পুজোর আগেই লঞ্চ হচ্ছে কিয়া’র দুর্ধর্ষ ইলেকট্রিক এসইউভি, দাম শুনলে তাক লাগবে

ইদানিং বহু ভারতীয় ক্রেতা পরিবেশের প্রতি সচেতন হয়ে উঠছেন। যার প্রমাণ মিলছে তাঁদের কর্মে। দূষণের চোখ রাঙানির প্রভাব কমাতে আজকাল আনেকেই আইসিই মডেল বাদ দিয়ে…

Kia-EV9

ইদানিং বহু ভারতীয় ক্রেতা পরিবেশের প্রতি সচেতন হয়ে উঠছেন। যার প্রমাণ মিলছে তাঁদের কর্মে। দূষণের চোখ রাঙানির প্রভাব কমাতে আজকাল আনেকেই আইসিই মডেল বাদ দিয়ে বৈদ্যুতিক গাড়ি কিনছেন। যা দেখে নতুন ইলেকট্রিক ভেহিকেল আনার উদ্যোগ নিচ্ছে বিভিন্ন সংস্থা। এবারে সে পথের পথিক কিয়া (Kia)। দক্ষিণ কোরিয়ার সংস্থাটি একটি নতুন ইলেকট্রিক গাড়ি আনতে চলেছে। মডেলটির নাম – Kia EV9। যদিও আনেকদিন ধরেই এটি আন্তর্জাতিক বাজারে বিক্রি হয়ে আসছে।

উল্লেখ্য, EV6-এর মতই EV9-ও বিদেশ থেকে আমদানী করে এদেশে বিক্রি করার কথা জানিয়েছে কিয়া। সেজন্য মডেলটির দাম বেশি পড়বে। এদেশে কিয়া ইভি৯-এর (Kia EV9) সঙ্গে টক্কর নিতে BMW ও Mercedes-Benz-এর একাধিক গাড়ি বর্তমান। অনুমান করা হচ্ছে, এদেশে ইভি৯ কেনার খরচ ১ কোটি টাকার কাছাকাছি পড়তে পারে। অনুমান করা হচ্ছে, আগামী ৩ অক্টোবর ভারতের বাজারে এটি লঞ্চ করবে।

   

Kia EV9 : ড্রাইভট্রেন ও ব্যাটারি

ইভি৬-এর মত কিয়া ইভি৯-ও সংস্থার e-GMP স্কেটবোর্ড প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে আসবে। এটি শুধুই ইলেকট্রিক গাড়ি নির্মাণের জন্য আদর্শ। আন্তর্জাতিক বাজারে এই গাড়ি সিঙ্গেল মোটর রিয়ার হুইল ড্রাইভ এবং ডুয়েল মোটর অল হুইল ড্রাইভ, উভয় ভার্সনে উপলব্ধ। তবে ভারতে কোন মডেলটি হাজির করা হবে, তা নিয়ে চলছে জল্পনা। 

বিশ্ববাজারে বিক্রিত কিয়া ইভি৯-এ উপস্থিত একটি ৯৯.৮ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক এবং সিঙ্গেল মোটর। এটির আউটপুট ২০০ বিএইচপি এবং ৩৫০ এনএম টর্ক। যেখানে টপ মডেলটি থেকে পাওয়া যায় ৩৭৮ বিএইচপি ও ৭০০ এনএম আউটপুট। সংস্থার দাবি, দুটি মডেলই একটি ১৬ অ্যাম্পিয়ার এসি চার্জার দ্বারা ১০-১০০ শতাংশ চার্জ ৯ ঘণ্টা ৫ মিনিটে হয়ে যাবে। আবার ৫০ কিলোওয়াট ডিসি চার্জারে চার্জ করালে মাত্র ১ ঘণ্টা ২৩ মিনিট সময় লাগবে।

S1-এর দিন কি ফুরালো? নতুন S2 ও S3 ব্র্যান্ডের মাধ্যমে বাজার তোলপাড়ের সম্ভাবনা Ola-র

Kia EV9 : ফিচার্স

কিয়া ইভি৯ এসইউভি-এ উপলব্ধ বিশ্বমানের ফিচার্স হিসেবে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট শনাক্তকরণ সেন্সর, ৫.৩ ইঞ্চির দুটি ডিসপ্লে, ১৪ স্পিকার মেরিডিয়ান মিউজিক সিস্টেম, একটি ইলুমিনেটেড স্টিয়ারিং হুইল এবং থ্রি-জোন ক্লাইমেট কন্ট্রোল। এছাড়া রয়েছে অ্যাডাস ফিচার, একাধিক ড্রাইভ মোড, একটি ৩৬০ ডিগ্রী ক্যামেরা, হিল হোল্ড ক্যামেরা, হিল হোল্ড অ্যাসিস্ট ইত্যাদি।