একসঙ্গে পাঁচটি বাইক আনছে KTM, বিস্তারিত জানলে তাজ্জব হবেন!

বিগত বেশ কয়েক বছরের নীরবতা অবশেষে ভাঙতে চলেছে কেটিএম (KTM)। ইতালির মিলনে এ বছর অনুষ্ঠিত হতে চলা EICMA আন্তর্জাতিক বাইক প্রদর্শনীতে একগুচ্ছ মডেল উপস্থাপন করতে…

KTM teases five new motorcycles

বিগত বেশ কয়েক বছরের নীরবতা অবশেষে ভাঙতে চলেছে কেটিএম (KTM)। ইতালির মিলনে এ বছর অনুষ্ঠিত হতে চলা EICMA আন্তর্জাতিক বাইক প্রদর্শনীতে একগুচ্ছ মডেল উপস্থাপন করতে চলেছে সংস্থা। সম্প্রতি সোশ্যাল মিডিয়া চ্যানেলে নিজেদের পাঁচটি নতুন মোটরসাইকেলের টিজার প্রকাশ করেছে কেটিএম। যা ক্রেতামহলে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

টিজার দেখেই বোঝা যাচ্ছে, একাধিক সেগমেন্টে নতুন বাইক উন্মোচিত করতে চলেছে কেটিএম। প্রতিটি মডেলের ডিজাইন ও আকার আকৃতি আলাদা। ছবিতে ডানদিকের তিনটি বাইক বেশ বড়সড়। এগুলি 1390 পরিবারের সদস্য বলেই মনে করা হচ্ছে। কারণ বিগত কয়েক মাসে 1390 Super Duke ও Super Adventure R-এর একাধিক মডেলের টেস্টিং চালাতে দেখা গিয়েছে। 

   

ছবিতে একটি ছোট বাইকের দেখা পাওয়া গিয়েছে। এটি আদপে একটি ডার্ট মডেল বলেই অনুমান করা হচ্ছে। অর্থাৎ কাদায় ভরা খানাখন্দে যে রেসিং হয়, তার জন্য উপযুক্ত মডেল। রাস্তায় চলার অনুমতি নেই। যাই হোক, মোটরসাইকেলটি কেমন ইঞ্জিন সহ আসবে সেই সম্পর্কে এখনো কোনো তথ্য জানা যায়নি। একদম বাঁ দিকের বাইকটি সর্বাধিক আকর্ষণীয়। কেন শুনবেন? 

অনুমান করা হচ্ছে, ছবিতে একেবারে বাঁ দিকের বাইকটি আদতে নতুন প্রজন্মের KTM 390 Adventure। তবে আপাদমস্তক আবৃত থাকার জন্য এখনই নিশ্চিতভাবে কিছু বলা মুশকিল। দেখে মনে করা হচ্ছে, এতে ২১ ইঞ্চি ফ্রন্ট হুইল ব্যবহার করা হয়েছে। আবার EICMA 2024-এ একটি 890 Adventure R-এর একটি আপডেট ভার্সন নিয়ে হাজির হতে পারে কেটিএম।

পুজোয় দূষণ ছড়াবে না, 30,000 টাকা ছাড়ে কিনুন এই জনপ্রিয় ই-স্কুটার

প্রসঙ্গত, বর্তমানে ভারতের বাজারে KTM 390 Adventure-এর নতুন ভার্সন সর্বাধিক আকাঙ্ক্ষিত একটি বাইক। দেশের রাস্তায় ইতিমধ্যেই এর একাধিক ভ্যারিয়েন্টের টেস্টিং চালাতে দেখা গিয়েছে। ২০২৫ এর প্রথম দিকেই এটি বাজারে লঞ্চ করা হতে পারে। তাই আসন্ন EICMA 2024-কে ঘিরে বাইকপ্রেমীদের উৎসাহের অন্ত নেই।