
KTM ভারতে 160 Duke রেঞ্জে নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ করল। মডেলটির নাম – KTM 160 Duke। এই ভ্যারিয়েন্টে যোগ হল ৫ ইঞ্চি কালার TFT ডিসপ্লে। দাম রাখা হয়েছে ১.৭৯ লক্ষ টাকা (এক্স-শোরুম, দিল্লি)। স্ট্যান্ডার্ড ১৬০ ডিউক (যাতে LCD ডিসপ্লে আছে) থেকে এটি প্রায় ৯,০০০ টাকা দামি।
TFT কনসোল Gen-3 390 Duke থেকে নেওয়া
নতুন TFT ইন্সট্রুমেন্ট কনসোল Gen-3 KTM 390 Duke থেকে নেওয়া। বন্ডেড গ্লাস ডিসপ্লে সহ রিভাইজড সুইচগিয়ারে ৪-ওয়ে মেনু সিলেক্টর যুক্ত, যাতে রাইডার সহজেই বিভিন্ন ফাংশন অ্যাক্সেস করতে পারেন। KTM My Ride অ্যাপের সঙ্গে পেয়ার করলে Bluetooth কানেক্টিভিটি ও নেভিগেশন পাওয়া যাবে।
ইনকামিং কল অ্যালার্ট দেখাবে এবং হ্যান্ডেলবার সুইচ দিয়ে কল অ্যাক্সেপ্ট বা রিজেক্ট করা যাবে। ব্লুটুথ হেলমেট হেডসেট ব্যবহার করলে মিউজিক প্লেব্যাক কন্ট্রোল করা যাবে এবং ট্র্যাক ইনফরমেশন স্ক্রিনে দেখাবে।
TFT ডিসপ্লে Supermoto ABS মোড অ্যাক্সেস করতে দেয়, যাতে নির্দিষ্ট পরিস্থিতিতে রিয়ার ABS ডিসএঙ্গেজ করা যায়। রাইডার শিফট আরপিএম ও লিমিট আরপিএম সেট করতে পারবেন, যার পর স্ক্রিন ডার্ক ও অরেঞ্জ থিমের মধ্যে সুইচ করবে। ডিসপ্লের লেআউট ও শর্টকাটও পার্সোনালাইজ করা যাবে।
কারিগরিতে কোনো বদল নেই
কেটিএম ১৬০ ডিউক মেকানিক্যালি অপরিবর্তিত। ইঞ্জিন একই ১৬৪সিসি লিকুইড-কুলড সিঙ্গল-সিলিন্ডার, যা ১৮.৭৩ বিএইচপি পাওয়ার ও ১৫.৫ এনএম টর্ক উৎপন্ন করে। গিয়ারবক্স ৬-স্পিড।
নতুন TFT ডিসপ্লে যুক্ত ভ্যারিয়েন্ট KTM 160 Duke-কে আরও প্রিমিয়াম ও ফিচার-রিচ করে তুলেছে। মাত্র ৯,০০০ টাকা অতিরিক্ত দামে এই আপগ্রেড পাওয়া সত্যিই আকর্ষণীয়। যারা এন্ট্রি-লেভেল স্ট্রিট নেকেড বাইকে প্রিমিয়াম কনসোল ও কানেক্টিভিটি চান, তাদের জন্য এটি এখন সেরা অপশন। শোরুমে গিয়ে চেক করে দেখুন!










