SUV গাড়ির বাজারে শোরগোল ফেলে Kia Syros লঞ্চ হল, দাম নাগালের মধ্যেই

Kia Syros লঞ্চ করল ভারতে। কিয়া-র (Kia) এই সম্পূর্ণ নতুন এসইউভি (SUV) মডেলটির দাম 8.99 লাখ (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে। তবে এটি গাড়িটির ইন্ট্রোডাক্টরি প্রাইস।…

Kia Syros launched in India

Kia Syros লঞ্চ করল ভারতে। কিয়া-র (Kia) এই সম্পূর্ণ নতুন এসইউভি (SUV) মডেলটির দাম 8.99 লাখ (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে। তবে এটি গাড়িটির ইন্ট্রোডাক্টরি প্রাইস। তাই ভবিষ্যতে এর মূল্য বাড়বে, তা একপ্রকার নিশ্চিতভাবেই বলা যায়। এই এসইউভি মডেলটি সংস্থার অথোরাইজ ডিলারশিপ থেকে কিনতে পারবেন ক্রেতারা। আবার টেস্ট ড্রাইভও নিতে পারবেন। শীঘ্রই গাড়িটির ডেলিভারির চালু করবে বলে জানিয়েছে কিয়া।

2025 Harley-Davidson Sportster S আত্মপ্রকাশ করল, সাসপেনশনে আমূল পরিবর্তন

   

Kia Syros একাধিক ভ্যারিয়েন্টে এসেছে

Kia Syros চারটি ভ্যারিয়েন্টে কেনা যাবে। যথা – HTK, HTK+, HTX ও HTX+। প্রতিটি ভ্যারিয়েন্টে বিভিন্ন ফিচার এবং সজ্জা রয়েছে, যা গ্রাহকদের বিভিন্ন প্রয়োজন ও বাজেট অনুযায়ী নির্বাচন করার সুযোগ করে দেবে। আকর্ষণীয় রঙের তালিকায় রয়েছে আটটি অপশন। এগুলি হল গ্ল্যাসিয়ার হোয়াইট পার্ল, স্পার্কলিং সিলভার, পিউটার অলিভ, ইনটেন্স রেড, ফ্রস্ট ব্লু, অরোরা ব্ল্যাক পার্ল, ইমপেরিয়াল ব্লু এবং গ্র্যাভিটি গ্রে। এই বহুমাত্রিক রঙের বিকল্প গ্রাহকদের পছন্দ অনুযায়ী গাড়িটি বেছে নেওয়ার ক্ষেত্রে সহায়তা করবে।

এই এসইউভি-তে দুটি ইঞ্জিন বিকল্প দেওয়া হয়েছে। একটি ১.০-লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন, যা ১১৮ বিএইচপি শক্তি এবং ১৭২ এনএম পিক টর্ক উৎপন্ন করে। অপরদিকে, ১.৫-লিটার ডিজেল ইঞ্জিন ১১৫ বিএইচপি শক্তি এবং ২৫০ এনএম টর্ক প্রদান করে। পেট্রোল ইঞ্জিনটি ৬-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সের সঙ্গে পাওয়া যাচ্ছে এবং ডুয়েল-ক্লাচ ৭-স্পিড অটোমেটিক ট্রান্সমিশন বিকল্পও রয়েছে। ডিজেল ইঞ্জিনটি ৬-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স ও ৬-স্পিড টর্ক কনভার্টার অটোমেটিক ট্রান্সমিশনের সঙ্গে উপলব্ধ।

পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে, ৬-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সের সাথে ফুয়েল এফিসিয়েন্সি দাঁড়ায় ১৮.২০ কিমি প্রতি লিটার, যা ৭-স্পিড ডুয়েল-ক্লাচ অটোমেটিক ব্যবহারে ১৭.৬৮ কিমি প্রতি লিটারে হ্রাস পায়। ডিজেল ইঞ্জিনে ম্যানুয়াল গিয়ারবক্সের সাথে ২০.৭৫ কিমি প্রতি লিটার এবং অটোমেটিক ট্রান্সমিশনের সঙ্গে ১৭.৬৫ কিমি প্রতি লিটার ফুয়েল এফিসিয়েন্সি প্রদান করা হয়।

Syros-এ বিশেষভাবে আধুনিক প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে। যা একই সেগমেন্টের অন্য গাড়িগুলির থেকেও এগিয়ে। এতে ৩০-ইঞ্চি ট্রিনিটি প্যানোরামিক ডুয়েল-স্ক্রিন সেটআপ রয়েছে, যার মধ্যে একটি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট ডিসপ্লে ও একটি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার অন্তর্ভুক্ত। এছাড়াও, গাড়িটিতে ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো ও Apple CarPlay, ভেন্টিলেটেড সিট, স্লাইডিং ও রিক্লাইনিং সেকেন্ড রো সিট, ওয়্যারলেস চার্জার ও টুইন ইউএসভি পোর্টের মত উন্নত ফিচার রয়েছে। আরও একটি আকর্ষণীয় ফিচার হল ডুয়াল পেইন প্যানোরামিক সানরুফ, যা ভারতীয় ক্রেতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

নিরাপত্তার দিক থেকে কিয়া সিরস সমৃদ্ধ। এই SUV-তে লেভেল ২ ADAS রয়েছে, যা ১৬টি উন্নত অ্যাডাপটিভ ফিচার, যেমন লেন কিপ অ্যাসিস্ট প্রদান করে। গাড়িটিতে হিল স্টার্ট অ্যাসিস্ট, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, ছয়টি এয়ারব্যাগ, ৩৬০-ডিগ্রি পার্কিং ক্যামেরা ও ফ্রন্ট পার্কিং সেন্সরসহ বিভিন্ন নিরাপত্তা সিস্টেম সজ্জিত করা হয়েছে, যা রাইডারদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করবে।