প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ির বাজার কাঁপাতে লঞ্চ হল Kia EV9, দাম শুনলে চমকে যাবেন

পাঁচশোর উপরে রেঞ্জ দেয়, ভারতে এমন বৈদ্যুতিক গাড়ির চাহিদা চোখে পড়ার মতো। এবারে ক্রেতাদের বেশি রেঞ্জের আকাঙ্ক্ষা পূরণ করতে এ দেশে লঞ্চ হল নতুন Kia…

Kia EV9 launched in India

পাঁচশোর উপরে রেঞ্জ দেয়, ভারতে এমন বৈদ্যুতিক গাড়ির চাহিদা চোখে পড়ার মতো। এবারে ক্রেতাদের বেশি রেঞ্জের আকাঙ্ক্ষা পূরণ করতে এ দেশে লঞ্চ হল নতুন Kia EV9। বিলাসবহুল এই ইলেকট্রিক গাড়ির দাম সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে। দাম শুনলে তাজ্জব হবেন অনেকেই! এদেশে এটি কিনতে খরচ পড়বে ১.২৯ কোটি টাকা (এক্স-শোরুম)। কেবলমাত্র একটি ভ্যারিয়েন্টে (GT Line) হাজির হয়েছে গাড়িটি। চলুন মডেলটির নানাবিধ খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Kia EV9 : স্পেসিফিকেশন, ব্যাটারি ও রেঞ্জ

   

EV9 একটি ইলেকট্রিক মোটরে ভর করে চলবে। এটি ফ্রন্ট অ্যাক্সেলে প্রতিস্থাপিত করা হয়েছে। এটি সর্বোচ্চ ৩৭৮ বিএইচপি শক্তি এবং ৭০০ এনএম টর্ক উৎপাদনে সক্ষম। ০-১০০ কিমি প্রতি ঘণ্টার গতিবেগ ৫.৩ সেকেন্ডে তুলতে পারবে বলে দাবি করা হয়েছে। এতে রয়েছে একাধিক ড্রাইভিং ও টেরেইন মোড।

বৈদ্যুতিক গাড়িটিতে শক্তির উৎস হিসেবে রয়েছে একটি ৯৯.৮ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। কিয়া ইন্ডিয়া (Kia India) দাবি করেছে, একবার সম্পূর্ণ চার্জে এটি ৫৬১ কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম। ৩৫০ কিলোওয়াট ফাস্ট চার্জার দ্বারা ১০-৮০ শতাংশ চার্জ ২৪ মিনিটে হয়ে যাবে বলে জানিয়েছে কোম্পানি। 

Kia EV9 : ফিচার্স

অটোমেটিক হেডল্যাম্প, এলইডি প্রোজেক্টর হেডল্যাম্প ও ডিআরএল, লেদারেট সিট, অ্যাম্বিয়েন্ট লাইটিং, স্মার্ট পাওয়ার টেলগেট, শিফট-বাই-ওয়্যার এবং অটো হোল্ড সহ বৈদ্যুতিন পার্কিং ব্রেক। সামনের আসনগুলির জন্য ইলেকট্রনিক অ্যাডজাস্টমেন্ট রয়েছে। এছাড়া উপস্থিত উইং-স্টাইলের হেডরেস্ট সব ভেন্টলোটোড সিট। আবার রয়েছে ম্যাসেজ ফাংশন। অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে আছে, কিয়া ইউএসবি টাইপ সি পোর্ট, 3-জোন ক্লাইমেট কন্ট্রোল, একটি হেডস-আপ ডিসপ্লে এবং একটি কুলড ওয়্যারলেস চার্জার।

Ola S1 X কিনুন আর 20,000 টাকা সাশ্রয় করুন, দরাজ হস্তে ছাড় সংস্থার!

অন্যদিকে Kia EV9-এ সুরক্ষাজনিত ফিচারের তালিকায় উপস্থিত মাল্টি-কলিশন ব্রেক, ভেহিকেল স্টেবিলিটি ম্যানেজমেন্ট, টিপিএমএস এবং ১০টি এয়ারব্যাগ। এর সঙ্গে দেওয়া হয়েছে ২৭টি অ্যাডভান্সড ড্রাইভিং অ্যাসিসেন্ট সিস্টেম প্রযুক্তি।