দীপাবলিতে Kia-র গাড়ি কিনুন ১.৬০ লাখ ডিসকাউন্টে, Seltos, Sonet-এ বিরাট ছাড়

Diwali 2025 Kia Syros, Sonet, Seltos Get Benefits Up To Rs 1.60 Lakh

দীপাবলির উৎসব (Diwali 2025) এগিয়ে আসতেই গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলি নতুন অফার ও আকর্ষণীয় স্কিমের মাধ্যমে বিক্রি বাড়াতে তৎপরতা দেখাচ্ছে। এবার সেই তালিকায় নাম লিখিয়েছে দক্ষিণ কোরিয়ার সংস্থা Kia Motors। কোম্পানি ঘোষণা করেছে, দীপাবলি উপলক্ষ্যে তারা সর্বোচ্চ ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা দিচ্ছে। যা প্রযোজ্য হবে তাদের জনপ্রিয় মডেল যেমন Kia Syros, Kia Sonet, Kia Seltos এবং Kia Carens-এর উপর। চলুন এই অফারের বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Advertisements

দীপাবলিতে (Diwali 2025) কিয়ার বিশেষ অফার

সম্প্রতি সরকার GST কাঠামোয় সংশোধন এনেছে, যার ফলে যাত্রীবাহী গাড়ির দামে কিছুটা হ্রাস লক্ষ্য করা গেছে। এই সময়টিকে কাজে লাগিয়ে কিয়া তাদের ক্রেতাদের জন্য উত্সবের মৌসুমে একাধিক স্কিম ঘোষণা করেছে, যার মধ্যে রয়েছে ক্যাশ ডিসকাউন্ট, এক্সচেঞ্জ বোনাস ও লোন বেনিফিট। ফলে এই দীপাবলিই হতে পারে আপনার পছন্দের Kia গাড়ি কেনার সবচেয়ে উপযুক্ত সময়।

Advertisements

Kia Sonet

কমপ্যাক্ট SUV সেগমেন্টে অন্যতম জনপ্রিয় মডেল Kia Sonet-এ এবার পাওয়া যাচ্ছে মোট ১,০২,৭০০ টাকা পর্যন্ত উৎসব অফার। এর প্রারম্ভিক মূল্য নির্ধারিত হয়েছে প্রায় ৭.৩০ লক্ষ টাকা (এক্স-শোরুম)। আধুনিক ডিজাইন, প্রিমিয়াম কেবিন এবং একাধিক ইঞ্জিন বিকল্পের জন্য এই গাড়িটি তরুণ ক্রেতাদের কাছে বিশেষ জনপ্রিয়। দীপাবলি অফারের ফলে এর দামে আরও আকর্ষণীয় সুবিধা পাওয়া যাবে।

Kia Syros

কিয়ার নতুন প্রজন্মের SUV Syros-এ রয়েছে ১.০ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন, যা ১১৮ বিএইচপি পাওয়ার ও ১৭২ এনএম টর্ক উৎপন্ন করে। পাশাপাশি, এর ডিজেল সংস্করণে রয়েছে ১.৫ লিটার ইঞ্জিন, যা ১১৩ বিএইচপি পাওয়ার এবং ২৫০ এনএম টর্ক প্রদান করে। ট্রান্সমিশনের বিকল্প হিসেবে থাকছে ৬-স্পিড ম্যানুয়াল, ৭-স্পিড DCT এবং ৬-স্পিড অটোমেটিক গিয়ারবক্স। দীপাবলি অফারে এই মডেলে পাওয়া যাবে ১,৬০,৪০০ টাকা পর্যন্ত সুবিধা, আর এর প্রারম্ভিক দাম প্রায় ৮.৬৭ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

Kia Seltos

হুন্ডাই ক্রেটার প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে নিজের জায়গা করে নেওয়া Kia Seltos-এও এসেছে চমৎকার উৎসব অফার। ক্রেতারা এই মডেলটির উপর ১.৪৭ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পেতে পারেন। সেলটসের দাম শুরু হচ্ছে প্রায় ১০.৭৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে। উন্নত ফিচার, স্মার্ট কানেক্টিভিটি এবং শক্তিশালী ইঞ্জিন পারফরম্যান্স একে করে তুলেছে এই সেগমেন্টের সেরা SUV-গুলির মধ্যে অন্যতম।

Also Read: Yamaha WR155 R ভারতের রাস্তায় ধরা দিল, নভেম্বরে লঞ্চ হতে পারে

Kia Carens ও Carens Clavis

পারিবারিক ব্যবহারের জন্য জনপ্রিয় Kia Carens SUV-তে পাওয়া যাচ্ছে ৮৩,২০০ টাকা পর্যন্ত অফার। এর প্রারম্ভিক মূল্য প্রায় ১০.৪৭ লক্ষ টাকা (এক্স-শোরুম)। অন্যদিকে, নতুন লঞ্চ হওয়া Carens Clavis মডেলে রয়েছে ১,৪১,৮০০ টাকা পর্যন্ত সুবিধা। এর দাম শুরু হচ্ছে প্রায় ১১.১৮ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে।

প্রসঙ্গত, দীপাবলি ২০২৫-এ (Diwali 2025) Kia Motors তাদের গাড়ি কেনাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ক্রেতারা যদি এই সময়ে কেনাকাটা করেন, তবে তারা পেতে পারেন সর্বোচ্চ ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা, যা নিঃসন্দেহে উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে দেবে। তাই যারা নতুন SUV কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য এই দীপাবলিই হতে পারে সবচেয়ে সঠিক সময়।