HomeBusinessAutomobile NewsKTM 250 Duke-এর বাজার তুঙ্গে! এবারে পেল চোখ ধাঁধানো কালার অপশন

KTM 250 Duke-এর বাজার তুঙ্গে! এবারে পেল চোখ ধাঁধানো কালার অপশন

- Advertisement -

সম্প্রতি ভারতের বাজারে নয়া ভার্সনে লঞ্চ হয়েছে KTM 250 Duke। এবারে বাইকটির নাম ফের সংবাদ শিরোনামে উঠে এল। কেন শুনবেন? কারণ এর নয়া কালার অপশন নিয়া হাজির হল কেটিএম (KTM)। এখন নিকশ কালো রঙেও বেছে নেওয়া যাবে KTM 250 Duke। কালার আপশনটির নাম ‘ইবনি ব্ল্যাক’। জানিয়ে রাখি, সেরামিক হোয়াইট, ইলেকট্রিক অরেঞ্জ এবং অ্যাটলান্টিক ব্লুয়ের সঙ্গে এবারে এই নয়া কালার অপশনও বিক্রি করা হবে। মডেলটির দাম রাখা হয়েছে ২,৪৫,১১৫ টাকা (এক্স-শোরুম)। বাজারে এর প্রতিপক্ষ হিসাবে রয়েছে Triumph Speed 400, Royal Enfield Guerrilla 450, Yezdi Scrambler এবং Honda CB300R।

ইবনি ব্ল্যাক কালার স্কিমের মডেলে হাইলাইট হিসাবে দেওয়া হয়েছে অরেঞ্জ স্ক্রিপ্ট। এর ফ্রেম, অ্যালয় হুইল, বডি প্যানেল এবং ফুয়েল ট্যাঙ্কেও ব্ল্যাক কালার করা হয়েছে। 

   

250 Duke-এর ২০২৪ মডেলের কারিগরি ক্ষেত্রে কোন পরিবর্তন ঘটানো হয়নি। অন্যান্য মডেলের ন্যায় এতেও রয়েছে একটি ২৪৮ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন। এটি থেকে ৯,২৫০ আরপিএম গতিতে ৩০ বিএইচপি শক্তি এবং ৭,২৫০ আরপিএম গতিতে ২৫ এনএম টর্ক পাওয়া যাবে। ইঞ্জিনের সংযুক্ত রয়েছে ৬-গতির গিয়ারবক্স, বাই-ডিরেকশনাল কুইক শিফ্টার এবং অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ।

উল্লেখযোগ্য ফিচারের মধ্যে 250 Duke-এ দেওয়া হয়েছে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের জন্য একটি নতুন ৫ ইঞ্চি ফুল-কালার টিএফটি ডিসপ্লে, যা কেটিএম 390 Duke-এও বর্তমান। ইন্সট্রুমেন্ট ক্লাস্টারটি নতুন গ্রাফিক্সের সঙ্গে এসেছে। এতে স্মার্টফোন কানেক্টিভিটি, টার্ন-বাই-টার্ন নেভিগেশন, হেডসেট সংযোগ এবং আরও অনেক কিছু বৈশিষ্ট্য উপস্থিত।

Bajaj Pulsar N125-এর লঞ্চ আর ক’দিনের অপেক্ষা, তার আগে এ কী কাণ্ড!

হার্ডওয়্যারের প্রসঙ্গে বললে, KTM 250 Duke একটি স্টিলের ট্রেলিস ফ্রেমের ওপর ভিত্তি করে এসেছে। আপ সাইড ডাউন ফ্রন্ট ফর্ক এবং মোনোশক রিয়ার সাসপেনশনে ছোটে বাইকটি। ব্রেকিংয়ের জন্য রয়েছে ৩২০ মিমি ফ্রন্ট এবং ২৪০ মিমি রিয়ার ডিস্ক ব্রেক ও ফ্লোটিং ক্যালিপার। ডুয়েল চ্যানেল এবিএস সহ ১৭ ইঞ্চি অ্যালয় হুইল রয়েছে।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular