পুজোর আগে বাজারে আসছে কিয়া’র ‘লাক্সারি’ ইলেকট্রিক কার, দাম জানলে চমকে যাবেন

আগামী ৩ অক্টোবর ভারতের বাজারে অফিসিয়ালি লঞ্চ হচ্ছে কিয়া’র (Kia) নতুন ইলেকট্রিক গাড়ি। নাম – কিয়া ইভি৯ (Kia EV9)। জানিয়ে রাখি, সর্বপ্রথম গাড়িটির টপ-এন্ড ভ্যারিয়েন্ট…

Kia EV9

আগামী ৩ অক্টোবর ভারতের বাজারে অফিসিয়ালি লঞ্চ হচ্ছে কিয়া’র (Kia) নতুন ইলেকট্রিক গাড়ি। নাম – কিয়া ইভি৯ (Kia EV9)। জানিয়ে রাখি, সর্বপ্রথম গাড়িটির টপ-এন্ড ভ্যারিয়েন্ট EV9 GT-Line AWD লঞ্চ হচ্ছে। আমেরিকার বাজারে এই গাড়ির দাম ৭৩,৯০০ ডলার বা প্রায় ৬২.০৬ লক্ষ টাকা। এবারে লঞ্চের আগেই সংস্থার ভারতীয় ওয়েবসাইটে দেখা মিলল EV9 GT-Line AWD-এর নাম।

জানা গিয়েছে, টপ-এন্ড ভ্যারিয়েন্ট Kia EV9 GT-Line AWD বিদেশ থেকে আমদানি করে এদেশে বিক্রি করা হবে। তাই দাম সামান্য বেশি পড়বে। অন্যদিকে সংস্থার আসন্ন অপর গাড়ি Kia Carnival এদেশের মাটিতেই অ্যাসেম্বেল করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। 

   

Kia EV9 GT-Line AWD ডুয়েল মোটর সেটআপ সহ আসছে। এটি থেকে ৩৭৯ হর্সপাওয়ার এবং ৭০০ এনএম টর্ক উৎপন্ন হবে। একবার ফুল চার্জে এই গাড়ি ৪৩৪ কিলোমিটার পথ চলতে পারবে বলে দাবি করেছে সংস্থা। ৩৫০ কিলোওয়াট ডিসি ফাস্ট চার্জিংয়ে দ্বারা চার্জ করা যাবে।

স্কুটিতেও নাকি ডিস্ক ব্রেক! বাজারে ঝড় তুলতে আসছে নতুন Hero Destini 125, রইল খুঁটিনাটি

গুরুত্বপূর্ণ ফিচার্স হিসেবে EV9-এ থাকছে তৃতীয় পর্যায়ের অ্যাডাস সিস্টেম। সুরক্ষা বৈশিষ্ট্যের তালিকায় দেখা মিলবে একটি ৩৬০ ডিগ্রী ক্যামেরা, ব্লাইন্ড স্পট ডিটেকশন, পার্কিং কলিশন অ্যাভয়েডেন্স, লেন ড্রাইভিং এইড এবং নেভিগেশন ক্রজ কন্ট্রোল। এগুলি চালকের অভিজ্ঞতা বৃদ্ধিতে সহায়তা করবে। এদিকে এই গাড়ি স্থানীয়ভাবে অ্যাসেম্বলিংয়ের আপাতত কোন পরিকল্পনা নেই সংস্থার।