Kawasaki Versys-X 300 লঞ্চ হল ভারতে, চাপে Himalayan 450, KTM 390-র মতো বাইকগুলি

ভারতীয় বাজারে এন্ট্রি নিল অ্যাডভেঞ্চার ট্যুরার বাইক Kawasaki Versys-X 300। কাওয়াসাকি (Kawasaki) ভারতে লঞ্চ করল তাদের এই জনপ্রিয় অ্যাডভেঞ্চার ট্যুরার মোটরসাইকেল। মডেলটির দাম রাখা হয়েছে…

Kawasaki Versys X-300 Launched in India

ভারতীয় বাজারে এন্ট্রি নিল অ্যাডভেঞ্চার ট্যুরার বাইক Kawasaki Versys-X 300। কাওয়াসাকি (Kawasaki) ভারতে লঞ্চ করল তাদের এই জনপ্রিয় অ্যাডভেঞ্চার ট্যুরার মোটরসাইকেল। মডেলটির দাম রাখা হয়েছে ৩.৮০ লক্ষ টাকা (এক্স-শোরুম, দিল্লি)। দীর্ঘ সময় ধরে বাইকপ্রেমীদের মধ্যে অপেক্ষার পর অবশেষে এই টু-হুইলারটি ভারতে আবারও আত্মপ্রকাশ করল, যা সরাসরি প্রতিযোগিতায় নামবে Royal Enfield Himalayan 450 এবং KTM 390 Adventure-এর মতো জনপ্রিয় মোটরবাইকের সঙ্গে।

Kawasaki Versys-X 300 – পারফরম্যান্স এবং ইঞ্জিন স্পেসিফিকেশন

Kawasaki Versys-X 300-এ রয়েছে ২৯৬ সিসির প্যারালাল-টুইন ইঞ্জিন, যা Kawasaki Ninja 300 থেকে নেওয়া হয়েছে। এই ইঞ্জিন ১১,৫০০ আরপিএম-এ সর্বোচ্চ ৩৮.৫ বিএইচপি শক্তি এবং ১০,০০০ আরপিএম-এ ২৬.১ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। ইঞ্জিনটি ছয়-গতির গিয়ারবক্সের সঙ্গে যুক্ত এবং এতে অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ রয়েছে, যা ক্লাচ অপারেশনকে সহজ এবং স্মুদ করে তোলে। ইঞ্জিনটি তার রিফাইনমেন্ট এবং হাই রেভ ক্যারেক্টারের জন্য পরিচিত।

   

2025 Honda CB350 লঞ্চ হয়েছে দু’মাস আগে, এরইমধ্যে বিশাল অঙ্কের ছাড় দিচ্ছে কোম্পানি

ডিজাইন ও হার্ডওয়্যার ফিচার

এই বাইকে উপস্থিত ১৯ ইঞ্চি ফ্রন্ট ও ১৭ ইঞ্চি রিয়ার ওয়্যার-স্পোক হুইল। তবে এটি টিউবলেস নয়, যা প্রতিদ্বন্দ্বী বাইক যেমন KTM 390 Adventure বা Himalayan 450-এ রয়েছে। মোটরসাইকেলটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৮০ মিমি এবং কার্ব ওয়েট ১৮৪ কেজি, যা একটি ব্যালেন্সড অ্যাডভেঞ্চার পারফরম্যান্স প্রদান করবে বলে সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে।

Advertisements

কাওয়াসাকি তাদের এই বাইকের দাম প্রতিযোগিতামূলক রাখলেও, এটি বাজারে উপস্থিত অন্যান্য অ্যাডভেঞ্চার বাইকের তুলনায় প্রায় ১ লক্ষ টাকা বেশি দামি। এই সেগমেন্টে Himalayan 450 এবং KTM 390 Adventure-এর মতো টু হুইলারের তুলনায় Versys-X 300 কিছুটা পিছিয়ে, কারণ এতে ফিচারের ঘাটতি সুস্পষ্ট এবং ইঞ্জিন ক্যাপাসিটিও অপেক্ষাকৃত কম। ফলে এন্ট্রি-লেভেল অ্যাডভেঞ্চার বাইক হিসেবে এটি প্রিমিয়াম, কিন্তু ফিচার ও ইউটিলিটির দিক থেকে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় কিছুটা কম সুবিধাজনক।

গ্রীষ্মে গ্রাহকদের জন্য চমক নিয়ে এল Renault India, শুরু হল দেশব্যাপী নতুন সার্ভিস

যাই হোক, Kawasaki Versys-X 300 তাদের বড়ো ভাই Versys সিরিজের মতোই অ্যাডভেঞ্চার ট্যুরিংয়ের ডিএনএ বজায় রেখেছে। তবে বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে, যেখানে ক্রেতারা আরও ফিচার-সমৃদ্ধ এবং কম দামে পাওয়া বাইকের খোঁজ করেন, সেখানে এই বাইকটির পারফরম্যান্স ও ব্র্যান্ড ভ্যালুই তার প্রধান ইউএসপি হতে চলেছে। অ্যাডভেঞ্চার বাইকপ্রেমীদের কাছে এটি একটি প্রিমিয়াম পছন্দ হলেও, দামের দিকটি নিয়ে ভাবনার অবকাশ রয়ে যায়।