ভারতীয় রাস্তায় দর্শন দিল কানেটিকের নতুন ই-স্কুটার (Kinetic Electric Scooter)। লঞ্চের আগে চলছে চূড়ান্ত পরীক্ষা। ভারতীয় দু’চাকার গাড়ির ইতিহাসে এক বিশেষ জায়গা দখল করে আছে Kinetic Honda DX। আর এবার সেই স্মৃতি ফিরিয়ে আনতে প্রস্তুত Kinetic Green। সংস্থার আসন্ন ইলেকট্রিক স্কুটার সম্প্রতি ভারতে পরীক্ষামূলকভাবে চলতে দেখা গিয়েছে। যা মডেলটির শিগগির লঞ্চের ইঙ্গিত দিচ্ছে। Kinetic Green ইতিমধ্যেই এই নতুন স্কুটারটির ডিজাইন পেটেন্ট করিয়েছে।
Kinetic Electric Scooter-এর ডিজাইন কেমন হবে?
এই নতুন ই-স্কুটারের ডিজাইন স্পষ্টভাবে অনুপ্রাণিত Kinetic Honda DX থেকে। সামনের অ্যাপ্রন, ফেন্ডার, বড় সিট ও রিয়ার সেকশন – সবকিছুতেই দেখা মিলেছে DX-এর ছোঁয়া। লাল রঙের বডি প্যানেল ও লাল স্টিচিং যুক্ত সিট পুরো গাড়িকে রেট্রো অথচ আধুনিক ফিনিশ দিয়েছে। এছাড়াও, ছোট আকৃতির এক কম্প্যাক্ট ভিজার রাখা হয়েছে, যা DX-এর ক্লাসিক লুককে সম্মান জানায়।
চুপিসারে লঞ্চ হল 2025 Bajaj Pulsar NS400Z UG, এখন আরও বেশি শক্তিশলী ও ফিচারে ঠাসা
ফিচার ও প্রযুক্তিগত দিক
স্কুটারটির (Kinetic Electric Scooter) অন্যতম আকর্ষণ LED DRL যা Kinetic লোগোর মতো ডিজাইন করা হয়েছে এবং এর পাশে রয়েছে ইউনিক হেডলাইট ইউনিট। চলার জন্য ব্যবহার করা হয়েছে হাব-মাউন্টেড মোটর, যা সরাসরি পিছনের চাকায় যুক্ত। সামনের দিকে রয়েছে টেলিস্কোপিক ফর্ক ও পিছনে টুইন শক অ্যাবজর্ভার, যা রাইডিং স্ট্যাবিলিটি উন্নত করবে বলে আশা করা যায়। স্কুটারটি ১২ ইঞ্চির চাকার ওপর চলে বলে অনুমান করা হচ্ছে।
যেহেতু দেখা যাচ্ছে স্কুটারটি প্রায় প্রোডাকশন-রেডি অবস্থায় রয়েছে, এবং এর পরীক্ষামূলক মডেল রাস্তায় চলছে, তাই খুব শীঘ্রই লঞ্চ হওয়ার সম্ভাবনা প্রবল। অনুমান করা হচ্ছে, ২০২৫-এর উৎসবের মরসুমেই এটি বাজারে আত্মপ্রকাশ করবে। Kinetic Green এই মডেলটির মাধ্যমে নস্টালজিয়া ও আধুনিক প্রযুক্তিকে একত্র করে এক নতুন বাজার ধরতে চাইছে।
প্রসঙ্গত, রেট্রো স্টাইলিং, উন্নত প্রযুক্তি ও Kinetic-এর ব্র্যান্ড হেরিটেজ – সব মিলিয়ে এই আসন্ন ইলেকট্রিক স্কুটারটি (Kinetic Electric Scooter) ভারতীয় বাজারে যথেষ্ট আলোড়ন তুলতে পারে। যারা DX-এর স্মৃতি ফিরিয়ে আনতে চান, তাদের জন্য এটি হতে চলেছে এক চমৎকার সুযোগ।