KTM দিচ্ছে এই দুই বাইকে ১৩,০০০ টাকার ফ্রি টুরিং অ্যাক্সেসরিজ, দেরি করলেই হাতছাড়া

কেটিএম-এর অ্যাডভেঞ্চার মোটরসাইকেল কিনতে চলেছেন? তাহলে আপনার জন্য রয়েছে বিশেষ উপহার। সম্প্রতি সংস্থা তাদের একজোড়া বাইকে স্পেশাল অফার চালু করেছে। মডেলগুলি হচ্ছে, কেটিএম ২৫০ অ্যাডভেঞ্চার…

KTM-Adventure-Bikes

কেটিএম-এর অ্যাডভেঞ্চার মোটরসাইকেল কিনতে চলেছেন? তাহলে আপনার জন্য রয়েছে বিশেষ উপহার। সম্প্রতি সংস্থা তাদের একজোড়া বাইকে স্পেশাল অফার চালু করেছে। মডেলগুলি হচ্ছে, কেটিএম ২৫০ অ্যাডভেঞ্চার (KTM 250 Adventure) ও কেটিএম ৩৯০ অ্যাডভেঞ্চার (KTM 390 Adventure)। এই দুটির মধ্যে যে কোন একটি কিনলে ১৩,০০০ টাকা মূল্যের মাউন্টিং র‍্যাক এবং গিভি টপ বক্স ফ্রি-তে পাওয়া যাচ্ছে।

KTM এই দুই বাইকে ১৩,০০০ টাকার ফ্রি অ্যাক্সেসরিজ

   

গিভি টপ বক্সে রয়েছে একটি ৩২ লিটার স্টোরেজ ক্যাপাসিটি, যা ৫ কেজি পর্যন্ত বাড়ানো যাবে। এটি টেল র‍্যাকের সঙ্গে সংযুক্ত। জানিয়ে রাখি, এই টেল র‍্যাকও অফারের আওতাধীন। যেখান থেকে বাইকটি কেনা হবে, সেই ডিলারের পক্ষ থেকে বিনামূল্যে এগুলি ফিটিং করে দেওয়া হবে বলে জানিয়েছে কোম্পানি। তবে অফারের মেয়াদ সম্পর্কে কিছু বলেনি কেটিএম (KTM)।

উল্লেখ্য, ভারতে উপলব্ধ কেটিএম-এর প্রতিটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেলে উপরিউক্ত অফার চালু রয়েছে। সেই তালিকায় রয়েছে KTM 390 Adventure spoked wheel, KTM Adventure, KTM 390 Adventure X ও KTM 250 Adventure। এগুলির বর্তমান বাজারমূল্য যথাক্রমে ৩,৬৩,২৯৭ টাকা, ৩,৪১,০৩২ টাকা, ২,৮২,৯৫১ টাকা ও ২,৪৮,৪২৪ টাকা (এক্স-শোরুম)।

অফার নিয়ে আসা ছাড়া মোটরসাইকেলগুলির বৈশিষ্ট্যে কোনরকম পরিবর্তন ঘটানো হয়নি। কেটিএম ৩৯০ অ্যাডভেঞ্চার-এ রয়েছে একটি ৩৭৩ সিসি, লিকুইড-কুল্ড ইঞ্জিন। এতে অ্যালয় হুইল, অ্যাডজাস্টেবল সাসপেনশন, টিএফটি বা এলসিডি অফার করা হয়। আবার কেটিএম ২৫০ অ্যাডভেঞ্চার ছোটে একটি ২৪৮.৭৬ সিসি লিকুইড ইঞ্জিনে। এতে উপলব্ধ নন-অ্যাডজাস্টেবল ফ্রন্ট সাসপেনশন, স্পোক হুইল, একটি এলসিডি ড্যাশ ইত্যাদি। 

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আইভুমি দিচ্ছে ই-স্কুটারে ১০,০০০ টাকা ছাড়, অফার সীমিত সময়ের

উল্লেখ্য, কেটিএম-এর (KTM) এই অফারের সত্যতা যাচাই করিনি আমরা। তাই নিকটবর্তী শোরুম থেকে মোটরসাইকেল কেনার আগে অফারের প্রসঙ্গে নিশ্চিত হয়ে নেওয়ার পরামর্শ রইল আমাদের পক্ষ থেকে।