ভারতীয় ইলেকট্রিক গাড়ির বাজারে প্রবেশ করল কিয়া (Kia)। তাদের নতুন তিন সারির ইলেকট্রিক MPV, Kia Carens Clavis EV লঞ্চ করল। এই নতুন ইভি গাড়ির এক্স-শোরুম দাম শুরু হয়েছে 17.99 লক্ষ টাকা থেকে। এর টপ-ভ্যারিয়েন্টের মূল্য 24.49 লক্ষ ধার্য করা হয়েছে। এই লঞ্চ সরাসরি দেশের মাস মার্কেট ইভি সেগমেন্টে Kia-র উপস্থিতিকে জোরদার করে তুলবে বলেই মনে করা হচ্ছে।
Kia Carens Clavis EV : থাকছে দুটি ব্যাটারি অপশন
Carens Clavis EV-তে রয়েছে দুটি ব্যাটারি বিকল্প – একটি 42 kWh এবং অপরটি 51.4 kWh। ছোট ব্যাটারির ভ্যারিয়েন্টে মোটর থেকে পাওয়া যাবে 133 bhp পাওয়ার, আর বড় ব্যাটারির মডেল দেবে 169 bhp। Kia জানিয়েছে, বড় ব্যাটারির মডেল থেকে সর্বোচ্চ 490 কিমি রেঞ্জ পাওয়া যাবে একবার ফুল চার্জে। এই গাড়ির মোটর শুধুমাত্র ফ্রন্ট-হুইল ড্রাইভ অপশনেই পাওয়া যাবে এবং এই প্ল্যাটফর্ম Hyundai Creta Electric-এর সঙ্গেও শেয়ার করা হয়েছে।
Kia Carens Clavis EV-এর চারটি ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে—HTK Plus (₹17.99 লক্ষ), HTX (₹20.49 লক্ষ), HTX ER (₹22.49 লক্ষ) এবং HTX+ ER (₹24.49 লক্ষ)। HTX এবং HTX+ ভ্যারিয়েন্টে থাকছে বড় ব্যাটারি এবং উন্নত ফিচার, যেখানে HTK Plus হল বেস মডেল, যেটি মূলত শহরের ডেইলি ইউজারদের কথা ভেবে তৈরি।
ডিজাইনে ছোটখাটো পরিবর্তন
Carens Clavis EV মূলত একই প্ল্যাটফর্মে তৈরি যা Carens ICE মডেলের। ডিজাইনে তেমন বড় পরিবর্তন নেই, তবে সামনে ডে-টাইম রানিং ল্যাম্পের মাঝে ক্রোম স্ট্রিপ-এর বদলে এসেছে একটি LED লাইটবার, আর চার্জিং পোর্ট বসানো হয়েছে গাড়ির নাকে। টপ ভ্যারিয়েন্টে থাকছে নতুন ফগ ল্যাম্প, এবং মডেল স্পেসিফিক অ্যালয় হুইল। পিছনের দিকটা প্রায় অপরিবর্তিত রাখা হয়েছে।
বাজার থেকে বিদায় নিল Bajaj Pulsar N150, অফিসিয়ালি বন্ধ হল উৎপাদন
গাড়ির ভিতরের ডিজাইন অনেকটাই অপরিবর্তিত থাকলেও, নতুন কিছু কার্যকরী পরিবর্তন আনা হয়েছে। ড্যাশবোর্ডে রয়েছে ডুয়াল স্ক্রিন সেটআপ, ঠিক আগের মতো। তবে সেন্টার কনসোল-এ বড় পরিবর্তন এসেছে—এবার গিয়ার সিলেক্টর সরে গিয়ে স্টিয়ারিং কলামের উপর বসানো হয়েছে, যার ফলে সামনের অংশে তৈরি হয়েছে আরও স্টোরেজ স্পেস। সেন্টার আর্মরেস্ট কনসোল-এও বেশি স্পেস ও ফিজিকাল বাটন যোগ করা হয়েছে। তবে উল্লেখযোগ্যভাবে, এই ইলেকট্রিক মডেলে ছয়-সিটার অপশন নেই, মাঝের সারিতে শুধুমাত্র বেঞ্চ সিট থাকছে।
Carens Clavis EV-তে রয়েছে একাধিক প্রিমিয়াম ফিচার যেমন ADAS সিস্টেম, 10.25 ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট, 64-কালার অ্যাম্বিয়েন্ট লাইটিং, পাওয়ার ড্রাইভার সিট, বোস অডিও সিস্টেম, এয়ার পিউরিফায়ার, প্যানোরামিক সানরুফ এবং সেকেন্ড ও থার্ড রো-তে পৃথক AC ভেন্ট। এছাড়াও এই গাড়িতে রয়েছে Vehicle-to-Load (V2L) চার্জিং সুবিধা, যার সাহায্যে বাইরের যেকোনো ডিভাইস চার্জ করা সম্ভব।
Kia Carens Clavis EV বর্তমানে ভারতের বাজারে এই দামে একমাত্র তিন সারির ইলেকট্রিক গাড়ি। এর সরাসরি কোনো প্রতিদ্বন্দ্বী নেই। নিকটতম বিকল্প BYD eMax7, যার দাম আরও বেশি। ফলে Carens Clavis EV হতে পারে এমন গ্রাহকদের পছন্দের তালিকায় যারা একটি স্পেসিয়াস, ফ্যামিলি-ফ্রেন্ডলি এবং ফিচার-লোডেড ইলেকট্রিক MPV খুঁজছেন।
22 জুলাই থেকে এই গাড়ির বুকিং শুরু হবে, এবং পরবর্তী কদিনের মধ্যেই ডেলিভারি শুরু করবে Kia। সবমিলিয়ে, Carens Clavis EV ভারতের ইলেকট্রিক গাড়ির বাজারে এক নতুন ধারা আনবে বলেই আশা করা যাচ্ছে।