সুপারমোটো বাইক ভালোবাসেন? কেটিএম আনছে এই সস্তার দুর্দান্ত বাইক

সুপারমোটো বাইকপ্রেমীদের জন্য সুখবর! ভারতে আসতে চলেছে KTM 390 SMC R। দেসের রাস্তায় সম্প্রতি বাইকটির টেস্টিং চালাতে দেখা গিয়েছে। নভেম্বরে EICMA 2024-এর মঞ্চে উন্মোচিত হয়েছে…

KTM 390 SMC R spied testing in India

সুপারমোটো বাইকপ্রেমীদের জন্য সুখবর! ভারতে আসতে চলেছে KTM 390 SMC R। দেসের রাস্তায় সম্প্রতি বাইকটির টেস্টিং চালাতে দেখা গিয়েছে। নভেম্বরে EICMA 2024-এর মঞ্চে উন্মোচিত হয়েছে বাইকটি। বিশ্ববাজারে আত্মপ্রকাশের পর এবার এদেশেও হাজির হতে পারে এটি। রিপোর্টে দাবি করা হয়েছে, তার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে কেটিএম।

KTM 390 SMC R আসছে

EICMA 2024-এর মঞ্চে উন্মোচিত মডেলের মতোই এদেশের বাইকটি ১৭ ইঞ্চি ওয়্যার-স্পোক হুইলে ধরা দিয়েছে। Adventure S এবং Enduro R-এর মতো এই সুপারমোটো মডেলটিও টিউবলেস টায়ার যুক্ত স্পোক হুইলে আসবে বলে মনে করা হচ্ছে।

   

ইয়ামাহার নতুন রেট্রো বাইক আসছে, মোবিলিটি এক্সপো ২০২৫-এ আত্মপ্রকাশ

জানিয়ে রাখি, KTM 390 Adventure S এবং 390 Enduro R ২০২৫-এর জানুয়ারিতে বাজারে আসবে। অনুমান করা হচ্ছে, কেটিএম তাদের 390 SMC R বছরের প্রথমার্ধে লঞ্চ হবে। তবে বাইকটি লঞ্চের আগে বাজারে এর চাহিদে কেমন হতে পারে, তা যাচাই করে নেবে সংস্থা।

KTM 390 SMC R লঞ্চের পর এটিই হবে দেশের সবচেয়ে সস্তার এবং ৫০০ সিসি সেগমেন্টের কমে প্রথম সুপারমোটো মোটরসাইকেল। এই বাইকে থাকছে লম্বা ট্রাভেল সাসপেনশন যুক্ত ১৭ ইঞ্চি হুইল। শক্তির উৎস হিসাবে দেওয়া হবে একটি ৩৯৯ সিসি, লিকুইড কুল্ড মোটর। ৬-স্পিড গিয়ারযুক্ত ইঞ্জিন থেকে সর্বোচ্চ ৪৫.৩ বিএইচপি শক্তি এবং ৩৯ এনএম টর্ক উৎপন্ন হবে।

Hero Xpulse 200 4V প্রো ডাকার এডিশন লঞ্চ হল, দাম ১.৬৭ লাখ টাকা!

KTM 390 SMC R-এর প্রযুক্তিগত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। অনুমান করা হচ্ছে, লঞ্চের পর বাইকটি সংস্থার পোর্টফোলিওতে 390 Duke এবং 390 Adventure S-এর মধ্যবর্তীতে স্থান পাবে। এর দাম ৩.৩০ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হতে পারে।