Kawasaki Ninja 500 কেনার এখনই মোক্ষম সময়, চলছে লোভনীয় ছাড়

ভারতে প্রিমিয়াম বাইকের বাজারে কাওয়াসাকি (Kawasaki) প্রথম সারিতে অবস্থান করছে। তাদের সিংহভাগ বাইক প্রিমিয়াম সেগমেন্টের। স্বভাবতই তাই দাম বেশি। যে কারণে বিক্রি কমিউটার সেগমেন্টের তুলনায়…

kawasaki-ninja-500-discount

ভারতে প্রিমিয়াম বাইকের বাজারে কাওয়াসাকি (Kawasaki) প্রথম সারিতে অবস্থান করছে। তাদের সিংহভাগ বাইক প্রিমিয়াম সেগমেন্টের। স্বভাবতই তাই দাম বেশি। যে কারণে বিক্রি কমিউটার সেগমেন্টের তুলনায় কম। পুজোর মুখে তাই বেচাকেনায় জোয়ার আনতে কোমর বেঁধে লেগেছে এই জাপানি সংস্থা। একের পর এক মডেলে ডিসকাউন্টের ঘোষণা করে চলেছে। এবারে অতি জনপ্রিয় স্পোর্টস বাইক Kawasaki Ninja 500-কে ছাড়ের আওতায় আনার ঘোষণা করল কাওয়াসাকি। ৩১ অক্টোবর পর্যন্ত এই অফার বৈধ থাকবে। ছাড়ের পরিমাণ শুনলে আপনিও কিনতে চাইবেন।

পুজোর মুখে Ninja 500 মোটরসাইকেল ১০,০০০ টাকা ডিসকাউন্ট সহ কেনা যাচ্ছে। জানিয়ে রাখি, আগের মাসেও এই একই অফার এনেছিল সংস্থা। সেক্ষেত্রে ডিসকাউন্টের মেয়াদ বাড়ানো হয়েছে বলা যায়। বর্তমানে বাইকটির বাজারমূল্য ৫.২৪ লক্ষ টাকা (এক্স-শোরুম)। মডেলটি বিদেশ থেকে আমদানি করে এদেশে বিক্রি করা হয়। 

   

জানিয়ে রাখি, গত বছর Ninja 400-এর পরিবর্তে বাজারে Ninja 500 এনেছিল কাওয়াসাকি। বাইকটি একাধিক আপডেট সহ এসেছে। যার মধ্যে উল্লেখযোগ্য এর ৪৫১ সিসি ইঞ্জিন। এর প্যারালাল টুইন, লিকুইড কুল্ড ইঞ্জিন থেকে ৯,০০০ আরপিএম গতিতে ৪৪.৭ বিএইটপি শক্তি এবং ৬,০০০ আরপিএম গতিতে ৪২.৬ এনএম টর্ক উৎপন্ন হয়। মোটরের সঙ্গে সংযুক্ত ৬-গতির গিয়ারবক্স। 

Ola S1 X ইলেকট্রিক স্কুটারে ডিসকাউন্টের বন্যা! কিনতে শোরুমে ভিড় ক্রেতাদের

Kawasaki Ninja 500-এ হার্ডওয়্যার বৈশিষ্ট্য হিসাবে দেওয়া হয়েছে, ১৭ ইঞ্চি অ্যালয় হুইল, টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, মোনোশক এবং দু’চাকায় সিঙ্গেল ডিস্ক ব্রেক। এর ফুয়েল ট্যাঙ্কে রয়েছে নানান কারুকার্য। আপসোয়েপ্ট টেল সেকশন আছে। ফিচার হিসাবে দেওয়া হয়েছে একটি নেগেটিভ এলসিডি ক্লাস্টার, যা ব্লুটুথ সমর্থন করে। এছাড়া রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস এবং অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ।