Komaki SE ইলেকট্রিক স্কুটার ভারতের বাজারে লঞ্চ হল। দেশের মধ্যে বৈদ্যুতিক টু হুইলারের জনপ্রিয় স্টার্টআপ কোমাকি ইলেকট্রিক ভেহিকেল (Komaki Electric Vehicle) এই মডেলগুলি বাজারে হাজির করেছে। এই নতুন সিরিজের অধীনে SE Pro, SE Ultra, এবং SE Max নামে তিনটি মডেল লঞ্চ করা হয়েছে। দাম যথাক্রমে ৬৭,৯৯৯ টাকা, ৭৬,৯৯৯ টাকা এবং ১,১০,০০০ টাকা (এক্স-শোরুম) রাখা হয়েছে। এই তিনটি মডেলই Komaki MG Pro ইলেকট্রিক স্কুটারের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা এই সিরিজের পারফরম্যান্স এবং টেকনোলজিকে আরও উন্নত করেছে।
Komaki SE সিরিজের তিনটি নতুন মডেল লঞ্চ
SE Ultra ও SE Max-এর ব্যাটারি প্রযুক্তি ও রেঞ্জ
Komaki SE-র Ultra এবং SE Max স্কুটার দুটি নতুন LiPo4 ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করে এসেছে, যা উন্নত লিথিয়াম-আয়ন ব্যাটারি হিসেবে পরিচিত। এই প্রযুক্তি ই-স্কুটারগুলির ব্যাটারির আয়ুষ্কাল এবং রেঞ্জ আরও বৃদ্ধি করবে বলে দাবি করা হয়েছে।
SE Ultra মডেলে 2.7 kW LiPo4 ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ১৩০-১৪০ কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম। অন্যদিকে, Max-এ ৪.২ কিলোওয়াট আওয়ার LiPo4 ব্যাটারি রয়েছে, যা ২০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে বলে সংস্থার দাবি। এটি ইন্ডাস্ট্রির অন্যতম সেরা রেঞ্জের একটি বৈদ্যুতিক স্কুটার হতে চলেছে।
স্পিড ও ফিচার্স
SE Max মডেলের সর্বোচ্চ গতি ৮০ কিমি প্রতি ঘণ্টা বলে জানানো হয়েছে। এই স্কুটারে ডুয়েল চার্জার, টিএফটি স্ক্রিন এবং ডুয়েল ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে, যা এটিকে একটি অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার করে তুলেছে। অন্যদিকে, SE Pro এবং SE Ultra মডেলগুলির সর্বোচ্চ গতি ৭০ কিমি প্রতি ঘণ্টা, যেখানে সিঙ্গেল ডিস্ক ব্রেক, এলইডি ডিজিটাল স্পিডোমিটার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে।
Komaki MG Pro স্কুটারটি 2024 সালে বাজারে লঞ্চ করা হয়েছিল এবং এটি এখনও বেশ জনপ্রিয়। MG Pro সিরিজে তিনটি ভ্যারিয়েন্ট রয়েছে – MG PRO Li, MG PRO V, এবং MG PRO+। MG PRO Li-তে ১.৭৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি রয়েছে, যা 75 কিলোমিটার রেঞ্জ দিতে পারে। আবার MG PRO V-তে ২.২ কিলোওয়াট আওয়ার ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০০ কিলোমিটার রেঞ্জ অফার করে। এছাড়া MG PRO+ মডেলে ২.৭ কিলোওয়াট আওয়ার ব্যাটারি রয়েছে, যা ১৫০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম।
MG Pro-এর বিশেষ ফিচার্স
এই ই-স্কুটারে অত্যাধুনিক প্রযুক্তির অনেক ফিচার দেওয়া হয়েছে, যেমন ওয়্যারলেস কন্ট্রোলার, রিজেনারেটিভ ব্রেকিং, পার্কিং অ্যাসিস্ট, ক্রুজ কন্ট্রোল এবং রিভার্স অ্যাসিস্ট। স্কুটারটি ডিজিটাল ম্যাট্রিক্স ইন্সট্রুমেন্ট ক্লাস্টার সহ আসে এবং ওয়্যারলেস আপডেট নেওয়ার ক্ষমতা রয়েছে। এছাড়াও এতে রিমোট লকিং, ফ্রন্ট ডিস্ক ব্রেক, সেল্ফ-ডায়াগনোসিস, অ্যান্টি-থেফট লক এবং মোবাইল চার্জিং পোর্ট যুক্ত করা হয়েছে, যা গ্রাহকদের জন্য আরও সুবিধাজনক।
প্রসঙ্গত, নতুন কোমাকি এসই সিরিজের ই-স্কুটারগুলি উন্নত ব্যাটারি প্রযুক্তি, দীর্ঘ রেঞ্জ এবং আধুনিক ফিচারসের কারণে ভারতের ইলেকট্রিক টু-হুইলার মার্কেটে বড় পরিবর্তন আনতে পারে। বিশেষ করে SE Max-এর ২০০ কিমি রেঞ্জ এবং SE Ultra-র ১৪০ কিমি রেঞ্জ এটিকে বাজারের অন্যান্য প্রতিদ্বন্দ্বী স্কুটারগুলির চেয়ে অনেক এগিয়ে রাখবে। কম দামে বেশি রেঞ্জ এবং অত্যাধুনিক ফিচারের জন্য Komaki SE সিরিজ গ্রাহকদের মধ্যে বেশ জনপ্রিয় হতে পারে।