জনপ্রিয়তায় সবার আগে! বিপুল ডিসকাউন্টে কিনুন এই টুইন সিলিন্ডার বাইক

কাওয়াসাকি (Kawasaki) ক্রেতাদের পুজোর আনন্দ কয়েকগুন বাড়িয়ে তুলতে যারপরনাই চেষ্টা চালিয়ে যাচ্ছে। উৎসবের আবহে বাইকের বিক্রি বৃদ্ধি করতে একটি জনপ্রিয় মডেলে ছাড়ের ঘোষণা করল সংস্থা।…

Kawasaki Ninja 300 discount

কাওয়াসাকি (Kawasaki) ক্রেতাদের পুজোর আনন্দ কয়েকগুন বাড়িয়ে তুলতে যারপরনাই চেষ্টা চালিয়ে যাচ্ছে। উৎসবের আবহে বাইকের বিক্রি বৃদ্ধি করতে একটি জনপ্রিয় মডেলে ছাড়ের ঘোষণা করল সংস্থা। Kawasaki Ninja 300 বাইকটি পুজোর মাসে ১০,০০০ টাকা ডিসকাউন্টে কেনা যাচ্ছে। ৩১ অক্টোবর পর্যন্ত বৈধ থাকবে এই অফার। 

জানিয়ে রাখি, আগের মাসেও এই একই অফার এনেছিল কোম্পানি। সেক্ষেত্রে বলা যায়, কোম্পানি Ninja 300-এ অফারের মেয়াদ বাড়াল বলা যায়। বাইকটির এক্স-শোরুম প্রাইস ৩.৪৩ লক্ষ টাকা। দাম শুনে ঘাবড়ে গেলেন? শুনুন তবে, ভারতের বাজারে এটি অন্যতম সস্তার টুইন সিলিন্ডার বাইক। 

   

এদিকে Ninja 300 বহু বছর ধরে উল্লেখযোগ্য আপডেট পায়নি। কেবলমাত্র সরকারি নির্গমন বিধি মেনে এর ইঞ্জিনে আপডেট দেওয়া হয়েছিল। শুনলে অবাক হবেন লঞ্চের সময় এই বাইকের দাম ৩.৫০ লক্ষ টাকা ধার্য করা হয়েছিল। কিন্তু এখন আরও কম দামে এটি কেনা যায়। বর্তমানে মোটরসাইকেলটি বিদেশ থেকে আমদানি করে বিক্রি করা হয়। এর স্থানীয়করণ করা হলে মূল্য আরও কমবে তা আর বলার অপেক্ষা রাখে না।

প্রসঙ্গত, Kawasaki Ninja 300-এ শক্তির উৎস হিসাবে রয়েছে একটি ২৯৬ সিসি, প্য়ারালাল টুইন, লিকুইড কুল্ড ইঞ্জিন। এটি থেকে সর্বোচ্চ ৩৮.৮৮ বিএইচপি শক্তি এবং ২৬.১ এনএম টর্ক উৎপন্ন হয়। মোটরের সঙ্গে সংযুক্ত রয়েছে ৬-স্পিড গিয়ারবক্স এবং স্লিপার ও অ্যাসিস্ট ক্লাচ। একটি টিউবুলার ডায়মন্ড টাইপ চ্যাসিস ফ্রেমের উপর ভিত্তি করে চলে এই বাইক। এতে দেওয়া হয়েছে ১৭ ইঞ্চি হুইল এবং টেলিস্কোরপিক ফ্রন্ট ফর্ক ও মনোশক সাসপেনশন। ব্রেকিংয়ের জন্য রয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস সহ দু’চাকায় সিঙ্গেল ডিস্ক ব্রেক। বাজারে এর প্রতিদ্বন্দ্বী হিসাবে রয়েছে KTM RC 390, TVS Apache RR 310, Yamaha R3 এবং Aprilia RS 457।