Kinetic E Luna ফের সংবাদ শিরোনামে। সম্প্রতি, কোম্পানি তাদের নতুন E Luna (ইলেকট্রিক) মডেলের ডিজাইন পেটেন্ট করিয়েছে। যা ইঙ্গিত দেয় যে, শিগগিরই এই ইলেকট্রিক মোপেড ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে। এখনও পর্যন্ত এই ইলেকট্রিক লুনা সম্পর্কে কী জানা গিয়েছে চলুন দেখে নেওয়া যাক।
Kinetic E Luna-তে অতিরিক্ত ব্যাটারি যুক্ত হতে পারে
ফাঁস হওয়া পেটেন্ট ইমেজ অনুযায়ী, নতুন E Luna দেখতে বর্তমানে বাজারে থাকা মডেলের মতোই হবে। তবে, নতুন ভ্যারিয়েন্টে একটি অতিরিক্ত ব্যাটারি প্যাক যোগ করা হতে পারে। মডেলটিতে রাইডারের সিট ও হ্যান্ডেলবারের মাঝখানে একটি বড় আকারের বাক্স দেখা যাচ্ছে। অনুমান করা হচ্ছে, এই বাক্সের ভেতরে অতিরিক্ত ব্যাটারি রাখা হবে, যা সার্বিক রাইডিং রেঞ্জ আরও বেশি বাড়িয়ে দেবে। এমনটা হলে ক্রেতাদের কাছে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠবে মডেলটি।
অফুরান শক্তিতে ভরপুর! ভারতীয় সেনাবাহিনীর জন্য 2,978টি মডেল বরাত পেল এই গাড়ি
একবার চার্জে ২০০ কিলোমিটার রেঞ্জের সম্ভাবনা
বর্তমানে, Kinetic E Luna ২ কিলোওয়াট আওয়ার ব্যাটারি ব্যবহার করে, যা ১১০ কিলোমিটার রাইডিং রেঞ্জ প্রদান করে। তবে, নতুন ব্যাটারি যুক্ত হলে, এটি একবার চার্জে ২০০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে। যদি এই অতিরিক্ত ব্যাটারিটি রিমুভেবল হয়, তাহলে চার্জিং টাইম মাত্র ৪ ঘণ্টায় সীমাবদ্ধ করা সম্ভব হবে, যা গ্রাহকদের জন্য বেশ সুবিধাজনক হবে।
প্রসঙ্গত, কোম্পানি এখনও সুনির্দিষ্ট লঞ্চ পরিকল্পনা প্রকাশ করেনি। তবে ধারণা করা হচ্ছে, ভারতের উৎসবের মরসুমেই নতুন Kinetic E Luna লঞ্চ হতে পারে। এটি লঞ্চ হলে, ইলেকট্রিক টু-হুইলার সেগমেন্টে বড়সড় প্রতিযোগিতা তৈরি করবে বলেই মত বিশেষজ্ঞদের।