ইতালির মিলানে চলতি EICMA 2024-এর মঞ্চে সদ্য উন্মোচিত হয়েছে KTM-এর অ্যাডভেঞ্চার বাইক 390 Adventure। আপডেট হিসাবে আরও বড় ইঞ্জিন পেয়েছে। আবার ডিজাইনেও রয়েছে চমক। এগুলি ভারতের বাজারেও হাজির করা হবে। এবারে সংস্থা আরও বেশ কিছু বড় ইঞ্জিনের বাইক এদেশের বাজারে হাজির করবে। রিপোর্ট মারফত জানা গিয়েছে, সেই তালিকায় রয়েছে Duke ও Adventure রেঞ্জের একাধিক মডেল। সব ঠিকঠাক চললে আগামী ১৪ নভেম্বর ভারতের বাজারে লঞ্চ করা হবে বাইকগুলি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
বন্ধ মোটরসাইকেল রাইডিং, কার ভয়ে বাইকের থেকে বিমুখ কার্তিক?
সম্ভাব্য লঞ্চের তালিকায় দেখা মিলতে পারে KTM 890 Duke R, 890 Adventure R, 1290 Super Adventure R এবং 1390 Super Duke R বাইকগুলি। লক্ষ্য করলে দেখবেন এখানে প্রতিটি R মডেল। এ থেকে স্পষ্ট যে, কোম্পানি ভারতীয় ক্রেতাদের উক্ত মডেলের বাইকগুলির স্বাদ দিতে উৎসুক। জনিয়ে রাখি, KTM বরাবর তাদের মোটরসাইকেলের ‘R’ ভ্যারিয়েন্ট নির্মাণ করা, যা সর্বাধিক ফিচার সমৃদ্ধ মডেল। তাই কার্যক্ষমতার দিক থেকে এগুলি লাইনআপের বাকি বাইকগুলির তুলনায় আলাদা।
প্রসঙ্গত, 890 Duke R হবে দ্রুত ও শক্তিশালী একটি স্ট্রিট বাইক। আর 890 Adventure R তাদের জন্য, যারা অ্যাডভেঞ্চার মোটরসাইকেল খুঁজছেন। KTM-এর 1290 Super Adventure R বাইকটিও হবে ADV সেগমেন্টেরই। এক্ষেত্রে প্রতিযোগী হিসাবে ইতিমধ্যেই বাজারে রয়েছে BMW R 1300 GS-এর মতো মডেলগুলি। আবার, হাই-এন্ড ম্যানিক স্ট্রিটফাইটার 1390 Super Duke R-কেও লঞ্চের তালিকায় রাখা হয়েছে।
১৮ বছরের পুরনো “লাকি” গাড়ির সমাধি, গুজরাটের ঘটনায় তাজ্জব গোটা বিশ্ব
আগামী ১৪ নভেম্বর লঞ্চ ইভেন্টে KTM তাদের এই বড় বাইকগুলির বিক্রয় ও সার্ভিসের জন্য নীতি ও পরিষেবা সম্পর্কে বিস্তারিত ঘোষণা করবে। এদেশে তাদের শোরুমগুলিকে ইতিমধ্যেই বড় বাইকের বিক্রি এবং সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে এবং কর্মীদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তাঁরা এই বড় মেশিনগুলির যথাযথ পরিচর্যা করতে পারেন। এছাড়া, সেখান থেকে প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ যেমন ইঞ্জিন অয়েল, অয়েল ফিল্টার, এয়ার ফিল্টার প্রভৃতি সহজেই পাওয়া যাবে।
Hero Karizma XMR 210 নতুন আপগ্রেড সহ বাজারে আসছে, নতুনত্ব বলতে রয়েছে…
রিপোর্ট মারফত জানা গিয়েছে, দক্ষিণ ভারতে এই বাইকগুলির বুকিং শুরু হয়ে গিয়েছে। অনুমান করা হচ্ছে, এই মডেলগুলির মূল্য প্রতিযোগিতামূলক রাখতে চেষ্টা করবে কেটিএম। ভারতে KTM 790 Duke-এর বিক্রি বন্ধ হওয়ার পর অবশেষে দেশের ক্রেতাদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে বলেই মনে করা হচ্ছে।