HomeBusinessAutomobile Newsভারতের ইলেকট্রিক স্কুটারের বাজারে নতুন সংযোজন, লঞ্চ হল উচ্চগতির মডেল

ভারতের ইলেকট্রিক স্কুটারের বাজারে নতুন সংযোজন, লঞ্চ হল উচ্চগতির মডেল

- Advertisement -

কোমাকি ইলেকট্রিক ভেহিকেল নতুন X3 ইলেকট্রিক স্কুটার লঞ্চের ঘোষণা করেছে। এই উচ্চ-গতির ইলেকট্রিক স্কুটারটির (Komaki X3) প্রারম্ভিক মূল্য রাখা হয়েছে ৫২,৯৯৯ (এক্স-শোরুম)। কমাকি ইতিমধ্যেই SE, X-One এবং MG সিরিজের ইলেকট্রিক স্কুটার বাজারে এনেছে এবং নতুন X3 মডেলটি তাদের পোর্টফোলিওতে যুক্ত হয়েছে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বিশেষ অফার

নতুন স্কুটারের সঙ্গে সংস্থা ‘২টি কিনলে ₹৯৯,৯৯৯’-এর বিশেষ অফার ঘোষণা করেছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আনা এই অফারে ক্রেতারা দুটি X3 ইলেকট্রিক স্কুটার কিনতে পারবেন মাত্র ₹৯৯,৯৯৯ মূল্যে। কোমাকি জানিয়েছে যে এই ইলেকট্রিক স্কুটারটি ভারতের বিভিন্ন অনুমোদিত ডিলারশিপ এবং ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে কেনা যাবে।

   

Komaki X3 ডিজাইন ও ফিচার

কোমাকি X3 একটি ব্যবহারিক ডিজাইন নিয়ে এসেছে, তবে এতে খুব বেশি আকর্ষণীয় ভিজ্যুয়াল নেই। এতে সম্পূর্ণ LED লাইটিং সেটআপ রয়েছে, যার মধ্যে ডুয়াল LED হেডল্যাম্প ও LED টার্ন ইন্ডিকেটর অন্তর্ভুক্ত। স্কুটারটিতে একটি ডিজিটাল ড্যাশবোর্ড, মাল্টিপল রাইডিং মোড, পার্কিং রিপেয়ার অ্যাসিস্ট, রিভার্স অ্যাসিস্ট ইত্যাদি আধুনিক ফিচারও দেওয়া হয়েছে। নতুন কোমাকি X3 তিনটি আকর্ষণীয় রঙে উপলব্ধ, যথা – গার্নেট রেড, সিলভার গ্রে ও জেট ব্ল্যাক।

ব্যাটারি, রেঞ্জ ও গতি

Komaki X3 একটি লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাকের সাথে ৩ কিলোওয়াট ইলেকট্রিক মোটরে চালিত। কোম্পানির দাবি অনুযায়ী, একবার সম্পূর্ণ চার্জে এটি ১০০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। এছাড়াও, এর সর্বোচ্চ গতি ৫৫ কিমি প্রতি ঘণ্টা।

প্রসঙ্গত, কোমাকি X3 কম দামে কার্যকরী পারফরম্যান্স দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে এসেছে। ১০০ কিমি রেঞ্জ ও আধুনিক ফিচারের পাশাপাশি নারী দিবস উপলক্ষ্যে বিশেষ অফার এটিকে ক্রেতাদের কাছে আরও আকর্ষণীয় করে তুলবে। ভারতের ক্রমবর্ধমান ইলেকট্রিক স্কুটার বাজারে X3 কতটা জনপ্রিয়তা পায়, তা দেখার বিষয়।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular