বছরের শেষ সুযোগ! KTM 250 Duke ২০,০০০ টাকা ডিসকাউন্টে বাড়ি আনুন

প্রায় প্রতি মাসেই কোন না কোন মোটরসাইকেলে ডিসকাউন্ট দিয়ে থাকে কেটিএম (KTM)। এবারে সম্প্রতি নতুন সংস্করণে লঞ্চ হওয়া KTM 250 Duke-এ ছাড়ের ঘোষণা করল অস্ট্রিয়ার…

KTM 250 Duke discount

প্রায় প্রতি মাসেই কোন না কোন মোটরসাইকেলে ডিসকাউন্ট দিয়ে থাকে কেটিএম (KTM)। এবারে সম্প্রতি নতুন সংস্করণে লঞ্চ হওয়া KTM 250 Duke-এ ছাড়ের ঘোষণা করল অস্ট্রিয়ার সংস্থা। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, এখন এই বাইকটি কিনলে ২০,০০০ টাকা সাশ্রয় করা যাবে। ফলে এর দাম ২.৪৫ লাখ থেকে কমে ২.২৫ লাখ টাকা (এক্স-শোরুম) হয়েছে।

2025 Bharat Mobility Expo-তে কোন বাইক ও স্কুটার আসবে প্রকাশ হল তালিকা, দেখে নিন

   

KTM 250 Duke-এ ডিসকাউন্ট

সীমিত সময়ের জন্য এই অফার বৈধ থাকবে বলে জানিয়ে কেটিএম। এর মেয়াদ ডিসেম্বর তথা চলতি বছরের শেষ। এই ডিসকাউন্টের ফলে আরও বেশি সংখ্য়ক ক্রেতা বাইকটির প্রতি আকৃষ্ট হবে বলেই আশাবাদী সংস্থা। ২৫০ সিসি সেগমেন্টে এই বাইকের জনপ্রিয়তা নেহাত কম নয়। ফাটাফাটি পারফরম্যান্স যুক্ত এই বাইকের হ্যান্ডলিং-ও অতি সহজ। আবার দর্শনের দিক থেকেও এটি সকলের নজর কাড়তে বাধ্য। ডিজাইনের দিক থেকে KTM 250 Duke অনেকটাই এর বড় ভাই KTM 390 Duke-এর ন্যায় দেখতে।

উল্লেখযোগ্য ফিচারের মধ্যে 250 Duke-এ দেওয়া হয়েছে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের জন্য একটি নতুন ৫ ইঞ্চি ফুল-কালার টিএফটি ডিসপ্লে, যা কেটিএম 390 Duke-এও বর্তমান। ইন্সট্রুমেন্ট ক্লাস্টারটি নতুন গ্রাফিক্সের সঙ্গে এসেছে। এতে স্মার্টফোন কানেক্টিভিটি, টার্ন-বাই-টার্ন নেভিগেশন, হেডসেট সংযোগ এবং আরও অনেক কিছু বৈশিষ্ট্য উপস্থিত।

Hero MotoCorp আনছে পারফরম্যান্স ইলেকট্রিক বাইক, এ বছরই বাজারে আসবে

হার্ডওয়্যারের প্রসঙ্গে বললে, KTM 250 Duke একটি স্টিলের ট্রেলিস ফ্রেমের ওপর ভিত্তি করে এসেছে। আপ সাইড ডাউন ফ্রন্ট ফর্ক এবং মোনোশক রিয়ার সাসপেনশনে ছোটে বাইকটি। ব্রেকিংয়ের জন্য রয়েছে ৩২০ মিমি ফ্রন্ট এবং ২৪০ মিমি রিয়ার ডিস্ক ব্রেক ও ফ্লোটিং ক্যালিপার। ডুয়েল চ্যানেল এবিএস সহ ১৭ ইঞ্চি অ্যালয় হুইল রয়েছে।

অ্যাক্টিভা ইলেকট্রিক নিয়ে বড় পরিকল্পনা হোন্ডা’র, ডেলিভারি কবে দেখুন

250 Duke-এ রয়েছে একটি ২৪৮ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন। এটি থেকে ৯,২৫০ আরপিএম গতিতে ৩০ বিএইচপি শক্তি এবং ৭,২৫০ আরপিএম গতিতে ২৫ এনএম টর্ক পাওয়া যাবে। ইঞ্জিনের সংযুক্ত রয়েছে ৬-গতির গিয়ারবক্স, বাই-ডিরেকশনাল কুইক শিফ্টার এবং অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ।