ভারতীয় বাজারে সুপারবাইক প্রেমীদের জন্য কাওয়াসাকি নিয়ে এসেছে আকর্ষণীয় অফার। জনপ্রিয় স্পোর্টস বাইক Kawasaki Ninja ZX-10R–এর উপর এখন পাওয়া যাচ্ছে সর্বোচ্চ ১.৫০ লাখ টাকা পর্যন্ত ছাড়। কোম্পানি এই ছাড় দিচ্ছে ক্যাশব্যাক ভাউচার আকারে, যা বাইকের এক্স-শোরুম প্রাইসের সঙ্গে সমন্বয় করা যাবে। অফারটি চালু থাকবে ২০ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত বা স্টক শেষ না হওয়া পর্যন্ত।
Kawasaki Ninja ZX-10R: দাম ও রঙ ভেদে ছাড়ের অঙ্ক
Ninja ZX-10R–এর এক্স-শোরুম মূল্য বর্তমানে ১৮.৫০ লাখ টাকা। তবে মনে রাখতে হবে, বীমা এবং রেজিস্ট্রেশনের খরচ হিসাব করা হবে আসল দামের উপর ভিত্তি করে, ছাড় বাদ দিয়ে নয়। আকর্ষণীয় দিক হল, বাইকের Lime Green কালার ভ্যারিয়েন্টে দেওয়া হচ্ছে ১.৩০ লাখ টাকা ছাড়, আর Metallic Graphite Gray রঙে মিলছে সর্বোচ্চ ১.৫০ লাখ টাকা ছাড়। স্পষ্ট বোঝা যাচ্ছে, কোম্পানি নতুন জিএসটি হার কার্যকর হওয়ার আগে স্টক খালি করতে চাইছে।
জিএসটি বাড়লে দাম আরও চড়বে
২২ সেপ্টেম্বর, ২০২৫ থেকে নতুন জিএসটি কাঠামো কার্যকর হবে। এই নিয়ম অনুযায়ী ৩৫০ সিসির উপরে থাকা বাইকগুলিতে জিএসটি বাড়িয়ে ৪০ শতাংশ করা হবে, যেখানে আগে ছিল ২৮ শতাংশ ও অতিরিক্ত ৩ শতাংশ সেস। এর ফলে Kawasaki Ninja ZX-10R সহ প্রায় সব বড় মডেলের দাম আরও বেড়ে যাবে। শুধুমাত্র কয়েকটি ছোট মডেল— যেমন W175, KLX 230, Versys-X 300 এবং Ninja 300— এই দাম বৃদ্ধির বাইরে থাকবে।
আজ iPhone 17 সিরিজ আসছে, জানুন কীভাবে দেখবেন লাইভ লঞ্চ
শক্তিশালী ইঞ্জিন ও ফিচার্স
পারফরম্যান্সের দিক থেকে Ninja ZX-10R আগের মতোই চমকপ্রদ। বাইকটিতে রয়েছে ৯৯৯ সিসি ইনলাইন-ফোর, লিকুইড-কুল্ড ইঞ্জিন, যা ১৩,২০০ আরপিএম-এ সর্বোচ্চ ২০০ বিএইচপি পাওয়ার এবং ১১,৪০০ আরপিএম-এ ১১৪.৯ এনএম টর্ক উৎপাদন করে। ইঞ্জিনটি যুক্ত হয়েছে সিক্স-স্পিড গিয়ারবক্স–এর সঙ্গে, যার মধ্যে রয়েছে অ্যাসিস্ট এবং স্লিপার ক্লাচ। এই কম্বিনেশন বাইকটিকে করে তোলে আরও স্মুথ ও হাই-স্পিড পারফরম্যান্সের জন্য আদর্শ।
ভারতীয় বাজারে Kawasaki Ninja ZX-10R দীর্ঘদিন ধরেই প্রিমিয়াম সুপারস্পোর্টস সেগমেন্টের জনপ্রিয় নাম। তবে নতুন জিএসটি হার কার্যকর হলে এর দাম উল্লেখযোগ্যভাবে বাড়বে। তাই যারা এই সুপারবাইকটি কেনার কথা ভাবছেন, তাদের জন্য এই ক্যাশব্যাক অফার নিঃসন্দেহে সেরা সুযোগ। সীমিত সময়ের মধ্যে অফার শেষ হয়ে যাবে বলে এখনই বুকিং করা বুদ্ধিমানের কাজ হবে।