আগ্রাসী দর্শন হৃদয় জিতে নেয়! কাওয়াসাকির এই বাইকে মিলছে 25,000 ডিসকাউন্ট

ভারতে টু হুইলারের বাজারে একটি দোর্দণ্ডপ্রতাপ সংস্থা হচ্ছে কাওয়াসাকি (Kawasaki)। তাদের সিংহভাগ বাইক প্রিমিয়াম সেগমেন্টের। স্বভাবতই তাই দাম বেশি। যে কারণে বিক্রি কমিউটার সেগমেন্টের তুলনায়…

Kawasaki Ninja 650 discount

ভারতে টু হুইলারের বাজারে একটি দোর্দণ্ডপ্রতাপ সংস্থা হচ্ছে কাওয়াসাকি (Kawasaki)। তাদের সিংহভাগ বাইক প্রিমিয়াম সেগমেন্টের। স্বভাবতই তাই দাম বেশি। যে কারণে বিক্রি কমিউটার সেগমেন্টের তুলনায় কম। পুজোর মুখে তাই বেচাকেনায় জোয়ার আনতে কোমর বেঁধে লেগেছে এই জাপানি সংস্থা। একের পর এক মডেলে ডিসকাউন্টের ঘোষণা করে চলেছে। এবারে অতি জনপ্রিয় স্পোর্টস বাইক Kawasaki Ninja 650-কে ছাড়ের আওতায় আনার ঘোষণা করল কাওয়াসাকি। গোটা অক্টোবর মাস এই অফার বৈধ থাকবে। ছাড়ের পরিমাণ শুনলে চমকে যাবেন!

Ninja 650 এখন ২৫,০০০ টাকা ডিসকাউন্ট সহ কেনার সুযোগ দিচ্ছে কোম্পানি। ফলে বাইকটির বর্তমান বাজারমূল্য দাঁড়িয়েছে ৬.৯১ লক্ষ টাকা (এক্স-শোরুম)। তাই এই বাইক কেনার এটিই সুবর্ণ সুযোগ। চলুন মডেলটির বৈশিষ্ট্য ও অন্যান্য খুঁটিনাটি জেনে নেওয়া যাক। 

   

প্রথমেই জানিয়ে রাখি, ডিসকাউন্ট যোগ হওয়ার ফলে Kawasaki Ninja 650-এর স্পেসিফিকেশনে কোন পরিবর্তন ঘটানো হয়নি। একটি ৬৪৯ সিসি, প্যারালাল টুইন ইঞ্জিনে ছোটে এটি। যার আউটপুট ৮,০০০ আরপিএম গতিতে ৬৭ বিএইচপি শক্তি এবং ৬,৭০০ আরপিএম গতিতে ৬৪ এনএম টর্ক। মোটরের সঙ্গে সংযুক্ত ৬-গতির গিয়ারবক্স। 

জনপ্রিয়তায় সবার আগে! বিপুল ডিসকাউন্টে কিনুন এই টুইন সিলিন্ডার বাইক

ফিচার্স হিসাবে এতে দেওয়া হয়েছে ব্লুটুথ সমর্থনকারী একটি টিএফটি ডিসপ্লে, ট্রাকশন কন্ট্রোল এবং ডুয়েল চ্যানেল এবিএস। এদিকে স্টক খালি করার জন্যও ডিসকাউন্ট দেওয়া হতে পারে। কারণ এর ২০২৫ মডেলটি শীঘ্রই বাজারে আসছে বলেই অনুমান। 

2025 Kawasaki Ninja 650 ক্যান্ডি স্টিল ফারনেস অরেঞ্জ / মেটালিক স্পার্ক ব্ল্যাক / মেটালিক রয়্যাল পারপেল এবং মেটালিক ম্যাট ওল্ড স্কুল গ্রিন / মেটালিক স্পার্ক ব্ল্যাক কালারে হাজির হতে পারে। স্ট্যান্ডার্ড মডেলের পাশাপাশি এর KRT Edition লঞ্চ করতে পারে কোম্পানি।