাল এই ক্রেতাদের জন্য দারুণ চমক

দাম ও প্রতিদ্বন্দ্বী

নতুন আপডেট এবং রঙ সহ RC 200 এর দাম বর্তমানে ২.৩২ লক্ষ টাকা (এক্স-শোরুম) রাখা হয়েছে। এই সেগমেন্টে এটি মূলত Yamaha R15-এর সঙ্গে প্রতিযোগিতা করে, যার দাম শুরু হয় ১.৮৪ লক্ষ থেকে এবং যায় ২.১২ লক্ষ পর্যন্ত।

প্রসঙ্গত, নতুন মেটালিক গ্রে রঙ KTM RC 200-কে আরও আধুনিক ও আকর্ষণীয় করে তুলেছে, বিশেষত যাদের বাইকের লুকে ফ্রেশনেস ও স্পোর্টি টাচ পছন্দ। OBD-2B আপডেট এবং নতুন রঙের সংযোজন বাজারে এই বাইকের জনপ্রিয়তা আরও বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে।