কাওয়াসাকির এই ফ্ল্যাগশিপ স্পোর্টবাইক কিনুন 1.14 লাখ ছাড়ে, অফার অল্প সময়ের

প্রতি মাসে মোটরসাইকেলে ডিসকাউন্ট দেওয়ার ক্ষেত্রে কাওয়াসাকি (Kawasaki) সিদ্ধহস্ত। বিক্রি বাড়িয়ে নিতেই এই কৌশল অবলম্বন করে থাকে জাপানি সংস্থাটি। ক’দিন আগেই Ninja সিরিজেপ বেশ কয়েকটি…

Kawasaki Ninja ZX-10R discount

প্রতি মাসে মোটরসাইকেলে ডিসকাউন্ট দেওয়ার ক্ষেত্রে কাওয়াসাকি (Kawasaki) সিদ্ধহস্ত। বিক্রি বাড়িয়ে নিতেই এই কৌশল অবলম্বন করে থাকে জাপানি সংস্থাটি। ক’দিন আগেই Ninja সিরিজেপ বেশ কয়েকটি বাইকে ডিসকাউন্টের ঝুলি উজার করে দিয়েছিল তারা। এবারে সেই একই সিরিজের অন্য বাইকের দরাজ হস্তে ছাড়ের ঘোষণা করল কাওয়াসাকি। এটি হচ্ছে – Kawasaki Ninja ZX-10R। উল্লেখ্য এ বছর সেপ্টেম্বরেই ভারতের বাজারে পা রেখেছিল এই ফ্ল্যাগশিপ স্পোর্টবাইক। এর কিছুদিনের মধ্যেই মডেলটি ছাড়ের আওতায় আনা হয়েছে। ছাড়ের পরিমাণ শুনলে চমকে যাবেন!

Royal Enfield Goan Classic 350: দু’দিন বাদে লঞ্চ, তার আগে নতুন বাইকের বৈশিষ্ট্য প্রকাশ্যে এল

   

Kawasaki Ninja ZX-10R : ডিসকাউন্ট

Ninja ZX-10R-তে ১.১৪ লাখ টাকা ডিসকাউন্ট দিচ্ছে কাওয়াসাকি। ফলে এখন এই বাইক ১৭.১৩ লাখ টাকায় কেনা যাবে। তবে এই অফার খুব বেশিদিন উপলব্ধ থাকবে না বলেই জানা গিয়েছে। অফার শেষ হয়ে গেলে এই বাইক কেনার খরচ পড়বে ১৮.৫০ লাখ টাকা।

বৈশিষ্ট্যের দিক থেকে BMW S 1000 RR-এর কাছাকাছি Kawasaki Ninja ZX-10R এর যথেষ্ট সুনাম রয়েছে বাজারে। এখন এই বাইক কিনলে ১.১৪ লাখ টাকা সাশ্রয় করা যাচ্ছে। শক্তি উৎস হিসাবে এতে রয়েছে একটি শক্তিশালী ৯৯৮ সিসি, ইনলাইন-ফোর সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন। এটি থেকে ১৩,২০০ আরপিএম গতিতে ২০০ বিএইচপি শক্তি এবং ১১,৪০০ আরপিএম গতিতে ১১৪.০৯ এনএম টর্ক উৎপন্ন হবে। গতির সঙ্গে তাল মেলাতে এতে দেওয়া হয়েছে ৬-স্পিড গিয়ারবক্স।

উল্লেখযোগ্য ফিচার হিসাবে এই বাইকে দেওয়া হয়েছে একটি স্মার্টফোন কানেক্টিভিটি সহ টিএফটি কনসোল, একাধিক রাইডিং মোড, ডুয়েল চ্যানেল এবিএস, ক্রুজ কন্ট্রোল, লঞ্চ কন্ট্রেল, ইঞ্জিন ব্রেক কন্ট্রোল এবং ট্রাকশন কন্ট্রেল। সাসাপেনশন হিসাবে Kawasaki Ninja ZX-10R-এ রয়েছে Showa BFF ফর্ক এবং Showa BFRC রিয়ার মোনোশক। ব্রেকিংয়ের জন্য দেওয়া হয়েছে ৩৩০ মিমি ফ্রন্ট ডিস্ক এবং ২২০ সিঙ্গেল রিয়ার ডিস্ক সহ ডুয়েল চ্যানেল এবিএস। আবার এতে একটি Ohlins-এর ইলেকট্রনিক স্টিয়ারিং ড্যাম্পার উপস্থিত।