পরিবেশের খেয়াল রেখে পথ চলবে, এল নতুন ইলেকট্রিক লুনা

ভারতের ইলেকট্রিক টু-হুইলার বাজারে আবারও নস্টালজিয়ার ছোঁয়া ফিরিয়ে আনল কাইনেটিক গ্রিন এনার্জি অ্যান্ড পাওয়ার সলিউশানস (Kinetic Green Energy and Power Solutions)। সংস্থা সম্প্রতি লঞ্চ করেছে…

Kinetic Green E Luna Prime Launched

ভারতের ইলেকট্রিক টু-হুইলার বাজারে আবারও নস্টালজিয়ার ছোঁয়া ফিরিয়ে আনল কাইনেটিক গ্রিন এনার্জি অ্যান্ড পাওয়ার সলিউশানস (Kinetic Green Energy and Power Solutions)। সংস্থা সম্প্রতি লঞ্চ করেছে নতুন Kinetic Green E Luna Prime, যার এক্স-শোরুম দাম শুরু হয়েছে মাত্র ৮২,৪৯০ টাকা থেকে। দৈনন্দিন যাতায়াতের জন্য বিশেষভাবে তৈরি এই মডেলটি সরাসরি টার্গেট করছে দেশের জনপ্রিয় ১০০ সিসি ও ১১০ সিসি পেট্রোল মোটরসাইকেলগুলিকে। ফলে এটি শহর ও গ্রামীণ, উভয় বাজারেই সমানভাবে আকর্ষণীয় হতে চলেছে।

Kinetic Green E Luna Prime: দুটি রেঞ্জ অপশন

E Luna Prime দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে — একটিতে ১১০ কিমি রেঞ্জ এবং অন্যটিতে ১৪০ কিমি রেঞ্জ। একবার ফুল চার্জে এই রেঞ্জ পাওয়া যাবে বলে দাবি করেছে সংস্থা। যেহেতু ভারতের অধিকাংশ গ্রাহক প্রতিদিন সীমিত দূরত্ব অতিক্রম করেন, তাই এই ই-স্কুটারটি সহজেই তাদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে পারবে।

   

ডিজাইন ও ফিচার

ডিজাইনের দিক থেকে নতুন ই-লুনা প্রাইম একদিকে যেমন আধুনিক, তেমনই অন্যদিকে ব্যবহারিক। এতে থাকছে ১৬ ইঞ্চি অ্যালয় হুইলস, উজ্জ্বল এলইডি হেডল্যাম্প, ডিজিটাল কালার ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং একটি স্পোর্টি সিঙ্গেল সিট। সামনে রয়েছে প্রশস্ত লোডিং স্পেস, যেখানে সহজেই পণ্য বা ছোটখাটো মাল বহন করা যাবে। ফলে এই স্কুটার শুধুমাত্র ব্যক্তিগত কমিউটিং নয়, ছোট ব্যবসা ও কার্গো পরিবহনের জন্যও একেবারে উপযুক্ত।

এছাড়াও গ্রাহকদের আকর্ষণের জন্য স্কুটারটি বাজারে আনা হয়েছে ৬টি ভিন্ন রঙের অপশন-এ, যা তরুণ প্রজন্ম থেকে শুরু করে ব্যবসায়ী সকলকেই আকৃষ্ট করবে।

কাইনেটিক গ্রিনের দাবি, ই-লুনা প্রাইম কেবলমাত্র শহরের রাস্তাতেই নয়, বরং অমসৃণ বা গ্রামীণ পথেও সমান টেকসই পারফরম্যান্স দিতে সক্ষম। এর সাসপেনশন ও মজবুত চেসিসের কারণে দীর্ঘ পথযাত্রায় আরামদায়ক অভিজ্ঞতা পাওয়া যাবে।

Advertisements

বর্তমানে কাইনেটিক গ্রিনের রয়েছে সারা দেশে ৩০০-রও বেশি ডিলারশিপ, যার ফলে গ্রাহকদের কাছে সহজেই পৌঁছে যাবে এই নতুন ই-স্কুটার। সংস্থার দাবি অনুযায়ী, এর মালিকানার খরচ মাসে মাত্র ২,৫০০ টাকা পর্যন্ত হতে পারে। ফলে ব্যক্তিগত ব্যবহারকারীর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও ডেলিভারি সার্ভিস প্রদানকারীদের জন্য এটি এক অত্যন্ত লাভজনক বিকল্প হয়ে উঠতে পারে।

ভারতের ক্রমবর্ধমান ইলেকট্রিক টু-হুইলার বাজারে এই নতুন E Luna Prime সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে কমিউটার সেগমেন্টের ইলেকট্রিক বাইক ও স্কুটারগুলির সঙ্গে। এর কম দাম, ব্যবহারিক ডিজাইন ও দীর্ঘ রেঞ্জ একে প্রতিযোগিতায় শক্তিশালী অবস্থান এনে দেবে বলেই মনে করা হচ্ছে।

সব মিলিয়ে, Kinetic Green E Luna Prime শুধুমাত্র একটি ইলেকট্রিক স্কুটার নয়, বরং একটি সাশ্রয়ী ও টেকসই যাতায়াতের সমাধান। ৮২,৪৯০ টাকা দামের মধ্যে এর দেওয়া ফিচার, দীর্ঘ রেঞ্জ ও মাল্টি-ইউটিলিটি ডিজাইন নিঃসন্দেহে গ্রাহকদের আকর্ষণ করবে। শহরের চাকরিজীবি মানুষ থেকে শুরু করে ছোট ব্যবসায়ী, সবার কাছেই এটি হয়ে উঠতে পারে ভরসার পথসঙ্গী।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News