ভারতে এল হাঙ্গেরির বাইক, প্রথম ১০০ জন ক্রেতার জন্য বিশেষ অফার

ভারতের বাজারে লঞ্চ হল Keeway K300 SF। হাঙ্গেরির কেম্পানি কিওয়ে (Keeway) তাদের এই মডেলটি লঞ্চ করেছে। এটি সংস্থার K300N নেকেড স্ট্রিট বাইকের আপগ্রেড সংস্করণ। মজার…

Keeway K300 SF launched in India

ভারতের বাজারে লঞ্চ হল Keeway K300 SF। হাঙ্গেরির কেম্পানি কিওয়ে (Keeway) তাদের এই মডেলটি লঞ্চ করেছে। এটি সংস্থার K300N নেকেড স্ট্রিট বাইকের আপগ্রেড সংস্করণ। মজার বিষয়, আগের তুলনায় নতুন এই বাইকটির দাম ৬০,০০০ কমিয়ে দেওয়া হয়েছে এবং এর এক্স-শোরুম মূল্য রাখা হয়েছে ১.৬৯ লাখ টাকা। তবে, এই মূল্য শুধুমাত্র প্রথম ১০০ জন গ্রাহকের জন্যই প্রযোজ্য, এর পর দাম বাড়তে পারে।

Keeway K300 SF বাইকটি বিদেশ থেকে আনতে হলেও ভারতে অ্যাসেম্বল করা হয়। কিওয়ে-এর ভারতীয় শাখা আন্তর্জাতিক অংশীদারদের কাছ থেকে কিছু বিশেষ সুবিধা পেয়েছে, যার ফলে এই দাম কমানো সম্ভব হয়েছে। তবে প্রথম ১০০ ইউনিট বিক্রি হওয়ার পর এর দাম কত বাড়বে, তা এখনও ঘোষণা করেনি সংস্থা।

   

Hero Xoom 125 নিয়ে বড় ঘোষণা সংস্থার! কী জানাল হিরো?

Keeway K300 SF ডিজাইন ও ফিচার আপগ্রেড

K300 SF মূলত K300N-এর উপর ভিত্তি করে তৈরি হলেও এতে সাবলীল নতুন ডেকাল এবং ইঞ্জিন টিউনিং-এ সামান্য পরিবর্তন আনা হয়েছে। বাইকটির লো-স্লাং হেডলাইট, মাসকুলার ফুয়েল ট্যাঙ্ক এবং শার্প টেল সেকশন আগের মতোই রাখা হয়েছে, যা এটিকে আরও অ্যাগ্রেসিভ লুক দেয়। এটি তিনটি কালার অপশনে পাওয়া যাবে – রেড, ব্ল্যাক এবং হোয়াইট।

K300 SF-তে ২৯২.৪cc, সিঙ্গেল-সিলিন্ডার, লিকুইড-কুল্ড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা ৮,৭৫০ আরপিএম গতিতে ২৭.১ বিএইচপি শক্তি এবং ৭,০০০ আরপিএম গতিতে ২৫ এনএম টর্ক উৎপন্ন হবে। এটি ছয়-গতির গিয়ারবক্স এবং অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচের সঙ্গে এশেছে। ফলে গিয়ার পরিবর্তন আরও মসৃণ হবে।

বাজারে এল Royal Enfield Scram 440, যেমন শক্তিশালী, তেমনই স্টাইলিশ!

হার্ডওয়্যারের ক্ষেত্রে ১৭ ইঞ্চির অ্যালয় হুইল, ইউএসডি ফর্ক এবং মোনোশক সাসপেনশন দেওয়া হয়েছে। যা বাইকটির স্টেবিলিটি উন্নত করে। ব্রেকিংয়ের জন্য সামনে ও পিছনে সিঙ্গেল ডিস্ক ব্রেক এবং ডুয়েল-চ্যানেল এবিএস দেওয়া হয়েছে। এছাড়া সম্পূর্ণ এলইডি লাইটিং এবং ডিজিটাল কনসোল-এর মতো আধুনিক ফিচারও রয়েছে।

Keeway K300 SF বাজারে সরাসরি KTM RC 390, BMW G 310 RR এবং TVS Apache RR 310-এর মতো স্পোর্টস বাইকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। নতুন কম দামের অফার এবং আকর্ষণীয় ডিজাইনের কারণে এটি ভারতীয় বাইকপ্রেমীদের মধ্যে জনপ্রিয় হতে পারে।